Hrithik-Tiger Jodi: আবারও তো ফিরছে পর্দায় টাইগার-হৃত্বিক জুটি? হলিউডের কোন অ্যাকশন এবার নজরে
Bollywood Movie: হিন্দি রিমেক তৈরি করা হবে শীঘ্রই । এই খবর সামনে আসার পর থেকেই প্রত্যেকের মনে প্রশ্ন, তবে কি হৃত্বিক রোশন ও টাইগার শ্রফ আবারও থাকতে চলেছেন একই ছবিতে।

পাশাপাশি হৃত্বিক রোশন ও টাইগারের অনবদ্য লোক সকলকে তাক লাগিয়েছিল পরতে-পরতে। এরপর এই জুটিকে নিয়ে কবে ছবি হবে সে কৌতুহল আবারও দেখা দেয় ভক্ত মনে।
- হৃত্বিক রোশন ও টাইগার শ্রফ অভিনীত ছবি ওয়ার বক্স অফিসে ঝড় তুলেছিল। সিদ্ধান্ত আনন্দ পরিচালিত এই ছবি দর্শক মনে পলকের জায়গা করে নেয় টানটান অ্যাকশনের জন্যই।
- পাশাপাশি হৃত্বিক রোশন ও টাইগারের অনবদ্য লোক সকলকে তাক লাগিয়েছিল পরতে-পরতে। এরপর এই জুটিকে নিয়ে কবে ছবি হবে সে কৌতুহল আবারও দেখা দেয় ভক্ত মনে।
- তবে এবার সেই স্বপ্ন পূরণের পালা, সম্প্রতি প্রযোজক বিশাল রানা জানিয়েছেন ফ্রান্সের অ্যাকশন থ্রিলার দ্য ট্রান্সপোর্টারের স্বত্ত্ব তারা নিজেদের দখলে নিয়েছেন।
- এই ছবিটি হিন্দি রিমেক তৈরি করা হবে শীঘ্রই । এই খবর সামনে আসার পর থেকেই প্রত্যেকের মনে প্রশ্ন, তবে কি হৃত্বিক রোশন ও টাইগার শ্রফ আবারও থাকতে চলেছেন একই ছবিতে।
- রণবীর সিং- রণবীর সিংকে ব্যক্তিগত পার্টিতে যদি বিশেষ অতিথি হিসেবে আনতে চান, তবে সেক্ষেত্রে পারিশ্রমিক দিতে হয় ১ কোটি টাকা।
- তাই এই ছবিতে তাঁর উপস্থিতি যে বিশেষ প্রভাব ফেলবে ভক্ত মনে তা বলাই বাহুল্য। তবে প্রযোজক সংস্থা থেকে ছবির কাস্ট নিয়ে এখনও কোনও মন্তব্য করেননি।

পৃথিবী ধ্বংস হবে কীভাবে? প্রেমানন্দ মহারাজ বললেন...

আজ প্রেমিকার সঙ্গে কোন রঙের পোশাক পরে বেরোলে ফেলতে পারবে না আপনার কথা?

আজ কোন রাশির জাতক-জাতিকাদের জন্য কী কেনা ভাল?

শুধু এই কাজটা করুন, সারাদিন এসি চালালেও বিল হবে অর্ধেক

নববর্ষে একমাত্র মেনু কী হওয়া উচিত জানেন?

কোন গ্রহের প্রকোপে বাড়বে ঋণের বোঝা? জ্যোতিষশাস্ত্র বলছে...