শুনতে অবাক লাগলেও এটাই সত্যি, মায়ের সঙ্গেই প্রথম ছবি করেছিলেন জাহ্নবী কাপুর। তবে না, কোনও চরিত্র হয়ে নয়। কারণ তখন শ্রীদেবীর গর্ভে ছিলেন জাহ্নবী কাপুর।
1 / 5
সম্প্রতি এই নিয়ে মুখ খোলেন অভিনেত্রী উরমিলা মাতুনকর। তিনি বরাবরই শ্রীদেবীর ভীষণ কাছাকাছি ছিলেন। তাঁদের মধ্যে সম্পর্কও ছিল বেশ মধুর।
2 / 5
বনি কাপুরের সঙ্গে সম্পর্ক হতে দেখেছেন উর্মিলা। শ্রীদেবীর সঙ্গে পরতে-পরতে জড়িয়ে থাকা এই উর্মিলাই দেখেছিলেন জাহ্নবীর প্রথম বলিউড ডেবিউ। না, ছবির কোনও চরিত্র হয়ে নয়। তিনি উপস্থিত ছিলেন তাঁর মায়ের সঙ্গেই।
3 / 5
প্রসঙ্গ ছবি জুদাই। জুদাই ছবিতে শ্রীদেবী, উর্মিলা ও অনিল কাপুর একসঙ্গে কাজ করেছিলেন। ছবি রাতারাতি হয়েছিল জনপ্রিয়। আজও এই ছবির কদর অব্যহত দর্শক মনে। সেই সময় শ্রীদেবী ছিলেন অন্তঃসত্ত্বা।
4 / 5
জাহ্নবীকে গর্ভে নিয়েই দাপটের সঙ্গে অভিনয় করে গিয়েছেন শ্রীদেবী। তিনি মানুষটি ছিলেনই এমন, কঠোর পরিশ্রমী। ক্যামেরার সামনে থাকতেই তিনি বেশি পছন্দ করতেন। পছন্দ করতেন স্টারডার্ম।