মিছিলে অংশ নিয়ে মদন মিত্র জানান, গতকাল মুখ্যমন্ত্রীর পেশ করা অর্ন্তবর্তী বাজেটের ছবি সাধারণ মানুষের সামনে তুলে ধরতেই এই মিছিলের আয়োজন তিনি করেছেন।
ভোট যত এগিয়ে আসছে, রাজনৈতিক দলগুলির সঙ্গে সেলেব ঘনিষ্ঠতা যেন অন্য মাত্রা নিচ্ছে। ইদানীং সিনে জগতের একাধিক বিশিষ্ট ব্যক্তিদের ঘাসফুলের পতাকা তুলে নিতে দেখা গিয়েছে। একই ধরনের ঘটনা বিজেপিতেও দেখা গিয়েছে।
Follow Us:
ভোট যত এগিয়ে আসছে, রাজনৈতিক দলগুলির সঙ্গে সেলেব ঘনিষ্ঠতা যেন অন্য মাত্রা নিচ্ছে। ইদানীং সিনে জগতের একাধিক বিশিষ্ট ব্যক্তিদের ঘাসফুলের পতাকা তুলে নিতে দেখা গিয়েছে। একই ধরনের ঘটনা বিজেপিতেও দেখা গিয়েছে।
তবে শাসকদলে নাম না লেখালেও কেউ কেউ প্রচারে নেমে পড়েছেন। যেমন শনিবার কামারহাটিতে রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্রর সঙ্গে হুডখোলা জিপে রোড শো করতে দেখা গেল অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়কে।
রোড শো-তে শামিল হয়ে অভিনেত্রী জানান, ‘মদন দার’ ডাকেই তিনি এই মিছিলে অংশ নিয়েছেন।
বঙ্গ রাজনীতির অন্যতম চর্চিত চরিত্র মদন মিত্র এবং বর্তমানে টেলিভিশনের জনপ্রিয় মুখ রচনা বন্দ্যোপাধ্যায়কে দেখতে মানুষের ঢল নেমেছিল কামারহাটিতে।
বঙ্গ রাজনীতির অন্যতম চর্চিত চরিত্র মদন মিত্র এবং বর্তমানে টেলিভিশনের জনপ্রিয় মুখ রচনা বন্দ্যোপাধ্যায়কে দেখতে মানুষের ঢল নেমেছিল কামারহাটিতে।
প্রাক্তন বিধায়কের জনপ্রিয়তায় যে বিন্দুমাত্র ভাটা পড়েনি, ভিড়ের ছবি দেখে এমনটাই বলছেন নেটাগরিকরা।
তৃণমূলের এই মিছিল এদিন কামারহাটি রথতলা মোড় থেকে শুরু হয়ে ডানলপ মোড় অতিক্রম করে পুনরায় বেলঘরিয়ায় গিয়ে শেষ হয়।