KK’s Style: মঞ্চে কেকে ‘ঝড়’ মানেই রাউন্ড নেক ব্ল্যাক টি-শার্ট আর বড় ডায়ালের ঘড়ি, হেয়ার কাটেও থাকত চমক

kk's last performance: বারবার কলকাতাকে প্রিয় শহর বলেছেন কেকে। জীবনের সেরা ২০ টি গান শেষ গেয়ে গেলেন এই তিলোত্তমাতেই। তামিল, তেলগু, কন্নড়, মরাঠি, বাংলা সব ভাষাতেই গান গেয়েছেন তিনি

| Edited By: | Updated on: Jun 01, 2022 | 3:40 PM
চোখের সামনে হয়ত তিনি নেই। শিল্পীর মৃত্যু হয় না। কেকে মানেই নব্বইয়ের ছেলেবেলা। প্রথম প্রেম, ব্রেকআপ, কলেজের শেষ দিন সবকিছুকে একটা সুতোয় গেঁথে রাখতে ভরসা সেই কেকে-র কন্ঠ।

চোখের সামনে হয়ত তিনি নেই। শিল্পীর মৃত্যু হয় না। কেকে মানেই নব্বইয়ের ছেলেবেলা। প্রথম প্রেম, ব্রেকআপ, কলেজের শেষ দিন সবকিছুকে একটা সুতোয় গেঁথে রাখতে ভরসা সেই কেকে-র কন্ঠ।

1 / 7
মঞ্চে কেকে-মানেই হুল্লোড়। প্রিয় গায়ক কে একবার স্বচক্ষে দেখার জন্য অডিটোরিয়ামের বাইরে লম্বা লাইন। আর শ্রোতাদের লম্ফ-ঝম্পতে মাতিয়ে রাখতে কেকে-র জুড়ি মেলা ভার। কোনও ভাবে বুঝতেও দিনেন না নিজের কোনও শারীরিক অসুস্থতা। যেমনটা দেননি মঙ্গলবারেও।

মঞ্চে কেকে-মানেই হুল্লোড়। প্রিয় গায়ক কে একবার স্বচক্ষে দেখার জন্য অডিটোরিয়ামের বাইরে লম্বা লাইন। আর শ্রোতাদের লম্ফ-ঝম্পতে মাতিয়ে রাখতে কেকে-র জুড়ি মেলা ভার। কোনও ভাবে বুঝতেও দিনেন না নিজের কোনও শারীরিক অসুস্থতা। যেমনটা দেননি মঙ্গলবারেও।

2 / 7
যে কোনও কনসার্টেই কেকে-কে দেখা যেন ব্ল্যাক রাউন্ড নেক টি-শার্টে। সঙ্গে বড় ডায়ালের ঘড়ি। জিন্স বা লেদারের জ্যাকেট পরলেও তার রংও কিন্তু কালো।

যে কোনও কনসার্টেই কেকে-কে দেখা যেন ব্ল্যাক রাউন্ড নেক টি-শার্টে। সঙ্গে বড় ডায়ালের ঘড়ি। জিন্স বা লেদারের জ্যাকেট পরলেও তার রংও কিন্তু কালো।

3 / 7
সোশ্যাল মিডিয়ায় তাঁর যত কনসার্টের ছবি রয়েছে সবেতেই কিন্তু তাঁদে দেখা গিয়েছে এই কালো পোশাকেই। রিহার্সাল কিংবা বাড়িতে অন্য রঙের পোশাক পরলেও মাঞ্চে কালোই ছিল তাঁর মধ্যমণি।

সোশ্যাল মিডিয়ায় তাঁর যত কনসার্টের ছবি রয়েছে সবেতেই কিন্তু তাঁদে দেখা গিয়েছে এই কালো পোশাকেই। রিহার্সাল কিংবা বাড়িতে অন্য রঙের পোশাক পরলেও মাঞ্চে কালোই ছিল তাঁর মধ্যমণি।

4 / 7
নিজের হেয়ার স্টাইল নিয়েও নানা রকম এক্সপেরিমেন্ট করেন তিনি। একটা সময় লম্বাচুলেই তাঁকে সকলে চিনত। এখনও পোস্টারে দেখা যায় সেই সময়কার কেকে-কেই। এছাড়াও গাড়ির শখ রয়েছে তাঁর। সংগ্রহে আছে কয়েক রকম অডি।

নিজের হেয়ার স্টাইল নিয়েও নানা রকম এক্সপেরিমেন্ট করেন তিনি। একটা সময় লম্বাচুলেই তাঁকে সকলে চিনত। এখনও পোস্টারে দেখা যায় সেই সময়কার কেকে-কেই। এছাড়াও গাড়ির শখ রয়েছে তাঁর। সংগ্রহে আছে কয়েক রকম অডি।

5 / 7
ফ্যানেদের সব আবদারও মেটাতেন কেকে। নিজেও গাইতে গাইতে নাচতেন আর তাঁর সঙ্গে তাল দিত দর্শকেরাও। এরকমও হয়েছে স্টেজ থেকে সরাসরি নিজেই সেলফি তুলছেন দর্শকদের সঙ্গে।

ফ্যানেদের সব আবদারও মেটাতেন কেকে। নিজেও গাইতে গাইতে নাচতেন আর তাঁর সঙ্গে তাল দিত দর্শকেরাও। এরকমও হয়েছে স্টেজ থেকে সরাসরি নিজেই সেলফি তুলছেন দর্শকদের সঙ্গে।

6 / 7
মঙ্গলবার কনসার্টে কেকের শেষ গান ছিল, ‘হম, রহে ইয়া না রহে কল….’- কে জানত শেষ গানের মতই ফুরোতে চলেছে নব্বইয়ের নস্ট্যালজিয়া...

মঙ্গলবার কনসার্টে কেকের শেষ গান ছিল, ‘হম, রহে ইয়া না রহে কল….’- কে জানত শেষ গানের মতই ফুরোতে চলেছে নব্বইয়ের নস্ট্যালজিয়া...

7 / 7
Follow Us: