Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Cyclone Dana: ‘দানা’র হাত থেকে পার পাবে না কলকাতাও! এই সময় নিজেকে বাঁচাবেন কী করে?

Cyclone Dana: বৃষ্টির জন্য আজকে কমলা আর আগামীকাল লাল সর্তকতা জারি করা হয়েছে কলকাতা সহ আশেপাশের জেলাগুলিতে। এই সময় ঘাবড়ে না গিয়ে নিজেকে সুস্থ রাখবেন কী ভাবে?

| Updated on: Oct 24, 2024 | 1:05 PM
ঘণ্টা কয়েকের অপেক্ষা। 'দানা'র হানা হল বলে। তুমুল গতিবেগে ছুটে আসছে ঘূর্ণিঝড়। মৌসম ভবন জানিয়েছে, ওড়িশায় আছড়ে পড়লেও, তার প্রভাব থেকে রেহাই পাবে না পশ্চিমবঙ্গও। ল্যান্ডফলের সময় ঝড়ের গতিবেগ থাকবে ১০০-১১০ কিলোমিটার। যা 'আমফান' আর 'আয়লার' স্মৃতি উস্কে কার্যত ত্রাসের সৃষ্টি করেছে, বঙ্গবাসীর মনে। তবে ভয় পেলে চলবে না! এই সময় নিজেকে সুরক্ষিত রাখাটা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।

ঘণ্টা কয়েকের অপেক্ষা। 'দানা'র হানা হল বলে। তুমুল গতিবেগে ছুটে আসছে ঘূর্ণিঝড়। মৌসম ভবন জানিয়েছে, ওড়িশায় আছড়ে পড়লেও, তার প্রভাব থেকে রেহাই পাবে না পশ্চিমবঙ্গও। ল্যান্ডফলের সময় ঝড়ের গতিবেগ থাকবে ১০০-১১০ কিলোমিটার। যা 'আমফান' আর 'আয়লার' স্মৃতি উস্কে কার্যত ত্রাসের সৃষ্টি করেছে, বঙ্গবাসীর মনে। তবে ভয় পেলে চলবে না! এই সময় নিজেকে সুরক্ষিত রাখাটা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।

1 / 8
মেদিনীপুর সহ উপকূলীয় জেলায় ইতিমধ্যেই জারি হয়েছে ঝড়ের লাল সর্তকতা। হাওয়া অফিস বলছে পূর্ব মেদিনীপুরে হাওয়ার গতিবেগ হতে পারে ১২০ কিলোমিটার প্রতি ঘণ্টা। বাদ নেই কলকাতাও। কলকাতাতে ঝড়ের গতিবেগ হতে পারে প্রায় ৮০ কিলোমিটার প্রতি ঘণ্টা। অপরদিকে বৃষ্টির জন্য আজকে কমলা আর আগামীকাল লাল সর্তকতা জারি করা হয়েছে কলকাতা সহ আশেপাশের জেলাগুলিতে। এই সময় ঘাবড়ে না গিয়ে নিজেকে সুস্থ রাখবেন কী ভাবে?

মেদিনীপুর সহ উপকূলীয় জেলায় ইতিমধ্যেই জারি হয়েছে ঝড়ের লাল সর্তকতা। হাওয়া অফিস বলছে পূর্ব মেদিনীপুরে হাওয়ার গতিবেগ হতে পারে ১২০ কিলোমিটার প্রতি ঘণ্টা। বাদ নেই কলকাতাও। কলকাতাতে ঝড়ের গতিবেগ হতে পারে প্রায় ৮০ কিলোমিটার প্রতি ঘণ্টা। অপরদিকে বৃষ্টির জন্য আজকে কমলা আর আগামীকাল লাল সর্তকতা জারি করা হয়েছে কলকাতা সহ আশেপাশের জেলাগুলিতে। এই সময় ঘাবড়ে না গিয়ে নিজেকে সুস্থ রাখবেন কী ভাবে?

2 / 8
এই সময় সবার আগে আতঙ্ক মুক্ত হন। চারিদিকে ঘূর্ণিঝড়কে ঘিরে নানা গুজব ছড়ানো হচ্ছে। সেসবে কান দেবেন না। মনে রাখবেন মোবাইল ফোন এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আগে থেকে মোবাইল ফোন চার্জ দিয়ে রাখুন। আর ঝড়ের সঠিক খবর পেতে চোখ রাখুন টিভি৯ বাংলা ডিজিটালে।

এই সময় সবার আগে আতঙ্ক মুক্ত হন। চারিদিকে ঘূর্ণিঝড়কে ঘিরে নানা গুজব ছড়ানো হচ্ছে। সেসবে কান দেবেন না। মনে রাখবেন মোবাইল ফোন এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আগে থেকে মোবাইল ফোন চার্জ দিয়ে রাখুন। আর ঝড়ের সঠিক খবর পেতে চোখ রাখুন টিভি৯ বাংলা ডিজিটালে।

3 / 8
যদি কাঁচা বাড়িতে থাকেন তাহলে চেষ্টা করুন ঝড়ের আগেই নিরাপদ কোনও স্থানে বা পাকা বাড়িতে চলে যাওয়ার। বাড়ির আশেপাশে গাছগাছালি বেশি থাকলে, সাবধান। বাড়িতে থাকা জরুরি নথিপত্র, অর্থাৎ পরিচর পত্র, বাড়ির দলিল, ব্যাঙ্কের ডকুমেন্ট নিরাপদ স্থানে সরিয়ে ফেলুন আগেই।

যদি কাঁচা বাড়িতে থাকেন তাহলে চেষ্টা করুন ঝড়ের আগেই নিরাপদ কোনও স্থানে বা পাকা বাড়িতে চলে যাওয়ার। বাড়ির আশেপাশে গাছগাছালি বেশি থাকলে, সাবধান। বাড়িতে থাকা জরুরি নথিপত্র, অর্থাৎ পরিচর পত্র, বাড়ির দলিল, ব্যাঙ্কের ডকুমেন্ট নিরাপদ স্থানে সরিয়ে ফেলুন আগেই।

4 / 8
বাড়িতে থাকলেও এই সময় ধারালো কোনও বস্তু খোলা অবস্থায় রাখবেন না। বাড়িতে আগে থেকেই অত্যাবশ্যকীয় পণ্য অর্থাৎ, খাবার, ওষুধ, জল এগুলি মজুৎ রাখুন। মনে রাখবেন, বিদ্যুৎ চলে গেলে বাড়ির অ্যাকোয়াগার্ড চলবে না। তাই বিশেষ করে জল মজুত করে রাখতে ভুলবেন না। মোবাইলে চার্জ দিয়ে রাখুন, হাতের কাছে টর্চ, মোমবাতি জোগাড় করে রাখুন।

বাড়িতে থাকলেও এই সময় ধারালো কোনও বস্তু খোলা অবস্থায় রাখবেন না। বাড়িতে আগে থেকেই অত্যাবশ্যকীয় পণ্য অর্থাৎ, খাবার, ওষুধ, জল এগুলি মজুৎ রাখুন। মনে রাখবেন, বিদ্যুৎ চলে গেলে বাড়ির অ্যাকোয়াগার্ড চলবে না। তাই বিশেষ করে জল মজুত করে রাখতে ভুলবেন না। মোবাইলে চার্জ দিয়ে রাখুন, হাতের কাছে টর্চ, মোমবাতি জোগাড় করে রাখুন।

5 / 8
যদি পুরনো বাড়িতে থাকেন তাহলে সচেতন থাকুন। বাড়ির এমন কোনও অংশে ঝড় চলাকালীন সময়ে যাবেন না, যা তুলনায় দুর্বল বা ঝড়ের সময় যা ভেঙে পড়তে পারে। বাড়ির ছাদ দুর্বল হয়, তাহলে ঝড়ের সময় সেখানে না থাকাই ভাল।

যদি পুরনো বাড়িতে থাকেন তাহলে সচেতন থাকুন। বাড়ির এমন কোনও অংশে ঝড় চলাকালীন সময়ে যাবেন না, যা তুলনায় দুর্বল বা ঝড়ের সময় যা ভেঙে পড়তে পারে। বাড়ির ছাদ দুর্বল হয়, তাহলে ঝড়ের সময় সেখানে না থাকাই ভাল।

6 / 8
ল্যান্ডফলের সময়, বড় দুর্ঘটনা এড়াতে গ্যাস সরবরাহের মেন সুইচ ও বৈদ্যুতিক লাইন বন্ধ করে রাখলে ভাল। এই সময়ে দরজা-জানলা বন্ধ রাখুন। ঝড়ের সময় যদি একান্তই কোনও প্রয়োজন না হয়, তাহলে বাড়ির বাইরে থাকবেন না।

ল্যান্ডফলের সময়, বড় দুর্ঘটনা এড়াতে গ্যাস সরবরাহের মেন সুইচ ও বৈদ্যুতিক লাইন বন্ধ করে রাখলে ভাল। এই সময়ে দরজা-জানলা বন্ধ রাখুন। ঝড়ের সময় যদি একান্তই কোনও প্রয়োজন না হয়, তাহলে বাড়ির বাইরে থাকবেন না।

7 / 8
যদি বাড়ির বাইরে থাকেন, হঠাৎ করে মাথা বাঁচানোর প্রয়োজনে কোনও ক্ষতিগ্রস্থ বাড়িতে, বিশেষ করে পুরনো পাকা বাড়িতে আশ্রয় নিতে না যাওয়াই ভাল। ভেঙে পড়া বিদ্যুতের পোস্ট বা তার থেকে দূরে থাকুন। রাস্তার জমা জলে নামার আগেও সতর্ক থাকুন। দেখে নিন তা যেন কোনও ভাবে খোলা তার বা বিদ্যুতের সংস্পর্শে আছে কিনা।

যদি বাড়ির বাইরে থাকেন, হঠাৎ করে মাথা বাঁচানোর প্রয়োজনে কোনও ক্ষতিগ্রস্থ বাড়িতে, বিশেষ করে পুরনো পাকা বাড়িতে আশ্রয় নিতে না যাওয়াই ভাল। ভেঙে পড়া বিদ্যুতের পোস্ট বা তার থেকে দূরে থাকুন। রাস্তার জমা জলে নামার আগেও সতর্ক থাকুন। দেখে নিন তা যেন কোনও ভাবে খোলা তার বা বিদ্যুতের সংস্পর্শে আছে কিনা।

8 / 8
Follow Us: