Shaving Tips: দাড়ি কামানোর গাল জ্বলতে থাকে, র‍্যাশ বেরোয়? যে টোটকায় মিলবে রেহাই

Men Skin Care: বেশিরভাগ পুরুষ ত্বকের যত্ন নেন না বললেই চলে। জল দিয়ে মুখ ধোয়া ছাড়া আর কোনও কাজই করেন না। কিন্তু দাড়ি কামানোর পর অনেকেই ত্বকে জ্বালাভাব অনুভব করেন। আবার অনেকের দাড়ি কামানোর পর ত্বকে র‍্যাশ বেরোয়।

| Edited By: | Updated on: Sep 11, 2023 | 2:09 PM
ট্রিমারের জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়াতে অনেকে বাড়িতেই দাড়ি কামিয়ে নেন। তবে, আজও অনেকে রোজ গালে ব্লেড ছোঁয়াতেই পছন্দ করেন। আবার অনেকেই সেলুনে গিয়ে দাড়ি কামিয়ে আসেন।

ট্রিমারের জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়াতে অনেকে বাড়িতেই দাড়ি কামিয়ে নেন। তবে, আজও অনেকে রোজ গালে ব্লেড ছোঁয়াতেই পছন্দ করেন। আবার অনেকেই সেলুনে গিয়ে দাড়ি কামিয়ে আসেন।

1 / 8
যে উপায়েই দাড়ি কামান না কেন, অনেকেই ত্বকে জ্বালাভাব অনুভব করেন। আবার অনেকের দাড়ি কামানোর পর ত্বকে র‍্যাশ বেরোয়। এই ভয়ে আবার অনেকে মাসের পর মাস দাড়িই কামান না। 

যে উপায়েই দাড়ি কামান না কেন, অনেকেই ত্বকে জ্বালাভাব অনুভব করেন। আবার অনেকের দাড়ি কামানোর পর ত্বকে র‍্যাশ বেরোয়। এই ভয়ে আবার অনেকে মাসের পর মাস দাড়িই কামান না। 

2 / 8
বেশিরভাগ পুরুষ ত্বকের যত্ন নেন না বললেই চলে। জল দিয়ে মুখ ধোয়া ছাড়া আর কোনও কাজই করেন না। এতেই বাড়ে ত্বকের সমস্যা। আর যখনই দাড়ি কামানোর জন্য শেভিং ক্রিম লাগান, ব্লেন্ড ছোঁয়ান গালে, সমস্যা দেখা দেয়। 

বেশিরভাগ পুরুষ ত্বকের যত্ন নেন না বললেই চলে। জল দিয়ে মুখ ধোয়া ছাড়া আর কোনও কাজই করেন না। এতেই বাড়ে ত্বকের সমস্যা। আর যখনই দাড়ি কামানোর জন্য শেভিং ক্রিম লাগান, ব্লেন্ড ছোঁয়ান গালে, সমস্যা দেখা দেয়। 

3 / 8
দাড়ি কামানোর পর ত্বকের খেয়াল রাখতে হবে। সঠিক নিয়ম করে শেভিং করলে ত্বকের কোনও সমস্যা দেখা দেয় না। তাই দাড়ি কামানোর পাশাপাশি ত্বকেরও যত্ন নিতে হবে।

দাড়ি কামানোর পর ত্বকের খেয়াল রাখতে হবে। সঠিক নিয়ম করে শেভিং করলে ত্বকের কোনও সমস্যা দেখা দেয় না। তাই দাড়ি কামানোর পাশাপাশি ত্বকেরও যত্ন নিতে হবে।

4 / 8
ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে গেলে র‍্যাশের সমস্যা বাড়বে। প্রতিদিন মুখে ময়েশ্চারাইজার না মাখলেও দাড়ি কামানোর আগে ব্যবহার করুন। দাড়ি কামানোর আগের রাতে মুখে ময়েশ্চারাইজার মেখে নিন। এতে ত্বকের আর্দ্রতা বজায় থাকবে।

ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে গেলে র‍্যাশের সমস্যা বাড়বে। প্রতিদিন মুখে ময়েশ্চারাইজার না মাখলেও দাড়ি কামানোর আগে ব্যবহার করুন। দাড়ি কামানোর আগের রাতে মুখে ময়েশ্চারাইজার মেখে নিন। এতে ত্বকের আর্দ্রতা বজায় থাকবে।

5 / 8
শেভিং ক্রিমের উপর জোর দিন। দাড়ি কামানোর সময় ভাল মানের শেভিং ক্রিম ব্যবহার করুন। এবার শেভিং ক্রিম বেছে নিন, যাতে বেশি ফেনা হয়। এটি ত্বকের আর্দ্রতা বজায় রাখবে। এতে দাড়ি কামানোর পরও ত্বক মোলায়েম থাকবে।

শেভিং ক্রিমের উপর জোর দিন। দাড়ি কামানোর সময় ভাল মানের শেভিং ক্রিম ব্যবহার করুন। এবার শেভিং ক্রিম বেছে নিন, যাতে বেশি ফেনা হয়। এটি ত্বকের আর্দ্রতা বজায় রাখবে। এতে দাড়ি কামানোর পরও ত্বক মোলায়েম থাকবে।

6 / 8
দাড়ি যদি একটু লম্বা হয়ে যায়, তাহলে সরাসরি গালে ব্লেড চালাবেন না। প্রথমে কাঁচি দিয়ে দাড়িটা একটু ছেঁটে নিন। তারপর ব্লেড দিয়ে দাড়ি কামিয়ে নিন। ত্বকের উপর একাধিকবার ব্লেড ছোঁয়ালে কেটে যাওয়ার আশঙ্কা থাকে। 

দাড়ি যদি একটু লম্বা হয়ে যায়, তাহলে সরাসরি গালে ব্লেড চালাবেন না। প্রথমে কাঁচি দিয়ে দাড়িটা একটু ছেঁটে নিন। তারপর ব্লেড দিয়ে দাড়ি কামিয়ে নিন। ত্বকের উপর একাধিকবার ব্লেড ছোঁয়ালে কেটে যাওয়ার আশঙ্কা থাকে। 

7 / 8
দাড়ি কামানোর পর অনেকেই আফটার শেভ লোশন ব্যবহার করেন। এটি ত্বককে জ্বালাভাব ও সংক্রমণের হাত থেকে রক্ষা করবে। এছাড়া আপনি অ্যালোভেরা জেলও লাগিয়ে নিতে পারেন। এটি আপনার ত্বককে ক্ষয়ের হাত থেকে রক্ষা করবে। 

দাড়ি কামানোর পর অনেকেই আফটার শেভ লোশন ব্যবহার করেন। এটি ত্বককে জ্বালাভাব ও সংক্রমণের হাত থেকে রক্ষা করবে। এছাড়া আপনি অ্যালোভেরা জেলও লাগিয়ে নিতে পারেন। এটি আপনার ত্বককে ক্ষয়ের হাত থেকে রক্ষা করবে। 

8 / 8
Follow Us: