Jasia Akhter: ভূস্বর্গ থেকে রাজধানীতে, মেয়েদের আইপিএলে একমাত্র কাশ্মীরি ক্রিকেটার জেসিয়া

প্রথম মেয়েদের আইপিএলে খেলার সুযোগ পেয়েছেন জম্মু ও কাশ্মীর ক্রিকেটার জেসিয়া আখতারের। ভূস্বর্গের প্রথম ক্রিকেটার হিসেবে ডব্লিউপিএলে খেলবেন শোপিয়ানের মেয়ে জেসিয়া।

| Edited By: | Updated on: Feb 17, 2023 | 7:00 AM
বারি পোরা গ্রাম থেকে শোপিয়ান ও পুলওয়ামায় যখন স্থানীয় ম্যাচ খেলতে যেতেন তখনও জানতেন না যে তিনিই একদিন হবেন উইমেন্স প্রিমিয়র লিগে খেলা জম্মু ও কাশ্মীরের প্রথম ক্রিকেটার। (ছবি:টুইটার)

বারি পোরা গ্রাম থেকে শোপিয়ান ও পুলওয়ামায় যখন স্থানীয় ম্যাচ খেলতে যেতেন তখনও জানতেন না যে তিনিই একদিন হবেন উইমেন্স প্রিমিয়র লিগে খেলা জম্মু ও কাশ্মীরের প্রথম ক্রিকেটার। (ছবি:টুইটার)

1 / 8
কথা হচ্ছে হার্ড হিটিং ব্যাটার এবং ফাস্ট বোলার জেসিয়া আখতারের। শোপিয়ারের বারি পোরা গ্রামের ৩৪ বছরের জেসিয়া একটা বড় সুযোগের অপেক্ষায় ছিলেন। অবশেষে অপেক্ষার অবসান ঘটেছে। ২০ লাখ টাকা মূল্যে জেসিয়াকে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। (ছবি:টুইটার)

কথা হচ্ছে হার্ড হিটিং ব্যাটার এবং ফাস্ট বোলার জেসিয়া আখতারের। শোপিয়ারের বারি পোরা গ্রামের ৩৪ বছরের জেসিয়া একটা বড় সুযোগের অপেক্ষায় ছিলেন। অবশেষে অপেক্ষার অবসান ঘটেছে। ২০ লাখ টাকা মূল্যে জেসিয়াকে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। (ছবি:টুইটার)

2 / 8
মুম্বইয়ের বিশাল স্টেডিয়ামে খেলবেন, এই স্বপ্নেই বিভোর জেসিয়া। পাশাপাশি কাশ্মীরের বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা তাঁকে টিভিতে খেলতে দেখবেন, এটা ভেবেই খুশিতে মুখ চিকচিক করে উঠেছে তাঁর। (ছবি:টুইটার)

মুম্বইয়ের বিশাল স্টেডিয়ামে খেলবেন, এই স্বপ্নেই বিভোর জেসিয়া। পাশাপাশি কাশ্মীরের বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা তাঁকে টিভিতে খেলতে দেখবেন, এটা ভেবেই খুশিতে মুখ চিকচিক করে উঠেছে তাঁর। (ছবি:টুইটার)

3 / 8
অকশন শেষ হতেই জেসিয়ার বাড়িতে সন্তানদের নিয়ে দেখা করতে আসছেন অভিভাবকরা। তাঁরাও মেয়েদের ক্রিকেটার তৈরি করতে চান। জেসিয়া বলছেন, তাঁকে দেখে কাশ্মীরের বহু মেয়ে অনুপ্রাণিত হবে।(ছবি:টুইটার)

অকশন শেষ হতেই জেসিয়ার বাড়িতে সন্তানদের নিয়ে দেখা করতে আসছেন অভিভাবকরা। তাঁরাও মেয়েদের ক্রিকেটার তৈরি করতে চান। জেসিয়া বলছেন, তাঁকে দেখে কাশ্মীরের বহু মেয়ে অনুপ্রাণিত হবে।(ছবি:টুইটার)

4 / 8
পাঁচ ভাইবোনের মধ্যে জেসিয়া সবচেয়ে বড়। তাঁর বাবা গুল মহম্মদ ওয়ানি একসময় দিনমজুরের কাজ করতেন। এছাড়া আপেলের চাষবাস রয়েছে জেসিয়াদের।  (ছবি:টুইটার)

পাঁচ ভাইবোনের মধ্যে জেসিয়া সবচেয়ে বড়। তাঁর বাবা গুল মহম্মদ ওয়ানি একসময় দিনমজুরের কাজ করতেন। এছাড়া আপেলের চাষবাস রয়েছে জেসিয়াদের। (ছবি:টুইটার)

5 / 8
সফটবল দিয়ে খেলাধুলোর জগতে আসা জেসিয়ার। পহেলগাঁওয়ে পিটি উষা অ্যাকাডেমিতে ট্রায়াল দিয়ে সুযোগও পেয়ে গিয়েছিলেন। কিন্তু তাঁর ভাগ্য লেখা ছিল ক্রিকেটে।(ছবি:টুইটার)

সফটবল দিয়ে খেলাধুলোর জগতে আসা জেসিয়ার। পহেলগাঁওয়ে পিটি উষা অ্যাকাডেমিতে ট্রায়াল দিয়ে সুযোগও পেয়ে গিয়েছিলেন। কিন্তু তাঁর ভাগ্য লেখা ছিল ক্রিকেটে।(ছবি:টুইটার)

6 / 8
বাবার বানিয়ে দেওয়া কাশ্মীরি উইলো দিয়ে ক্রিকেটে হাতেখড়ি। কুর্তার ভেতর ব্যাট লুকিয়ে গ্রামের ছেলেদের সঙ্গে ক্রিকেট খেলতে যেতেন জেসিয়া।(ছবি:টুইটার)

বাবার বানিয়ে দেওয়া কাশ্মীরি উইলো দিয়ে ক্রিকেটে হাতেখড়ি। কুর্তার ভেতর ব্যাট লুকিয়ে গ্রামের ছেলেদের সঙ্গে ক্রিকেট খেলতে যেতেন জেসিয়া।(ছবি:টুইটার)

7 / 8
বাড়ির মেয়ে জেসিয়াকে টিভির পর্দায় দেখার জন্য মুখিয়ে ওয়ানি পরিবার। (ছবি:টুইটার)

বাড়ির মেয়ে জেসিয়াকে টিভির পর্দায় দেখার জন্য মুখিয়ে ওয়ানি পরিবার। (ছবি:টুইটার)

8 / 8
Follow Us: