Bangla News » Photo gallery » Manchester United beat West Ham by 3 1 goals in FA Cup 5th round and Man utd reach quarter finals
Manchester United: এফএ কাপের কোয়ার্টার ফাইনালে ম্যান ইউ
TV9 Bangla Digital | Edited By: Sanghamitra Chakraborty
Updated on: Mar 02, 2023 | 12:24 PM
FA Cup: এফএ কাপের পঞ্চম রাউন্ডের ম্যাচে ওল্ড ট্র্যাফোর্ডে ওয়েস্ট হ্যামকে ৩-১ ব্যবধানে হারিয়েছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। যার ফলে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল রেড ডেভিলসরা। এ বার কোয়ার্টারে ম্যান ইউয়ের প্রতিপক্ষ ফুলহ্যাম।
Mar 02, 2023 | 12:24 PM
ওল্ড ট্র্যাফোর্ডে এফএ কাপের (FA Cup) পঞ্চম রাউন্ডের ম্যাচে মুখোমুখি হয়েছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United) ও ওয়েস্ট হ্যাম (West Ham)। (ছবি-টুইটার)
৩-১ ব্যবধানে ওয়েস্ট হ্যামকে হারিয়ে এফএ কাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। (ছবি-টুইটার)
অন্যদিকে লিডসকে ২-০ ব্যবধানে হারিয়ে কোয়ার্টারের টিকিট পেয়েছে ফুলহ্যাম। এ বার কোয়ার্টার ফাইনালে ম্যান ইউয়ের প্রতিপক্ষ ফুলহ্যাম। (ছবি-টুইটার)
লিগ কাপ জেতার পর ফের একখানা শিরোপার কাছাকাছি পৌঁছে গেল এরিক টেন হ্যাগের দল। (ছবি-টুইটার)
গোলশূন্য অবস্থায় ম্যান ইউ বনাম ওয়েস্ট হ্যাম ম্যাচের প্রথমার্ধ শেষ হয়। এরপর ৫৪ মিনিটের মাথায় সাইদ বেনরহমার (Said Benrahma) গোলে এগিয়ে যায় ওয়েস্ট হ্যাম। তবে সেই খুশি বেশিক্ষণ স্থায়ী হয়নি। (ছবি-টুইটার)
ম্যাচের ৭৭ মিনিটের মাথায় ওয়েস্ট হ্যামের নায়েফ অগার্ডের (Nayef Aguerd) আত্মঘাতী গোলে সমতায় ফেরে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।
৯০ মিনিটের মাথায় ম্যান ইউয়ের হয়ে ব্যবধান বাড়ান আলেজান্দ্রো গার্নাচো (Alejandro Garnacho)। (ছবি-আলেজান্দ্রো গার্নাচো)
ম্যাচের অতিরিক্ত সময়ে ৯০+৫ মিনিটের মাথায় ওয়েস্ট হ্যামের জাল কাঁপিয়ে স্কোরলাইন ৩-১ করেন ফ্রেড। (ছবি-ফ্রেড টুইটার)