Bangla News » Photo gallery » Ravichandran Ashwin surpasses kapil Dev in international wicket during 3rd Test in Indore
Ravichandran Ashwin: অজিদের ভেলকি দেখিয়ে কপিল দেবের রেকর্ড ভাঙলেন অশ্বিন
TV9 Bangla Digital | Edited By: Tithimala Maji
Updated on: Mar 02, 2023 | 2:54 PM
দল ভালো পারফর্ম করুক বা খারাপ, রবিচন্দ্রন অশ্বিনের ধারাবাহিকতায় কোনও ফাঁক নেই। চলতি বর্ডার-গাভাসকর ট্রফিতে অলরাউন্ড পারফরম্যান্সে ভারতের জয়ে অবদান রেখেছেন। ইন্দোর টেস্টের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে দু'শো রানের আগেই বেঁধে রাখতে বড় ভূমিকা নিলেন। এতে অনেকটা চাপমুক্ত হয়েছেন অধিনায়ক রোহিত শর্মা।
Mar 02, 2023 | 2:54 PM
ইন্দোর টেস্টে প্রথম ইনিংসে ভারত ১০৯ রানে গুটিয়ে যায়। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে শুরুটা ভালোই করেছিলেন উসমান খোয়াজা এবং মার্নাস লাবুশেনরা। কিন্তু ইনিংসের শেষের দিকে অজি ব্যাটারদের ভেলকি খাওয়ালেন রবিচন্দ্রন অশ্বিন। (ছবি:টুইটার)
1 / 9
কম সময়ের মধ্যে তিনটি উইকেট নিয়ে ক্যাঙারুদের ১৯৭ রানে বেঁধে দিতে সক্ষম হন অশ্বিন। একইসঙ্গে ভারতের বিশ্বকাপজয়ী প্রাক্তন অধিনায়ক কপিল দেবের রেকর্ড ভেঙে দিলেন। (ছবি:টুইটার)
2 / 9
সব ফরম্যাট নিয়ে কপিল দেবের নামের পাশে রয়েছে ৬৮৭টি উইকেট। সর্বোচ্চ উইকেট সংগ্রহকারীর তালিকায় কিংবদন্তি অলরাউন্ডারের রেকর্ড চুরমার করে দিয়েছেন অফস্পিনার। (ছবি:টুইটার)
3 / 9
বৃহস্পতিবার ইন্দোর টেস্টের দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়াকে প্রথম ইনিংসে ১৯৭ রানে গুটিয়ে দেয় ভারত। এদিন তিনটে উইকেট ঝুলিতে পোরেন অশ্বিন। তাঁর শিকারের তালিকায় পিটার হ্যান্ডসকম্ব,অ্যালেক্স ক্যারি এবং নাথান লিয়ঁ।(ছবি:টুইটার)
4 / 9
তিনটি উইকেট নিতেই মোট উইকেটের সংখ্যায় কপিলকে ছাপিয়ে গেলেন অশ্বিন। দ্বিতীয় দিনের খেলা শুরুর আগে পর্যন্ত অশ্বিনের ঝুলিতে ছিল ৬৮৬টি উইকেট। (ছবি:টুইটার)
5 / 9
বর্তমানে তাঁর উইকেট সংখ্যা ৬৮৯টি। সেখানে কপিল দেবের উইকেট সংখ্যা ৬৮৭টি উইকেট। (ছবি:টুইটার)
6 / 9
সর্বোচ্চ উইকেট সংগ্রহকারীর তালিকায় তিন নম্বরে রয়েছেন অশ্বিন। (ছবি:টুইটার)
7 / 9
৯৫৩টি উইকেট নিয়ে প্রথম স্থানে রয়েছেন দেশেরই আরও এক কিংবদন্তি স্পিনার অনিল কুম্বলে। ৭০৭টি উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে হরভজন সিং। দুই পূর্বসূরীর পরে জায়গা করে নিতে পেরে নিশ্চয় খুশি অশ্বিন। (ছবি:টুইটার)
8 / 9
অশ্বিনের এই কৃতিত্বের পর সর্বোচ্চ উইকেট প্রাপকের তালিকায় প্রথম তিনটি স্থানই রইল ভারতীয় স্পিনারদের দখলে।(ছবি:টুইটার)