Reetha for Hair: নামীদামি শ্যাম্পু ছেড়ে এই ফল দিয়ে মাথা পরিষ্কার করুন, চুল পড়া কমবে মাত্র ২ দিনে

Homemade Herbal Shampoo: প্রাচীনকাল থেকে এই রিঠা ফল চুলের যত্নে ব্যবহৃত হয়ে আসছে। যদিও এখন এই প্রাকৃতিক উপাদানের ব্যবহার কমেছে। কিন্তু রিঠার গুণাগুণ এক চুল কমেনি, সুন্দর ও মজবুত চুল গঠনে সাহায্য করে রিঠা। চুল ও স্ক্যাল্প পরিস্কার করে রিঠা।

| Edited By: | Updated on: Jun 06, 2023 | 4:59 PM
চুলের খেয়াল রাখতে শ্যাম্পু ও কন্ডিশনারের বিকল্প খুঁজে পাওয়া কঠিন। কিন্তু যখন শ্যাম্পু ও কন্ডিশনারের এত বেশি প্রচলন ছিল না, তখনও মানুষ চুলের যত্ন নিতেন। আর চুল ও স্ক্যাল্প পরিষ্কার করতে সাহায্য নিতেন রিঠার। 

চুলের খেয়াল রাখতে শ্যাম্পু ও কন্ডিশনারের বিকল্প খুঁজে পাওয়া কঠিন। কিন্তু যখন শ্যাম্পু ও কন্ডিশনারের এত বেশি প্রচলন ছিল না, তখনও মানুষ চুলের যত্ন নিতেন। আর চুল ও স্ক্যাল্প পরিষ্কার করতে সাহায্য নিতেন রিঠার। 

1 / 8
প্রাচীনকাল থেকে এই রিঠা ফল চুলের যত্নে ব্যবহৃত হয়ে আসছে। যদিও এখন এই প্রাকৃতিক উপাদানের ব্যবহার কমেছে। কিন্তু রিঠার গুণাগুণ এক চুল কমেনি, সুন্দর ও মজবুত চুল গঠনে সাহায্য করে রিঠা।

প্রাচীনকাল থেকে এই রিঠা ফল চুলের যত্নে ব্যবহৃত হয়ে আসছে। যদিও এখন এই প্রাকৃতিক উপাদানের ব্যবহার কমেছে। কিন্তু রিঠার গুণাগুণ এক চুল কমেনি, সুন্দর ও মজবুত চুল গঠনে সাহায্য করে রিঠা।

2 / 8
প্রাকৃতিক ক্লিনজার ও কন্ডিশনার হিসেবে কাজ করে রিঠা। এটি চুল ও স্ক্যাল্পে জমে থাকা ময়লা, তেল অপসারনে সাহায্য করে। নিয়মিত রিঠা দিয়ে চুল পরিষ্কার করলে, এটি চুলকে ঘন ও বাউন্সি করে তোলে। 

প্রাকৃতিক ক্লিনজার ও কন্ডিশনার হিসেবে কাজ করে রিঠা। এটি চুল ও স্ক্যাল্পে জমে থাকা ময়লা, তেল অপসারনে সাহায্য করে। নিয়মিত রিঠা দিয়ে চুল পরিষ্কার করলে, এটি চুলকে ঘন ও বাউন্সি করে তোলে। 

3 / 8
নতুন চুল গজানো থেকে শুরু করে চুল পড়াকে রোধ করতে দারুণ কার্যকর রিঠা। কিন্তু অনেকেই বুঝতে পারেন না, এই প্রাকৃতিক ফল দিয়ে কীভাবে চুল ও স্ক্যাল্প পরিষ্কার করবেন। তাঁদের জন্য রইল সহজ টিপস।

নতুন চুল গজানো থেকে শুরু করে চুল পড়াকে রোধ করতে দারুণ কার্যকর রিঠা। কিন্তু অনেকেই বুঝতে পারেন না, এই প্রাকৃতিক ফল দিয়ে কীভাবে চুল ও স্ক্যাল্প পরিষ্কার করবেন। তাঁদের জন্য রইল সহজ টিপস।

4 / 8
দশকর্মার দোকান থেকে ১০-১২টি রিঠা কিনে আনুন। এবার এই রিঠাগুলো ভেঙে বীজগুলো ফেলে দিন। তারপর রিঠাগুলো ৩ কাপ গরম জলে সারারাত ধরে ভিজিয়ে রাখুন। এর সঙ্গে শুকনো আমলকি বা শিকাকাইও যোগ করতে পারেন।

দশকর্মার দোকান থেকে ১০-১২টি রিঠা কিনে আনুন। এবার এই রিঠাগুলো ভেঙে বীজগুলো ফেলে দিন। তারপর রিঠাগুলো ৩ কাপ গরম জলে সারারাত ধরে ভিজিয়ে রাখুন। এর সঙ্গে শুকনো আমলকি বা শিকাকাইও যোগ করতে পারেন।

5 / 8
পরদিন সকালে রিঠা ভেজানো জল কম আঁচে গরম বসান। এতে আরও ১ কাপ জল যোগ করুন। উপাদানগুলো নরম হয়ে এলে এবং জলটা ফুটতে শুরু করলে গ্যাস বন্ধ করে দিন।

পরদিন সকালে রিঠা ভেজানো জল কম আঁচে গরম বসান। এতে আরও ১ কাপ জল যোগ করুন। উপাদানগুলো নরম হয়ে এলে এবং জলটা ফুটতে শুরু করলে গ্যাস বন্ধ করে দিন।

6 / 8
এরপর মিশ্রণটা ঠান্ডা করে নিন। এবার হাতে করে রিঠা, আমলকি ও শিকাকাই ভাল করে চটকে নিন। এরপর মিশ্রণটা ছেঁকে বোতলে ভরে রাখুন। ব্যস তৈরি রিঠার শ্যাম্পু। এবার জেনে নিন কীভাবে এই শ্যাম্পু ব্যবহার করবেন।

এরপর মিশ্রণটা ঠান্ডা করে নিন। এবার হাতে করে রিঠা, আমলকি ও শিকাকাই ভাল করে চটকে নিন। এরপর মিশ্রণটা ছেঁকে বোতলে ভরে রাখুন। ব্যস তৈরি রিঠার শ্যাম্পু। এবার জেনে নিন কীভাবে এই শ্যাম্পু ব্যবহার করবেন।

7 / 8
প্রথমে পরিষ্কার জলে চুল ভিজিয়ে নিন। এরপর রিঠার তৈরি শ্যাম্পু দিয়ে ভাল করে চুল ও স্ক্যাল্প ঘষে নিন। এই শ্যাম্পুতে ফেনা হবে না। এরপর পরিষ্কার জল দিয়ে চুল ধুয়ে নিন। সপ্তাহে ১ দিন এভাবে চুলে রিঠা ব্যবহার করতে পারবেন। 

প্রথমে পরিষ্কার জলে চুল ভিজিয়ে নিন। এরপর রিঠার তৈরি শ্যাম্পু দিয়ে ভাল করে চুল ও স্ক্যাল্প ঘষে নিন। এই শ্যাম্পুতে ফেনা হবে না। এরপর পরিষ্কার জল দিয়ে চুল ধুয়ে নিন। সপ্তাহে ১ দিন এভাবে চুলে রিঠা ব্যবহার করতে পারবেন। 

8 / 8
Follow Us: