শাক থেকে ডাল—এই ৫ খাবার সেদ্ধ করে খেলেই বাড়বে পুষ্টিগুণ
Food and Nutrition: বেশিরভাগ খাবারই আমরা রান্না করে খাই। আবার কিছু খাবার কাঁচা অবস্থাতেও খাওয়া হয়। যেমন বার্গারে কাঁচা লেটুস পাতা, পেঁয়াজ ব্যবহার করা হয়। আবার স্যালাদ হিসেবে টমেটোও কাঁচা খাওয়া হয়। কিন্তু সব খাবার কাঁচা খাওয়া যায় না। কিছু খাবার সেদ্ধ করে খাওয়াই ভাল। এই খাবারগুলো কী-কী চলুন দেখে, নেওয়া যাক।
Most Read Stories