Nargis Fakri: ‘কাট’ বলেছিলেন পরিচালক, তারপরও এই অভিনেতাকে গভীর চুম্বনে ভরিয়ে দিচ্ছিলেন নার্গিস

Kissing Scenes: ২০১৬ সালের ঘটনা। একটি বায়োপিকে অভিনয় করছিলেন নার্গিস ফাকরি। প্রচণ্ড ঠান্ডায় শুটিং করছিলেন তিনি। সঙ্গে ছিলেন এই অভিনেতা।

| Edited By: | Updated on: May 06, 2022 | 5:35 PM
২০১৬ সালের ঘটনা। একটি বায়োপিকে অভিনয় করছিলেন নার্গিস ফাকরি। প্রচণ্ড ঠান্ডায় শুটিং করছিলেন তিনি। সঙ্গে ছিলেন এই অভিনেতা।

২০১৬ সালের ঘটনা। একটি বায়োপিকে অভিনয় করছিলেন নার্গিস ফাকরি। প্রচণ্ড ঠান্ডায় শুটিং করছিলেন তিনি। সঙ্গে ছিলেন এই অভিনেতা।

1 / 6
সহ-অভিনেতার সঙ্গে চুম্বনের দৃশ্য ছিল নার্গিসের। তিনি বলেছিলেন, তাঁকে নাকি জোর করা হয়েছিল। চুম্বনের কথা নাকি কনট্র্যাক্টে লেখা ছিল না। ৫ বার চুমু খাওয়ান হয়েছিল জবরদস্তি করে। প্রত্যেক চুম্বন-পিছু মোটা পারিশ্রমিক চেয়েছিলেন নার্গিস।

সহ-অভিনেতার সঙ্গে চুম্বনের দৃশ্য ছিল নার্গিসের। তিনি বলেছিলেন, তাঁকে নাকি জোর করা হয়েছিল। চুম্বনের কথা নাকি কনট্র্যাক্টে লেখা ছিল না। ৫ বার চুমু খাওয়ান হয়েছিল জবরদস্তি করে। প্রত্যেক চুম্বন-পিছু মোটা পারিশ্রমিক চেয়েছিলেন নার্গিস।

2 / 6
তার উপর সহ-অভিনেতার ছিল মোটা গোঁফ। ফলে চুম্বন করতেও নাকি অসুবিধার সম্মুখীন হচ্ছিলেন নার্গিস।

তার উপর সহ-অভিনেতার ছিল মোটা গোঁফ। ফলে চুম্বন করতেও নাকি অসুবিধার সম্মুখীন হচ্ছিলেন নার্গিস।

3 / 6
কিন্তু বাস্তবে নাকি ঘটেছিল অন্যরকম ঘটনা। সহ-অভিনেতাকে নাকি চুম্বনের সিনে হাঁপ ধরিয়ে দিয়েছিলেন নার্গিস। অভিনয়কে বাস্তব ভাবতে শুরু করেছিলেন নার্গিস। পরিচালকের 'কাট' বলার পরও সহ-অভিনেতার ঠোঁটে ঠোঁট রেখে তাঁকে গভীর চুম্বনে ভরিয়ে দিয়েছিলেন নার্গিস। জানেন সেই অভিনেতা কে?

কিন্তু বাস্তবে নাকি ঘটেছিল অন্যরকম ঘটনা। সহ-অভিনেতাকে নাকি চুম্বনের সিনে হাঁপ ধরিয়ে দিয়েছিলেন নার্গিস। অভিনয়কে বাস্তব ভাবতে শুরু করেছিলেন নার্গিস। পরিচালকের 'কাট' বলার পরও সহ-অভিনেতার ঠোঁটে ঠোঁট রেখে তাঁকে গভীর চুম্বনে ভরিয়ে দিয়েছিলেন নার্গিস। জানেন সেই অভিনেতা কে?

4 / 6
তিনি বলিউডের 'সিরিয়াল কিসার' ইমরান হাসমি। 'আজ়হার' ছবিতে রোম্যান্টিক কিছু সিন ছিল ইমরান ও নার্গিসের। ছিল কিসিং সিনও। 'বোল দো না জ়ারা' গানের শুটিং ছিল সেটি। চুম্বনের দৃশ্যে প্রচুর রিটেকও হয়েছিল।

তিনি বলিউডের 'সিরিয়াল কিসার' ইমরান হাসমি। 'আজ়হার' ছবিতে রোম্যান্টিক কিছু সিন ছিল ইমরান ও নার্গিসের। ছিল কিসিং সিনও। 'বোল দো না জ়ারা' গানের শুটিং ছিল সেটি। চুম্বনের দৃশ্যে প্রচুর রিটেকও হয়েছিল।

5 / 6
 কিসিং কিংকে হয়তো বাস্তবিকই চুম্বন করে ফেলেছিলেন নার্গিস। যদিও একটি সাক্ষাৎকারে নার্গিস বলেছিলেন, "কনট্র্যাক্ট সাইন করার পর জানতে পেরেছিলাম ইমরান হাসমিকে সিরিয়াল কিসার বলা হয়। গানটির শুটিং করছিলাম। দেখলাম আমার ঠোঁট ওর ঠোঁটে। সেই মুহূর্তে কীভাবে কথা বলব বুঝতে পারছিলাম না। প্রচুর রি-টেক হয়েছিল। আমার মনে হয়েছিল সকলে আমার সঙ্গে মজা করছে। তারপর আমি বলি, বাড়তি পারিশ্রমিক দিতে হবে আমায়।"

কিসিং কিংকে হয়তো বাস্তবিকই চুম্বন করে ফেলেছিলেন নার্গিস। যদিও একটি সাক্ষাৎকারে নার্গিস বলেছিলেন, "কনট্র্যাক্ট সাইন করার পর জানতে পেরেছিলাম ইমরান হাসমিকে সিরিয়াল কিসার বলা হয়। গানটির শুটিং করছিলাম। দেখলাম আমার ঠোঁট ওর ঠোঁটে। সেই মুহূর্তে কীভাবে কথা বলব বুঝতে পারছিলাম না। প্রচুর রি-টেক হয়েছিল। আমার মনে হয়েছিল সকলে আমার সঙ্গে মজা করছে। তারপর আমি বলি, বাড়তি পারিশ্রমিক দিতে হবে আমায়।"

6 / 6
Follow Us: