Premier League: ম্যাঞ্চেস্টার ডার্বিতে সিটির কাছে হার রেড ডেভিলসদের

ইতিহাদ স্টেডিয়ামে রবিবারের ম্যাঞ্চেস্টার ডার্বি ঘিরে উত্তেজনার পারদ তুঙ্গে ছিল। তবে চোটের কারণে ম্যান সিটির বিরুদ্ধে খেলেননি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ৪-১ গোলে রেড ডেভিলসদের হারিয়েছে গুয়ার্দিওলার দল। এই ম্যাচে হারের পর লিগ টেবলের ৫ নম্বরে নেমে গেল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।

| Edited By: | Updated on: Mar 07, 2022 | 1:04 PM
ম্যাচের ৫ মিনিটের মাথায় বের্নান্ডো সিলভার পাস থেকে গোল করে ম্যান সিটিকে এগিয়ে দেন কেভিন ডি ব্রুইন (Kevin De Bruyne)। (ছবি- ম্যাঞ্চেস্টার সিটি টুইটার)

ম্যাচের ৫ মিনিটের মাথায় বের্নান্ডো সিলভার পাস থেকে গোল করে ম্যান সিটিকে এগিয়ে দেন কেভিন ডি ব্রুইন (Kevin De Bruyne)। (ছবি- ম্যাঞ্চেস্টার সিটি টুইটার)

1 / 5
পল পগবার পাস থেকে ২২ মিনিটের মাথায় গোল করে দলকে সমতায় ফেরান জ্যাডন স্যাঞ্চো। (ছবি-ম্যাঞ্চেস্টার ইউনাইটেড টুইটার)

পল পগবার পাস থেকে ২২ মিনিটের মাথায় গোল করে দলকে সমতায় ফেরান জ্যাডন স্যাঞ্চো। (ছবি-ম্যাঞ্চেস্টার ইউনাইটেড টুইটার)

2 / 5
স্কোরলাইন ১-১ থাকার ছয় মিনিটের মাথায় ডি ব্রুইনের দ্বিতীয় গোলে ফের এগিয়ে যায় গুয়ার্দিওলার দল। (ছবি-ম্যাঞ্চেস্টার সিটি টুইটার)

স্কোরলাইন ১-১ থাকার ছয় মিনিটের মাথায় ডি ব্রুইনের দ্বিতীয় গোলে ফের এগিয়ে যায় গুয়ার্দিওলার দল। (ছবি-ম্যাঞ্চেস্টার সিটি টুইটার)

3 / 5
৬৮ মিনিটে ম্যান সিটির গোলের নেপথ্যে সেই ব্রুইন। তবে এ বার নিজে গোল না করে, করালেন রিয়াদ মাহরেজকে দিয়ে। (ছবি-ম্যাঞ্চেস্টার সিটি টুইটার)

৬৮ মিনিটে ম্যান সিটির গোলের নেপথ্যে সেই ব্রুইন। তবে এ বার নিজে গোল না করে, করালেন রিয়াদ মাহরেজকে দিয়ে। (ছবি-ম্যাঞ্চেস্টার সিটি টুইটার)

4 / 5
ম্যাচের অতিরিক্ত সময়ে (৯০+১ মিনিটে) মাহরেজের দ্বিতীয় গোল। এ বার তাঁকে অ্যাসিস্ট করেন ইকার্লি গুন্দোগান। (ছবি-ম্যাঞ্চেস্টার সিটি টুইটার)

ম্যাচের অতিরিক্ত সময়ে (৯০+১ মিনিটে) মাহরেজের দ্বিতীয় গোল। এ বার তাঁকে অ্যাসিস্ট করেন ইকার্লি গুন্দোগান। (ছবি-ম্যাঞ্চেস্টার সিটি টুইটার)

5 / 5
Follow Us: