AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বাসন মাজা থেকে চা তৈরি—হেঁশেলের একগুচ্ছ কাজ নিমেষে সহজ করে দেবে কমলালেবুর খোসা

Orange Peels: ত্বকের পরিচর্যা থেকে শুরু করে হেঁশেলের একগুচ্ছ কাজ সহজ করে দিতে পারে কমলালেবুর খোসা। এমনকি কমলালেবুর খোসা আপনার রোগ প্রতিরোধের ক্ষমতাও বাড়িয়ে তুলতে পারে। তাই ফেলে দেওয়ার আগে কমলালেবুর খোসার ব্যবহার জেনে নিন। 

| Updated on: Dec 28, 2023 | 3:38 PM
Share
শীতের ক'টা মাসই মিলবে তাজা কমলালেবু। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কমলালেবু ইতিমধ্যে মিলছে বাজারে। রোজ একটা করে খাওয়াও হচ্ছে কমলালেবু। আর খোসাগুলো কী করছেন? কমলালেবুর খোসা ফেলে দিলে আপনারই ক্ষতি। 

শীতের ক'টা মাসই মিলবে তাজা কমলালেবু। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কমলালেবু ইতিমধ্যে মিলছে বাজারে। রোজ একটা করে খাওয়াও হচ্ছে কমলালেবু। আর খোসাগুলো কী করছেন? কমলালেবুর খোসা ফেলে দিলে আপনারই ক্ষতি। 

1 / 8
ত্বকের পরিচর্যা থেকে শুরু করে হেঁশেলের একগুচ্ছ কাজ সহজ করে দিতে পারে কমলালেবুর খোসা। এমনকি কমলালেবুর খোসা আপনার রোগ প্রতিরোধের ক্ষমতাও বাড়িয়ে তুলতে পারে। তাই ফেলে দেওয়ার আগে কমলালেবুর খোসার ব্যবহার জেনে নিন। 

ত্বকের পরিচর্যা থেকে শুরু করে হেঁশেলের একগুচ্ছ কাজ সহজ করে দিতে পারে কমলালেবুর খোসা। এমনকি কমলালেবুর খোসা আপনার রোগ প্রতিরোধের ক্ষমতাও বাড়িয়ে তুলতে পারে। তাই ফেলে দেওয়ার আগে কমলালেবুর খোসার ব্যবহার জেনে নিন। 

2 / 8
ডেজার্ট‌ বানাতে কিংবা কোনও পানীয়তে ফ্লেভার যোগ করতে আপনি কমলালেবুর খোসা যোগ করতে পারেন। কমলালেবুর খোসা কুড়ে মিশিয়ে দিন ডেজার্ট‌ে। লাজবাব স্বাদ হবে।

ডেজার্ট‌ বানাতে কিংবা কোনও পানীয়তে ফ্লেভার যোগ করতে আপনি কমলালেবুর খোসা যোগ করতে পারেন। কমলালেবুর খোসা কুড়ে মিশিয়ে দিন ডেজার্ট‌ে। লাজবাব স্বাদ হবে।

3 / 8
ককটেল হোক বা চা, কমলালেবুর খোসা মেশালে স্বাদ বাড়বে। রোদে কমলালেবুর খোসা শুকিয়ে নিন। চায়ের জলে শুকনো কমলালেবুর খোসা দিয়ে ফুটিয়ে নিন। এই চা খেলে ইমিউনিটি বাড়বে। আর ককটেলে তাজা কমলালেবুর খোসাই ব্যবহার করতে পারেন।

ককটেল হোক বা চা, কমলালেবুর খোসা মেশালে স্বাদ বাড়বে। রোদে কমলালেবুর খোসা শুকিয়ে নিন। চায়ের জলে শুকনো কমলালেবুর খোসা দিয়ে ফুটিয়ে নিন। এই চা খেলে ইমিউনিটি বাড়বে। আর ককটেলে তাজা কমলালেবুর খোসাই ব্যবহার করতে পারেন।

4 / 8
ব্রণ কমানো থেকে শুরু করে ত্বকের জেল্লা বাড়াতে কমলালেবুর খোসাকে কাজে লাগান। রোদে কমলালেবুর খোসা শুকিয়ে গুঁড়ো করে নিন। এই কমলালেবুর খোসার গুঁড়ো সংরক্ষণ করে রাখুন। এতে গোলাপ জল বা টক দই মিশিয়ে মুখে মাখতে পারেন। 

ব্রণ কমানো থেকে শুরু করে ত্বকের জেল্লা বাড়াতে কমলালেবুর খোসাকে কাজে লাগান। রোদে কমলালেবুর খোসা শুকিয়ে গুঁড়ো করে নিন। এই কমলালেবুর খোসার গুঁড়ো সংরক্ষণ করে রাখুন। এতে গোলাপ জল বা টক দই মিশিয়ে মুখে মাখতে পারেন। 

5 / 8
বাসন মাজার সাবান বানিয়ে নিন কমলালেবুর খোসা দিয়ে। ১০-১২ ঘণ্টা ১ কাপ রিঠা জলে ভিজিয়ে রাখুন। তারপর রিঠাগুলো চটকে নিন এবং বীজগুলো ফেলে দিন। এর মধ্যে লেবুর রস, কমলালেবুর খোসা ও সামুদ্রিক নুন ও ভিনিগার মিশিয়ে ফুটিয়ে নিন। এটা দিয়ে বাসন মাজতে পারেন। 

বাসন মাজার সাবান বানিয়ে নিন কমলালেবুর খোসা দিয়ে। ১০-১২ ঘণ্টা ১ কাপ রিঠা জলে ভিজিয়ে রাখুন। তারপর রিঠাগুলো চটকে নিন এবং বীজগুলো ফেলে দিন। এর মধ্যে লেবুর রস, কমলালেবুর খোসা ও সামুদ্রিক নুন ও ভিনিগার মিশিয়ে ফুটিয়ে নিন। এটা দিয়ে বাসন মাজতে পারেন। 

6 / 8
ঘরের দূর গন্ধ তাড়াতে পারেন কমলালেবুর খোসা ব্যবহার করুন। একটি স্প্রে বোতলে শুকনো কমলালেবুর খোসা, শুকনো গোলাপের পাপড়ি, স্টার অ্যানিজ, দারুচিনি, এলাচের মতো মশলা নিন। এতে পছন্দমতো এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিলেই তৈরি রুম ফ্রেশনার।

ঘরের দূর গন্ধ তাড়াতে পারেন কমলালেবুর খোসা ব্যবহার করুন। একটি স্প্রে বোতলে শুকনো কমলালেবুর খোসা, শুকনো গোলাপের পাপড়ি, স্টার অ্যানিজ, দারুচিনি, এলাচের মতো মশলা নিন। এতে পছন্দমতো এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিলেই তৈরি রুম ফ্রেশনার।

7 / 8
বিকেল হলেই বাড়িতে মশা ঢোকে? ছাদবাগানে, ব্যালকনিতে পোকামাকড়ের উৎপাত? ঘরের কোণে শুকনো কমলালেবুর খোসা ফেলে রাখুন। এটি মশা, মাছি, পোকামাকড় তাড়াতে সাহায্য করবে। 

বিকেল হলেই বাড়িতে মশা ঢোকে? ছাদবাগানে, ব্যালকনিতে পোকামাকড়ের উৎপাত? ঘরের কোণে শুকনো কমলালেবুর খোসা ফেলে রাখুন। এটি মশা, মাছি, পোকামাকড় তাড়াতে সাহায্য করবে। 

8 / 8