চিংড়ি কোফতা - উপকরণ ৫০০ গ্রাম চিংড়ির, ১টা নারকোল কোড়া, চারটে সেদ্ধ আলু, ২টো ডিম, নারকেল কোড়াকে বেটে বার করা দুধ, ৬-৮টা লেড়ে বিস্কুটের গুঁড়ো লাগবে বিশেষ উপকরণ রূপে। অন্যান্য সব মশলা, তেল, নুন, চিনির তো থাকবেই। চিংড়ি মাছ ভালো করে ছাড়িয়ে সেদ্ধ করে সেদ্ধ আলুর সঙ্গে মিশিয়ে ছোট আকারের বল বানিয়ে নিন। অন্য একটা পাত্রে ডিম ফেটিয়ে ডুবিয়ে, বিস্কুট গুঁড়োর প্রলেপ মাখিয়ে গরম তেলে চুবিয়ে ভেজে তুলে রাখতে হবে। কড়াইয়ে পেঁয়াজ-রসুন সহ সব মশলা কষে নারকেল দুধ ও সামান্য ঘি দিয়ে অল্প আঁচে ফুটিয়ে মাখামাখা হয়ে গেলেই আগে থেকে ভেজে রাখা চিংড়ির বল দিয়ে ৩-৪ মিনিট গরম করেই নামিয়ে নিন। উপরে ধনেপাতা কুঁচি ছড়িয়ে দিন। চিংড়ি কোফতার স্বাদ দ্বিগুণ হয়ে যাবে।