Basil Tree: বাড়িতে কোথায় তুলসি গাছ রাখলে ফিরবে ভাগ্য, দূর হবে অর্থ-কষ্ট?

শাস্ত্র মতে বাড়িতে তুলসি গাছ রাখার কিছু নিয়ম রয়েছে। ঠিক জায়গায় না রাখলে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা বেশি। তবে বাস্তু মতে ঠিক জায়গায় গাছ রাখলে ফিরতে পারে ভাগ্য! দেখে নিন কী ভাবে বাড়িতে তুলসি গাছ রাখবেন?

| Updated on: Jul 25, 2024 | 6:33 PM
বাড়িতে তুলসি গাছ রাখার চল আজকের নয়। বাঙালি বাড়িতে এক সময়ে ঘরে ঘরে আর কিছু থাকুক না থাকুক একটা তুলসি তলা বা তুলসি গাছ থাকতোই।

বাড়িতে তুলসি গাছ রাখার চল আজকের নয়। বাঙালি বাড়িতে এক সময়ে ঘরে ঘরে আর কিছু থাকুক না থাকুক একটা তুলসি তলা বা তুলসি গাছ থাকতোই।

1 / 8
সকাল সন্ধে সেখানে ধুপ জ্বালিয়ে প্রদীপ দিয়ে পুজো করা হয় সেখানে। বাস্তু শাস্ত্র মতে তুলসি গাছ ঘরে রাখা বেশ শুভ। প্রায় সব পুজোতেই একটি মূল উপাদান তুলস পাতা। আবার এই গাছের রয়েছে অনেক ভেষজ এবং স্বাস্থ্যগুণ রয়েছে।

সকাল সন্ধে সেখানে ধুপ জ্বালিয়ে প্রদীপ দিয়ে পুজো করা হয় সেখানে। বাস্তু শাস্ত্র মতে তুলসি গাছ ঘরে রাখা বেশ শুভ। প্রায় সব পুজোতেই একটি মূল উপাদান তুলস পাতা। আবার এই গাছের রয়েছে অনেক ভেষজ এবং স্বাস্থ্যগুণ রয়েছে।

2 / 8
তবে বাড়িতে যেখানে সেখানে এই গাছ রাখলেই কিন্তু হল না। শাস্ত্র মতে বাড়িতে তুলসি গাছ রাখার কিছু নিয়ম রয়েছে। ঠিক জায়গায় না রাখলে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা বেশি।

তবে বাড়িতে যেখানে সেখানে এই গাছ রাখলেই কিন্তু হল না। শাস্ত্র মতে বাড়িতে তুলসি গাছ রাখার কিছু নিয়ম রয়েছে। ঠিক জায়গায় না রাখলে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা বেশি।

3 / 8
তবে বাস্তু মতে ঠিক জায়গায় গাছ রাখলে ফিরতে পারে ভাগ্য! দেখে নিন কী ভাবে বাড়িতে তুলসি গাছ রাখবেন?

তবে বাস্তু মতে ঠিক জায়গায় গাছ রাখলে ফিরতে পারে ভাগ্য! দেখে নিন কী ভাবে বাড়িতে তুলসি গাছ রাখবেন?

4 / 8
তুলসি গাছ লাগানোর সবচেয়ে আদর্শ স্থান হল উত্তর দিক। বাড়ির বা ফ্ল্যাটের উত্তর দিক যদি খোলা হয়, তা হলে সেখানেই রাখা উচিত তুলসি গাছ। তবে একান্তই যদি উত্তর দিকে গাছ লাগানোর উপায় না থাকে তা হলে উত্তর-পূর্ব বা পূর্ব দিকে গাছ রাখতে পারেন।

তুলসি গাছ লাগানোর সবচেয়ে আদর্শ স্থান হল উত্তর দিক। বাড়ির বা ফ্ল্যাটের উত্তর দিক যদি খোলা হয়, তা হলে সেখানেই রাখা উচিত তুলসি গাছ। তবে একান্তই যদি উত্তর দিকে গাছ লাগানোর উপায় না থাকে তা হলে উত্তর-পূর্ব বা পূর্ব দিকে গাছ রাখতে পারেন।

5 / 8
বছরে যখন তখন কিন্ত তুলসি গাছ বসানো যায় না। শাস্ত্র মতে কার্তিক মাসে তুলসি গাছ বসানো সবচেয়ে শুভ বলে মনে করা হয়। কার্তিক মাস ছাড়াও চৈত্র মাসে নবরাত্রির সময়ে বাড়িতে স্থাপন করতে পারেন তুলসি গাছ।

বছরে যখন তখন কিন্ত তুলসি গাছ বসানো যায় না। শাস্ত্র মতে কার্তিক মাসে তুলসি গাছ বসানো সবচেয়ে শুভ বলে মনে করা হয়। কার্তিক মাস ছাড়াও চৈত্র মাসে নবরাত্রির সময়ে বাড়িতে স্থাপন করতে পারেন তুলসি গাছ।

6 / 8
লোকবিশ্বাস বাড়িতে তুলসি গাছ থাকলে দূর হয় অর্থনৈতিক কষ্ট। প্রসন্ন হন লক্ষ্মী-জনার্দন। যেহেতু বৃহস্পতিবার লক্ষীবার তাই ওইদিন তুলসি গাছ বসানোর জন্য শুভ বলে মনে করা হয়। আবার অর্থনৈতিক বাধার মধ্যে থাকলে শনিবার, বাড়িতে তুলসি গাছ বসিয়ে দেখতে পারেন।

লোকবিশ্বাস বাড়িতে তুলসি গাছ থাকলে দূর হয় অর্থনৈতিক কষ্ট। প্রসন্ন হন লক্ষ্মী-জনার্দন। যেহেতু বৃহস্পতিবার লক্ষীবার তাই ওইদিন তুলসি গাছ বসানোর জন্য শুভ বলে মনে করা হয়। আবার অর্থনৈতিক বাধার মধ্যে থাকলে শনিবার, বাড়িতে তুলসি গাছ বসিয়ে দেখতে পারেন।

7 / 8
তবে সাবধান! একাদশী, রবিবার, সূর্য গ্রহণ এবং চন্দ্র গ্রহণের দিন কিন্তু ভুলেও তুলসি গাছ বসাবেন না। এইসব দিনে তুলসি গাছ বসানো অশুভ বলে মনে করা হয়।

তবে সাবধান! একাদশী, রবিবার, সূর্য গ্রহণ এবং চন্দ্র গ্রহণের দিন কিন্তু ভুলেও তুলসি গাছ বসাবেন না। এইসব দিনে তুলসি গাছ বসানো অশুভ বলে মনে করা হয়।

8 / 8
Follow Us: