Winter in Delhi: শৈত্যপ্রবাহের জের! নৈনিতালের থেকে ঠান্ডা বেশি দিল্লিতে

| Edited By: | Updated on: Dec 27, 2022 | 4:14 PM
রাজধানী দিল্লির মঙ্গলবার ঘুম ভেঙেছে কনকনে ঠান্ডায়। রাজধানীর আশপাশের বিস্তীর্ণ এলাকা ঢাকা ছিল ঘন কুয়াশায়। যার জেরে দৃশ্যমানতা কমে গিয়েছিল অনেকটাই। গত কয়েক দিন ধরেই উত্তর ভারতে চলছে শৈত্যপ্রবাহ। যার জেরেই দিল্লি-সহ উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকায় তাপমাত্রা কমেছে অনেকটাই।

রাজধানী দিল্লির মঙ্গলবার ঘুম ভেঙেছে কনকনে ঠান্ডায়। রাজধানীর আশপাশের বিস্তীর্ণ এলাকা ঢাকা ছিল ঘন কুয়াশায়। যার জেরে দৃশ্যমানতা কমে গিয়েছিল অনেকটাই। গত কয়েক দিন ধরেই উত্তর ভারতে চলছে শৈত্যপ্রবাহ। যার জেরেই দিল্লি-সহ উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকায় তাপমাত্রা কমেছে অনেকটাই।

1 / 7
সূর্য ডুবলেই হাড় কাঁপানো ঠান্ডা থাকছে রাজধানীতে। মঙ্গলবার রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ৫.৬ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। শৈত্য প্রবাহের জেরেই ঠান্ডা এতটা বেশি দিল্লিতে। এর জেরে রাজধানীর তাপমাত্রা শৈলশহরের থেকেও নেমে গিয়েছে। মঙ্গলবার দিল্লিতে ঠান্ডা ছিল নৈনিতালের থেকে বেশি।

সূর্য ডুবলেই হাড় কাঁপানো ঠান্ডা থাকছে রাজধানীতে। মঙ্গলবার রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ৫.৬ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। শৈত্য প্রবাহের জেরেই ঠান্ডা এতটা বেশি দিল্লিতে। এর জেরে রাজধানীর তাপমাত্রা শৈলশহরের থেকেও নেমে গিয়েছে। মঙ্গলবার দিল্লিতে ঠান্ডা ছিল নৈনিতালের থেকে বেশি।

2 / 7
সোমবারই আবহাওয়া দফতরের তরফে ঠান্ডা বাড়ার কথা জানানো হয়েছিল। দিল্লি-সহ পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি এবং রাজস্থানের বিস্তীর্ণ অংশে পারদ পতনের পূর্বাভাস ছিল। এর পাশাপাশি শীতল উত্তুরে হাওয়া বইবে বলেও জানানো হয়েছিল।

সোমবারই আবহাওয়া দফতরের তরফে ঠান্ডা বাড়ার কথা জানানো হয়েছিল। দিল্লি-সহ পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি এবং রাজস্থানের বিস্তীর্ণ অংশে পারদ পতনের পূর্বাভাস ছিল। এর পাশাপাশি শীতল উত্তুরে হাওয়া বইবে বলেও জানানো হয়েছিল।

3 / 7
ঘন কুয়াশায় ঢএকে রাজধানী। ফাইল ছবি।

ঘন কুয়াশায় ঢএকে রাজধানী। ফাইল ছবি।

4 / 7
মঙ্গলবার সকাল থেকেই ঘন কুয়াশা ছিল দিল্লি জুড়ে। এর জেরে  দৃশ্যমানতা কমে ৫০ মিটারে নেমে এসেছিল। যার জেরে সকাল থেকেই গাড়ির গতি কমেছে। এর জেরে বিমানের ওঠানামাতেও সমস্যা হয়েছে।

মঙ্গলবার সকাল থেকেই ঘন কুয়াশা ছিল দিল্লি জুড়ে। এর জেরে দৃশ্যমানতা কমে ৫০ মিটারে নেমে এসেছিল। যার জেরে সকাল থেকেই গাড়ির গতি কমেছে। এর জেরে বিমানের ওঠানামাতেও সমস্যা হয়েছে।

5 / 7
বিমানের উত্তরণ এবং অবরতণ সংক্রান্ত কোনও সমস্যায় যাতে যাত্রীদের না পড়তে হয়, সে জন্য দিল্লি বিমানবন্দরের তরফে সকালেই টুইট করে জানানো হয়েছে, যাত্রীরা যেন বিমানের সময়ের ব্যাপারে নিজ নিজে এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করেন।

বিমানের উত্তরণ এবং অবরতণ সংক্রান্ত কোনও সমস্যায় যাতে যাত্রীদের না পড়তে হয়, সে জন্য দিল্লি বিমানবন্দরের তরফে সকালেই টুইট করে জানানো হয়েছে, যাত্রীরা যেন বিমানের সময়ের ব্যাপারে নিজ নিজে এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করেন।

6 / 7
তবে বুধবার থেকে দিল্লির তাপমাত্রা কিছুটা হলেও বাড়তে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। পশ্চিমী ঝঞ্ঝার জেরে কমতে পারে কুয়াশা এবং তাপমাত্রাও বাড়বে।

তবে বুধবার থেকে দিল্লির তাপমাত্রা কিছুটা হলেও বাড়তে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। পশ্চিমী ঝঞ্ঝার জেরে কমতে পারে কুয়াশা এবং তাপমাত্রাও বাড়বে।

7 / 7
Follow Us: