Bollywood Throwback: কারও ক্রাশ, কেউ চান তাঁর সন্তানের মা হতে– মালাইকা থেকে একতা সকলেই প্রেমে পড়েন এই অভিনেতার!

Bollywood Throwback: সে অনেকদিনের কথা। বলিউডের প্রথম সারির অভিনেতা না হওয়া সত্ত্বেও তাঁকে নিয়ে উন্মাদনা ছিল তুঙ্গে। কেউ চেয়েছিলেন তাঁর সন্তানের জন্ম দিতে, কেউ আবার চেয়েছিলেন বিয়ে করতে। তালিকায় মালাইকা অরোরা থেকে শুরু করে একতা কাপুর, রয়েছেন ফারহা খানও। কে সেই অভিনেতা জানেন?

| Edited By: | Updated on: Oct 14, 2022 | 9:55 AM
সে অনেকদিনের কথা। বলিউডের প্রথম সারির অভিনেতা না হওয়া সত্ত্বেও তাঁকে নিয়ে উন্মাদনা ছিল তুঙ্গে। কেউ চেয়েছিলেন তাঁর সন্তানের জন্ম দিতে, কেউ আবার চেয়েছিলেন বিয়ে করতে। তালিকায় মালাইকা অরোরা থেকে শুরু করে একতা কাপুর, রয়েছেন ফারহা খানও। কে সেই অভিনেতা জানেন?

সে অনেকদিনের কথা। বলিউডের প্রথম সারির অভিনেতা না হওয়া সত্ত্বেও তাঁকে নিয়ে উন্মাদনা ছিল তুঙ্গে। কেউ চেয়েছিলেন তাঁর সন্তানের জন্ম দিতে, কেউ আবার চেয়েছিলেন বিয়ে করতে। তালিকায় মালাইকা অরোরা থেকে শুরু করে একতা কাপুর, রয়েছেন ফারহা খানও। কে সেই অভিনেতা জানেন?

1 / 5
তিনি আর কেউ নন চাঙ্কি পান্ডে। অনন্যা পান্ডের বাবা। জীবনের কোনও না কোনও অধ্যায়ে চাঙ্কির প্রতি ভাললাগা তৈরি হয়েছিল এই তিন বলি স্টারের। সে কথা পরবর্তীতে নিজেরাই স্বীকার করেছেন তাঁরা।

তিনি আর কেউ নন চাঙ্কি পান্ডে। অনন্যা পান্ডের বাবা। জীবনের কোনও না কোনও অধ্যায়ে চাঙ্কির প্রতি ভাললাগা তৈরি হয়েছিল এই তিন বলি স্টারের। সে কথা পরবর্তীতে নিজেরাই স্বীকার করেছেন তাঁরা।

2 / 5
চাঙ্কির জন্মদিনে মালাইকা তাঁর সঙ্গে এক পুরনো ছবি পোস্ট করে লিখেছিলেন, "আমার প্রথম ক্রাশকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা"। এখানেই কিন্তু শেষ নয়।

চাঙ্কির জন্মদিনে মালাইকা তাঁর সঙ্গে এক পুরনো ছবি পোস্ট করে লিখেছিলেন, "আমার প্রথম ক্রাশকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা"। এখানেই কিন্তু শেষ নয়।

3 / 5
প্রযোজক ও বালাজির প্রধান একতা কাপুর তো সরাসরি চাঙ্কিকে বিয়ে করার সুপ্ত বাসনার কথাও লিখেছিলেন ইনস্টাগ্রামে। লিখেছিলেন, "বহু বছর আগে আমি যখন চাঙ্কিকে দেখে ব্লাশ করতাম, যদি চাঙ্কি সাড়া দিত, তবে আজ আমিও 'বলিউড ওয়াইফ' হতাম। প্রসঙ্গত, নেটফ্লিক্সের শো 'ফেবিউলাস লাইফ অব বলিউড ওয়াইভস'-এ অংশ নিয়েছিলেন চাঙ্কির স্ত্রী ভাবনা।

প্রযোজক ও বালাজির প্রধান একতা কাপুর তো সরাসরি চাঙ্কিকে বিয়ে করার সুপ্ত বাসনার কথাও লিখেছিলেন ইনস্টাগ্রামে। লিখেছিলেন, "বহু বছর আগে আমি যখন চাঙ্কিকে দেখে ব্লাশ করতাম, যদি চাঙ্কি সাড়া দিত, তবে আজ আমিও 'বলিউড ওয়াইফ' হতাম। প্রসঙ্গত, নেটফ্লিক্সের শো 'ফেবিউলাস লাইফ অব বলিউড ওয়াইভস'-এ অংশ নিয়েছিলেন চাঙ্কির স্ত্রী ভাবনা।

4 / 5
চাঙ্কির প্রতি ভাললাগয়ার ছক্কা উড়িয়েছিলেন ফারহা খান। বাবা চাঙ্কির কিছু ছবি শেয়ার করেছিলেন মেয়ে অনন্যা। জন্মদিন উপলক্ষে লিখেছিলেন বেশ কিছু কথাও। সেই পোস্টের উত্তরে ফারহা লেখেন, "আমি তোমার মা হতে পারতাম"।

চাঙ্কির প্রতি ভাললাগয়ার ছক্কা উড়িয়েছিলেন ফারহা খান। বাবা চাঙ্কির কিছু ছবি শেয়ার করেছিলেন মেয়ে অনন্যা। জন্মদিন উপলক্ষে লিখেছিলেন বেশ কিছু কথাও। সেই পোস্টের উত্তরে ফারহা লেখেন, "আমি তোমার মা হতে পারতাম"।

5 / 5
Follow Us: