Long Hair for Summer: গরম আর ঘামে চুল হচ্ছে চ্যাটচ্যাটে ও রুক্ষ! সুস্থ ও সুন্দর থাকার সহজপাঠ রইল এখানে
Hair Care Tips: চল্লিশ ছুঁই ছুইঁ তাপমাত্রায় ঘেমে নেয়ে নাজেহাল অবস্থা সকলের। প্রচণ্ড রোদ আর ঘামে ক্লান্তি যেন কাটছেই না। রোদ আর ধুলোর দাপট থেকে বাঁচতে মুখ ঢেকে, সানস্ক্রিন মেখে বের হলেও সবচেয়ে খারাপ দশা চুলের। যাদের চুল বেশ লম্বা, ঘন, তাদের এই সময় বেশি নাকানিচোবানি খেতে হচ্ছে।
Most Read Stories