আজকাল হেয়ার কালারিং(Hair Color) খুবই ট্রেন্ডিং একটি বিষয়। তবে এই বাজার চলতি হেয়ার কালারে অ্য়ামোনিয়া থাকে যা চুলের ক্ষতি করে।
তাই অনেকেই ইচ্ছে থাকলেও হেয়ার কালার করতে ভয় পান। তাঁদের জন্য রইল কিছু ঘরোয়া উপায়। যে গুলি ব্যবহার করে, কেমিক্যাল ছাড়াই আপনি হেয়ার কালার করতে পারবেন...
কফি চুলে গাঢ় বাদামি রঙ আনতে সাহায্য করে। আপনি যদি এই ধরণের রঙ পছন্দ করেন তবে গরম জলের সঙ্গে কফি মিশিয়ে, তাকে ঠান্ডা করতে দিন। মিশ্রণটি ঠান্ডা হয়ে গেলে গোটা চুলে ভালভাবে লাগিয়ে এক ঘন্টা রেখে দিন। এবার শ্য়াম্পু করে চুল শুকিয়ে নিন।
একটি পাত্রে জল নিন, তাতে কয়েক টুকরো বীট দিয়ে ভাল করে ফুটিয়ে নিন। এবার ওই বীটের মিশ্রণটিকে ঠান্ডা করে,পুরো চুলে লাগান। এরপর শ্যাম্পু করে নিন। বীট আপনার চুলে একটা লালচে-বেগুনী আভা এনে দেবে।
হেনা করা চুলের জন্য় বেশ ভাল। এটি কে চুলের খাবার বলা হয়। হেনা করলে চুল ভাল থাকে। যদি আপনি চুলে কালার করতেই চান, তবে কালারড হেনা ব্যবহার করুন। এতে চুলে সুন্দর রঙ আসে।
এক্ষেত্রে ক্য়ামোমাইল চা ব্যবহার করতে পারেন। এই চা একটু গরম করে চুলে লাগিয়ে নিন। এবার ভাল করে গোটা চুল ধুয়ে নিন। এতে চুলে ব্লন্ড আভা আসে।
গাজরের রসও চুলের জন্য বেশ ভাল। এতে চুলের স্বাস্থ্য় ভাল হয় এবং সেই সঙ্গেই লালচে-গেরুয়া আভা আসে চুলে।
লেবু খুশকি কমাতে সাহায্য করে। তবে অনেকেই জানেন না, এই লেবু চুল রঙ করতেও সাহায্য় করে। কয়েক ফোঁটা লেবুর রস ভালভাবে চুলে লাগিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন হালকা ব্লন্ড কালার পাবেন।