Facial Hair Remove: পার্লার কিংবা ওয়াক্স নয়, মুখের অবাঞ্ছিত লোম তুলে ফেলুন এই ঘরোয়া উপাদানে

Skin Care Tips: মুখ খুব ভাল করে পরিষ্কার করে তবেই এই প্যাক মুখে লাগিয়ে নেবেন। যদি মনে হয় যে অতিরিক্ত লোম রয়েছে তাহলে থ্রেডিং করান আর সঙ্গে সপ্তাহে দু দিন এই প্যাক লাগান

| Edited By: | Updated on: Jun 16, 2023 | 9:00 AM
অনেকের মুখেই অতিরিক্ত লোম থাকে। আর এর নেপথ্যে বেশ কিছু কারণও থাকে। হরমোনের অসামঞ্জস্যতা থেকে যেমন এই সমস্যা হয় তেমনই অনেকের ক্ষেত্রে লোম হল জেনেটিক।

অনেকের মুখেই অতিরিক্ত লোম থাকে। আর এর নেপথ্যে বেশ কিছু কারণও থাকে। হরমোনের অসামঞ্জস্যতা থেকে যেমন এই সমস্যা হয় তেমনই অনেকের ক্ষেত্রে লোম হল জেনেটিক।

1 / 8
আজকাল সকলেই বড্ড বেশি সচেতন। শরীরের কোথাও অতিরিক্ত লোম রাখতে চান না। থ্রেডিং বা ওয়াক্সিং-এর মাধ্যমে তা তুলে ফেলেন। সব সময় পার্লার বা খরচা করে ওয়াক্সিং করা সম্ভব হয় না।

আজকাল সকলেই বড্ড বেশি সচেতন। শরীরের কোথাও অতিরিক্ত লোম রাখতে চান না। থ্রেডিং বা ওয়াক্সিং-এর মাধ্যমে তা তুলে ফেলেন। সব সময় পার্লার বা খরচা করে ওয়াক্সিং করা সম্ভব হয় না।

2 / 8
এক্ষেত্রে কাজে লাগাতে পারেন এই ঘরোয়া টোটকা। এই টোটকা মানলে অবাঞ্ছিত রোম উঠে তো যাবেই সেই সঙ্গে মুখ পরিষ্কার হবে। কালো দাগ দূর হবে। ফর্সা ভাব বাড়বে।

এক্ষেত্রে কাজে লাগাতে পারেন এই ঘরোয়া টোটকা। এই টোটকা মানলে অবাঞ্ছিত রোম উঠে তো যাবেই সেই সঙ্গে মুখ পরিষ্কার হবে। কালো দাগ দূর হবে। ফর্সা ভাব বাড়বে।

3 / 8
তবে এই টোটকা একদিন ব্যবহার করলেই যে সব লোম উঠে যাবে এরকম একেবারেই নয়। লোমের গ্রোথ কমবে। অতিরিক্ত লোম ঝরে পড়বে। টানা তিনমাস ব্যবহার করলে লোমের গ্রোথ কমতে শুরু করবে।

তবে এই টোটকা একদিন ব্যবহার করলেই যে সব লোম উঠে যাবে এরকম একেবারেই নয়। লোমের গ্রোথ কমবে। অতিরিক্ত লোম ঝরে পড়বে। টানা তিনমাস ব্যবহার করলে লোমের গ্রোথ কমতে শুরু করবে।

4 / 8
একটা বাটিতে দু চামচ চিনি আর দু চামচ জল নিয়ে ভাল করে মিশিয়ে ফুটিয়ে নিয়ে এক চামচ করুন। চিনির ঘনত্ব এক্ষেত্রে হবে মধুর মতো। এবার এর মদঅযে ১ চামচ বেসন, দেড় চামচ আটা আর হাফ চামচ হলুদ মেশান

একটা বাটিতে দু চামচ চিনি আর দু চামচ জল নিয়ে ভাল করে মিশিয়ে ফুটিয়ে নিয়ে এক চামচ করুন। চিনির ঘনত্ব এক্ষেত্রে হবে মধুর মতো। এবার এর মদঅযে ১ চামচ বেসন, দেড় চামচ আটা আর হাফ চামচ হলুদ মেশান

5 / 8
যদি মনে হয় যে মেশাতে সমস্যা হচ্ছে তাতে লেবুর রস মিশিয়ে দিন খানিকটা। এতেও কাজ হবে। এবার এই মিশ্রণ মুখে, হাতে পায়ে ভাল করে লাগিয়ে নিন। ১০ মিনিট পর শুকনো আটা অন্য বাটিতে নিয়ে তা ঘষে ঘষে তুলে ফেলতে হবে।

যদি মনে হয় যে মেশাতে সমস্যা হচ্ছে তাতে লেবুর রস মিশিয়ে দিন খানিকটা। এতেও কাজ হবে। এবার এই মিশ্রণ মুখে, হাতে পায়ে ভাল করে লাগিয়ে নিন। ১০ মিনিট পর শুকনো আটা অন্য বাটিতে নিয়ে তা ঘষে ঘষে তুলে ফেলতে হবে।

6 / 8
এবার একটা তোয়ালে দিয়ে মুখ খুব ভাল করে মুছে নিন। এতে যাবতীয় অবাঞ্ছিত রোম উঠে আসবে। মুখ পরিষ্কার আর উজ্জ্বল হবে।

এবার একটা তোয়ালে দিয়ে মুখ খুব ভাল করে মুছে নিন। এতে যাবতীয় অবাঞ্ছিত রোম উঠে আসবে। মুখ পরিষ্কার আর উজ্জ্বল হবে।

7 / 8
এবার এক চামচ ফটকিরি গুঁড়ো আর জল ভাল করে মিশিয়ে নিন। এবার তা মুখে খুব ভাল করে লাগিয়ে নিতে হবে। এবার লোমের উল্টোদিকে তা দিয়ে ভাল করে মালিশ করে নিতে হবে। ১০-১৫ মিনিট পর্যন্ত তা রেখে মুখ ধুয়ে ময়েশ্চারাইজার লাগিয়ে নিতে হবে।

এবার এক চামচ ফটকিরি গুঁড়ো আর জল ভাল করে মিশিয়ে নিন। এবার তা মুখে খুব ভাল করে লাগিয়ে নিতে হবে। এবার লোমের উল্টোদিকে তা দিয়ে ভাল করে মালিশ করে নিতে হবে। ১০-১৫ মিনিট পর্যন্ত তা রেখে মুখ ধুয়ে ময়েশ্চারাইজার লাগিয়ে নিতে হবে।

8 / 8
Follow Us: