Durga Puja 2021: এবছরের দুর্গা পূজায় আপনি কী ধরনের প্ল্যান করতে পারেন, দেখে নিন…

চলতি বছরের ১১ অক্টোবর দুর্গাপূজা শুরু হবে এবং ১৫ অক্টোবর পর্যন্ত চলবে। মহালয়ার মধ্য দিয়ে এই উৎসব শুরু হবে। দেখে নিন আপনি কেমনভাবে এই দুর্গাপুজো উপভোগ করতে পারেন...

| Edited By: | Updated on: Sep 26, 2021 | 1:44 PM
দুর্গা মূর্তি তৈরি দেখুন: যদি আপনি শিল্প পছন্দ করেন বা ফটোগ্রাফার হন, তাহলে আপনার উত্তর কলকাতার কুমোরটুলি ঘুরে দেখা উচিত। এই জায়গাটা বিখ্যাত দুর্গা প্রতিমা তৈরির জন্যই বিখ্যাত।দুর্গা মূর্তি তৈরি দেখুন: যদি আপনি শিল্প পছন্দ করেন বা ফটোগ্রাফার হন, তাহলে আপনার উত্তর কলকাতার কুমোরটুলি ঘুরে দেখা উচিত। এই জায়গাটা বিখ্যাত দুর্গা প্রতিমা তৈরির জন্যই বিখ্যাত।

দুর্গা মূর্তি তৈরি দেখুন: যদি আপনি শিল্প পছন্দ করেন বা ফটোগ্রাফার হন, তাহলে আপনার উত্তর কলকাতার কুমোরটুলি ঘুরে দেখা উচিত। এই জায়গাটা বিখ্যাত দুর্গা প্রতিমা তৈরির জন্যই বিখ্যাত।দুর্গা মূর্তি তৈরি দেখুন: যদি আপনি শিল্প পছন্দ করেন বা ফটোগ্রাফার হন, তাহলে আপনার উত্তর কলকাতার কুমোরটুলি ঘুরে দেখা উচিত। এই জায়গাটা বিখ্যাত দুর্গা প্রতিমা তৈরির জন্যই বিখ্যাত।

1 / 8
কুমারী পূজায় অংশগ্রহণ করুন: এটি দুর্গাপূজার সময়ে ঘটা আরেকটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। উৎসবে মা দুর্গার বিভিন্ন রূপের পূজা করা হয়। কুমারী পূজার দিন একটি অবিবাহিত কুমারী মেয়ের রূপকে পুজো করা হয়।

কুমারী পূজায় অংশগ্রহণ করুন: এটি দুর্গাপূজার সময়ে ঘটা আরেকটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। উৎসবে মা দুর্গার বিভিন্ন রূপের পূজা করা হয়। কুমারী পূজার দিন একটি অবিবাহিত কুমারী মেয়ের রূপকে পুজো করা হয়।

2 / 8
কলা বৌ স্নান: কলা বউকে গণেশের স্ত্রী হিসেবে মান্য করা হয়। এই প্রথায় একটি কলা গাছকে দুর্গাপূজার সপ্তম দিনে কলকাতার গঙ্গা নদীর তীরে আনুষ্ঠানিকভাবে স্নান করানো হয়।

কলা বৌ স্নান: কলা বউকে গণেশের স্ত্রী হিসেবে মান্য করা হয়। এই প্রথায় একটি কলা গাছকে দুর্গাপূজার সপ্তম দিনে কলকাতার গঙ্গা নদীর তীরে আনুষ্ঠানিকভাবে স্নান করানো হয়।

3 / 8
প্যান্ডেল হপিং: মানুষ একসঙ্গে এক প্যান্ডেল থেকে অন্য প্যান্ডেলে মা দুর্গার আকর্ষণীয় মূর্তিগুলি দেখার জন্য যায়। কলকাতার বেশ কয়েকটি থিম প্যান্ডেলের সমগ্র ভারত জুড়ে বিশেষ সুখ্যাতি আছে।

প্যান্ডেল হপিং: মানুষ একসঙ্গে এক প্যান্ডেল থেকে অন্য প্যান্ডেলে মা দুর্গার আকর্ষণীয় মূর্তিগুলি দেখার জন্য যায়। কলকাতার বেশ কয়েকটি থিম প্যান্ডেলের সমগ্র ভারত জুড়ে বিশেষ সুখ্যাতি আছে।

4 / 8
বনেদি বাড়ির পুজোর অভিজ্ঞতা: কলকাতার বনেদি বাড়ির দুর্গা পূজা হল কলকাতার অন্যতম অহঙ্কার। প্যান্ডেল পরিদর্শন করার পরিবর্তে আপনি পুরনো বাড়ির পুজো দেখতে পারেন। এগুলি আগেকার দিনের বাঙ্গালিয়ানার অবশিষ্ট নিদর্শন বহন করে।

বনেদি বাড়ির পুজোর অভিজ্ঞতা: কলকাতার বনেদি বাড়ির দুর্গা পূজা হল কলকাতার অন্যতম অহঙ্কার। প্যান্ডেল পরিদর্শন করার পরিবর্তে আপনি পুরনো বাড়ির পুজো দেখতে পারেন। এগুলি আগেকার দিনের বাঙ্গালিয়ানার অবশিষ্ট নিদর্শন বহন করে।

5 / 8
প্রচুর খাওয়া দাওয়া: দুর্গাপুজোর সময় কলকাতার মানুষ দুটি জিনিসের অপেক্ষায় থাকেন। প্যান্ডেল হপিং এবং খাওয়া দাওয়া। কেউ কেউ দিনের বেলা ঘোরাফেরা করতে পছন্দ করেন, কিন্তু বেশিরভাগ মানুষই সারা রাত প্যান্ডেল পরিদর্শন এবং খাওয়া দাওয়া করতে পছন্দ করেন।

প্রচুর খাওয়া দাওয়া: দুর্গাপুজোর সময় কলকাতার মানুষ দুটি জিনিসের অপেক্ষায় থাকেন। প্যান্ডেল হপিং এবং খাওয়া দাওয়া। কেউ কেউ দিনের বেলা ঘোরাফেরা করতে পছন্দ করেন, কিন্তু বেশিরভাগ মানুষই সারা রাত প্যান্ডেল পরিদর্শন এবং খাওয়া দাওয়া করতে পছন্দ করেন।

6 / 8
বিসর্জন: উৎসবের শেষ দিন অর্থাৎ দশমীর দিন মা দুর্গার মূর্তি জলে ডুবিয়ে দেওয়া হয়। এই দিন ভক্তরা দেবীকে বিদায় জানায়। ইডেন গার্ডেনের কাছে বাবু ঘাট সবচেয়ে জনপ্রিয় বিসর্জন পয়েন্টগুলির মধ্যে একটি।

বিসর্জন: উৎসবের শেষ দিন অর্থাৎ দশমীর দিন মা দুর্গার মূর্তি জলে ডুবিয়ে দেওয়া হয়। এই দিন ভক্তরা দেবীকে বিদায় জানায়। ইডেন গার্ডেনের কাছে বাবু ঘাট সবচেয়ে জনপ্রিয় বিসর্জন পয়েন্টগুলির মধ্যে একটি।

7 / 8
ধুনুচি নাচ: দশমীর দিন বিবাহিত মহিলারা প্যান্ডেলে জড়ো হন। তাঁরা প্রথা মতো লাল এবং সাদা শাড়ি পরেন। তারপর দুর্গাকে বিদায় জানানোর পর শুরু হয় ধুনুচি নাচ।

ধুনুচি নাচ: দশমীর দিন বিবাহিত মহিলারা প্যান্ডেলে জড়ো হন। তাঁরা প্রথা মতো লাল এবং সাদা শাড়ি পরেন। তারপর দুর্গাকে বিদায় জানানোর পর শুরু হয় ধুনুচি নাচ।

8 / 8
Follow Us: