একই ছবিতে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, সিদ্ধান্ত চতুর্বেদী ও অনন্যা পাণ্ডে। পরিচালকের নাম শাকুন বাত্রা।
করণ জোহরের প্রযোজনাতেই তৈরি হচ্ছে ছবি।
সোমবার একটি বড়সড় ঘোষণা হতে চলেছে ছবির। কী সেই ঘোষণা, তাই নিয়ে এখন থেকেই আগ্রহে ইন্ডাস্ট্রি ও দর্শক।
একা করণ নন, প্রত্যেক কাস্টই শেয়ার করেছেন শুটিংয়ের মুহূর্তের কিছু ছবি।
মোনোক্রোম, অর্থাৎ সাদা-কালো ছবি হয়েছে পোস্ট।
সেই ছবিই জানান দিচ্ছে কতখানি চ্যালেঞ্জিং হতে চলেছে ছবি।