Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

New Year Celebration: কেউ বিচে, কেউ বরফের দেশে; তেইশের আগমনে মাতোয়ারা ক্রীড়া জগৎ

পুরনোকে বিদায় জানিয়ে আরও একটা নতুন বছরের আগমন। ৩৬৫ দিনের সাদা খাতায় জীবনের গল্প লেখার শুরু আজ। পুরনো যা কিছু খারাপ সব পিছনে ফেলে নতুনের দিকে এগিয়ে যাওয়া। তেইশের আগমনে গোটা বিশ্বের পাশাপাশি মাতোয়ারা এ দেশের ক্রীড়া জগৎ। কেউ পরিবার, বন্ধুবান্ধব, কেউ আবার একা একাই নতুন বছরের নিজস্ব কায়দায় স্বাগত জানাচ্ছেন।

| Edited By: | Updated on: Jan 01, 2023 | 3:26 PM
শুরুটা হোক ভারতের ক্রিকেট ঈশ্বর সচিন তেন্ডুলকরকে দিয়ে। নতুন বছরের শুভেচ্ছাতেও তাঁর হাতে রইল ব্যাট-বল। ক্যাপশনে লিখলেন, "নক নক...এখানে কে? এটা ২০২৩।" হ্যাশট্যাগ হ্যাপি নিউ ইয়ার। (ছবি:টুইটার)

শুরুটা হোক ভারতের ক্রিকেট ঈশ্বর সচিন তেন্ডুলকরকে দিয়ে। নতুন বছরের শুভেচ্ছাতেও তাঁর হাতে রইল ব্যাট-বল। ক্যাপশনে লিখলেন, "নক নক...এখানে কে? এটা ২০২৩।" হ্যাশট্যাগ হ্যাপি নিউ ইয়ার। (ছবি:টুইটার)

1 / 9
ভারতীয় ব্যাডমিন্টনের পোস্টার গার্ল পিভি সিন্ধু যে কতটা ফ্যাশনেবল তা ইনস্টাগ্রাম ঘাঁটলেই বোঝা যায়। শাড়িতে নতুন বছরকে স্বাগত জানালেন সিন্ধু। অনুরাগীদের শুভেচ্ছা জানিয়ে লিখলেন, "নতুনের সূচনার ম্যাজিক বিশ্বাসযোগ্য। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।" (ছবি:টুইটার)

ভারতীয় ব্যাডমিন্টনের পোস্টার গার্ল পিভি সিন্ধু যে কতটা ফ্যাশনেবল তা ইনস্টাগ্রাম ঘাঁটলেই বোঝা যায়। শাড়িতে নতুন বছরকে স্বাগত জানালেন সিন্ধু। অনুরাগীদের শুভেচ্ছা জানিয়ে লিখলেন, "নতুনের সূচনার ম্যাজিক বিশ্বাসযোগ্য। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।" (ছবি:টুইটার)

2 / 9
স্ত্রীর সঙ্গে পোজ বাংলাদেশের উইকেটকিপার ব্যাটার লিটন দাসের। নতুন বছরের শুভেচ্ছা জানালেন অনুরাগীদের। (ছবি:টুইটার)

স্ত্রীর সঙ্গে পোজ বাংলাদেশের উইকেটকিপার ব্যাটার লিটন দাসের। নতুন বছরের শুভেচ্ছা জানালেন অনুরাগীদের। (ছবি:টুইটার)

3 / 9
পাহাড়ে, বরফের মাঝে ছুটি কাটাচ্ছেন চেতেশ্বর পূজারা। বরফ ছোড়াছুড়ি খেলতে গিয়ে যেন ছেলেবেলা ফিরে পেয়েছেন। বেড়ানোর ফাঁকে অনুরাগীদের নতুন বছরের আগমনের শুভেচ্ছা জানালেন। (ছবি:টুইটার)

পাহাড়ে, বরফের মাঝে ছুটি কাটাচ্ছেন চেতেশ্বর পূজারা। বরফ ছোড়াছুড়ি খেলতে গিয়ে যেন ছেলেবেলা ফিরে পেয়েছেন। বেড়ানোর ফাঁকে অনুরাগীদের নতুন বছরের আগমনের শুভেচ্ছা জানালেন। (ছবি:টুইটার)

4 / 9
ডায়মন্ড লিগ চ্যাম্পিয়ন, বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে রুপো জিতে ইতিহাস। ২০২২ সাল তাঁর ঝুলি উপুড় করে দিয়েছে। পুরনো বছরের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নতুনকে স্বাগত নীরজ চোপড়ার।(ছবি:টুইটার)

ডায়মন্ড লিগ চ্যাম্পিয়ন, বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে রুপো জিতে ইতিহাস। ২০২২ সাল তাঁর ঝুলি উপুড় করে দিয়েছে। পুরনো বছরের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নতুনকে স্বাগত নীরজ চোপড়ার।(ছবি:টুইটার)

5 / 9
প্রাক্তন ওপেনার বীরেন্দ্র সেওয়াগ দিনটি কাটাচ্ছেন দুই ছেলে ও স্ত্রীর সঙ্গে। নজফগড়ের নবাব অবশ্য কোথায় রয়েছেন তা বোঝার উপায় নেই।(ছবি:টুইটার)

প্রাক্তন ওপেনার বীরেন্দ্র সেওয়াগ দিনটি কাটাচ্ছেন দুই ছেলে ও স্ত্রীর সঙ্গে। নজফগড়ের নবাব অবশ্য কোথায় রয়েছেন তা বোঝার উপায় নেই।(ছবি:টুইটার)

6 / 9
তেইশকে স্বাগত জানাতে বিরুষ্কা এ বার বেছে নিয়েছে দুবাই। সঙ্গী অবশ্যই ছোট্ট ভামিকা। সাদা-কালোয় সেজেছেন মিঞা-বিবি।(ছবি:টুইটার)

তেইশকে স্বাগত জানাতে বিরুষ্কা এ বার বেছে নিয়েছে দুবাই। সঙ্গী অবশ্যই ছোট্ট ভামিকা। সাদা-কালোয় সেজেছেন মিঞা-বিবি।(ছবি:টুইটার)

7 / 9
বরফের দেশে ছুটি কাটাচ্ছেন ভারতীয় মহিলা দলের বিধ্বংসী ওপেনার স্মৃতি মান্ধানা। কনকনে ঠান্ডাতেও ট্রেডমার্ক হাসি দিতে ভুললেন না স্মৃতি। (ছবি:টুইটার)

বরফের দেশে ছুটি কাটাচ্ছেন ভারতীয় মহিলা দলের বিধ্বংসী ওপেনার স্মৃতি মান্ধানা। কনকনে ঠান্ডাতেও ট্রেডমার্ক হাসি দিতে ভুললেন না স্মৃতি। (ছবি:টুইটার)

8 / 9
মেয়ে সামাইরার জন্মদিন এবং বর্ষবরণ-- উপলক্ষ ছিল দুই। মালদ্বীপের বিচে স্ত্রী ও মেয়েকে নিয়ে ছুটি কাটাচ্ছেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। সেখান থেকেই অনুরাগীদের শুভেচ্ছা জানালেন।  (ছবি:টুইটার)

মেয়ে সামাইরার জন্মদিন এবং বর্ষবরণ-- উপলক্ষ ছিল দুই। মালদ্বীপের বিচে স্ত্রী ও মেয়েকে নিয়ে ছুটি কাটাচ্ছেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। সেখান থেকেই অনুরাগীদের শুভেচ্ছা জানালেন। (ছবি:টুইটার)

9 / 9
Follow Us: