Eye Makeup: ওয়াটারপ্রুফই যথেষ্ট নয়, আই মেকআপ করার সময় এইভাবে আইলাইনার পরলে চোখ সরানো কঠিন!

Eyeliner: চোখের মেকআপের চেয়েও আইলাইনার পরার সময় এই টিপস মানলে ৯-১০ ঘণ্টাতেও ঘাঁটবে না লুক। সহজ টোটকা মেনে আইলাইনার পরলে তা অটুট থাকবে সারাদিন।

| Edited By: | Updated on: Jul 12, 2023 | 1:52 PM
ধৈর্য ধরে উইংড আইলাইনার আঁকতে হয়। তারপর যদি ঘামে বা বৃষ্টি জলে তা উঠে যায়, তখন সবারই মন খারাপ হয়ে যায়। পাশাপাশি লুকও নষ্ট হয়ে যায়। 

ধৈর্য ধরে উইংড আইলাইনার আঁকতে হয়। তারপর যদি ঘামে বা বৃষ্টি জলে তা উঠে যায়, তখন সবারই মন খারাপ হয়ে যায়। পাশাপাশি লুকও নষ্ট হয়ে যায়। 

1 / 8
সারাদিন ধরে আইলাইনারের রেখা অটুট রাখতে গেলে আপনাকে মেকআপ করার সময় সহজ টিপস মানতে হবে। চোখের মেকআপের চেয়েও আইলাইনার পরার সময় এই টিপস মানলে ৯-১০ ঘণ্টাতেও ঘাঁটবে না লুক। 

সারাদিন ধরে আইলাইনারের রেখা অটুট রাখতে গেলে আপনাকে মেকআপ করার সময় সহজ টিপস মানতে হবে। চোখের মেকআপের চেয়েও আইলাইনার পরার সময় এই টিপস মানলে ৯-১০ ঘণ্টাতেও ঘাঁটবে না লুক। 

2 / 8
মেকআপ করার আগে যেমন মুখ পরিষ্কার করেন, তেমনই চোখের পাতাও পরিষ্কার করে নিন। চোখের পাতাতেও তেল, ময়লা জমে থাকে। সেগুলো পরিষ্কার করে নিন। চোখের পাতা তৈলাক্ত হলে আইলাইনার দ্রুত ঘেঁটে যাবে। 

মেকআপ করার আগে যেমন মুখ পরিষ্কার করেন, তেমনই চোখের পাতাও পরিষ্কার করে নিন। চোখের পাতাতেও তেল, ময়লা জমে থাকে। সেগুলো পরিষ্কার করে নিন। চোখের পাতা তৈলাক্ত হলে আইলাইনার দ্রুত ঘেঁটে যাবে। 

3 / 8
চোখে আইলাইনার টানার আগে অবশ্যই প্রাইমার মেখে নিন। প্রাইমার যে কোনও মেকআপকে দীর্ঘস্থায়ী করতে সাহায্য করে। প্রাইমার মেখে আইলাইনার ও আইশ্যাডো দু'টোই পরতে পারবেন।

চোখে আইলাইনার টানার আগে অবশ্যই প্রাইমার মেখে নিন। প্রাইমার যে কোনও মেকআপকে দীর্ঘস্থায়ী করতে সাহায্য করে। প্রাইমার মেখে আইলাইনার ও আইশ্যাডো দু'টোই পরতে পারবেন।

4 / 8
চোখের পাতায় ম্যাট ফাউন্ডেশন পরে নিন। প্রয়োজনে আপনি কনসিলারও লাগাতে পারেন। এতে চোখের মেকআপ খুব ভাল করে সেট হবে। পাশাপাশি আইলাইনার সহজে ঘাঁটবে না। 

চোখের পাতায় ম্যাট ফাউন্ডেশন পরে নিন। প্রয়োজনে আপনি কনসিলারও লাগাতে পারেন। এতে চোখের মেকআপ খুব ভাল করে সেট হবে। পাশাপাশি আইলাইনার সহজে ঘাঁটবে না। 

5 / 8
ফাউন্ডেশন পরার পর অবশ্যই ট্রান্সলুসেন্ট পাউডার লাগান। এতে ফাউন্ডেশন গলবে না। যদি আইশ্যাডো পরেন তাহলে আর ট্রান্সলুসেন্ট পাউডার লাগানোর প্রয়োজন নেই।

ফাউন্ডেশন পরার পর অবশ্যই ট্রান্সলুসেন্ট পাউডার লাগান। এতে ফাউন্ডেশন গলবে না। যদি আইশ্যাডো পরেন তাহলে আর ট্রান্সলুসেন্ট পাউডার লাগানোর প্রয়োজন নেই।

6 / 8
শেষে আইলাইনার পরুন। আইলাইনার বাছাইয়ের কাজটাই আসল। জেল আইলাইনার বেছে নিন। ওয়াটারপ্রুফ জেল লাইনার দীর্ঘক্ষণ স্থায়ী হয়। এরপর ওয়াটারপ্রুফ মাস্কারা পরে নিন। 

শেষে আইলাইনার পরুন। আইলাইনার বাছাইয়ের কাজটাই আসল। জেল আইলাইনার বেছে নিন। ওয়াটারপ্রুফ জেল লাইনার দীর্ঘক্ষণ স্থায়ী হয়। এরপর ওয়াটারপ্রুফ মাস্কারা পরে নিন। 

7 / 8
সাধারণ আইলাইনারের বদলে লিক্যুইড আইলাইনারও ব্যবহার করতে পারেন। কিন্তু ওয়াটারপ্রুফ জেল লাইনার সবচেয়ে ভাল ফল দিতে পারে। এভাবে আইলাইনার পরে আর চোখের মেকআপ ঘাঁটবে না। 

সাধারণ আইলাইনারের বদলে লিক্যুইড আইলাইনারও ব্যবহার করতে পারেন। কিন্তু ওয়াটারপ্রুফ জেল লাইনার সবচেয়ে ভাল ফল দিতে পারে। এভাবে আইলাইনার পরে আর চোখের মেকআপ ঘাঁটবে না। 

8 / 8
Follow Us: