Year Ender 2022: বাংলার অচিন্ত্যর সোনা, ক্রিকেটে রুপো; কমনওয়েলথ গেমসে ভারতের সাফল্য

২০২২ বার্মিংহাম কমনওয়েলথ গেমসে ভারতের ঝুলিতে এসেছে মোট ৬১টি মেডেল। পদকের হিসেবে কমনওয়েলথে ভারতের পঞ্চম সেরা পারফরম্যান্স। ভারোত্তোলন, লন বল, হকি থেকে কুস্তি, বক্সিং সব ক্ষেত্রেই সাফল্য এসেছে। বার্মিংহাম কমনওয়েলথ গেমসে অন্তর্ভুক্তি হয়েছে মেয়েদের ক্রিকেট। প্রথমবার কমনওয়েলথে পা রেখেই পদক জিতেছে ভারত। বার্মিংহামে ভারতের সাফল্যের দিকে আরও একবার নজর দেওয়া যাক।

| Edited By: | Updated on: Dec 27, 2022 | 10:12 AM
ব্যাডমিন্টন: পিভি সিন্ধু, লক্ষ্য সেন প্রথম বার কমনওয়েলথ গেমসে সিঙ্গলসে সোনা জিতেছেন। ডাবলস জুটি সাত্বিকসাইরাজ রেনকিরেড্ডি এবং চিরাগ শেট্টির হত ধরেও ভারতের ঘরে এসেছে সোনার পদক। (ছবি:টুইটার)

ব্যাডমিন্টন: পিভি সিন্ধু, লক্ষ্য সেন প্রথম বার কমনওয়েলথ গেমসে সিঙ্গলসে সোনা জিতেছেন। ডাবলস জুটি সাত্বিকসাইরাজ রেনকিরেড্ডি এবং চিরাগ শেট্টির হত ধরেও ভারতের ঘরে এসেছে সোনার পদক। (ছবি:টুইটার)

1 / 8
লন বল: বার্মিংহাম কমনওয়েলথ গেমসের বড় চমক ভারতের মহিলা ও পুরুষ লন বল টিম। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে প্রথম বার সোনা জিতে ইতিহাস গড়েছে ভারতের মহিলা লন বল ফোর টিম। পুরুষ দলের ঝুলিতেও এসেছে রুপোর পদক। (ছবি:টুইটার)

লন বল: বার্মিংহাম কমনওয়েলথ গেমসের বড় চমক ভারতের মহিলা ও পুরুষ লন বল টিম। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে প্রথম বার সোনা জিতে ইতিহাস গড়েছে ভারতের মহিলা লন বল ফোর টিম। পুরুষ দলের ঝুলিতেও এসেছে রুপোর পদক। (ছবি:টুইটার)

2 / 8
হকি: ফাইনালে অস্ট্রেলিয়া কাছে হেরে যায় ভারতের পুরুষ হকি দল। রুপোর পদক নিয়ে ফিরতে হয়। তবে চমকে দিয়েছে মহিলা হকি টিম। ১৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে কমনওয়েলথ গেমসে পদক জিতেছে মহিলা হকি টিম। ২০০২ সালে সোনা, ২০০৬ সালে রুপোর পর ২০২২ সালে ব্রোঞ্জ পদক জয় প্রমিলা বাহিনীর।(ছবি:টুইটার)

হকি: ফাইনালে অস্ট্রেলিয়া কাছে হেরে যায় ভারতের পুরুষ হকি দল। রুপোর পদক নিয়ে ফিরতে হয়। তবে চমকে দিয়েছে মহিলা হকি টিম। ১৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে কমনওয়েলথ গেমসে পদক জিতেছে মহিলা হকি টিম। ২০০২ সালে সোনা, ২০০৬ সালে রুপোর পর ২০২২ সালে ব্রোঞ্জ পদক জয় প্রমিলা বাহিনীর।(ছবি:টুইটার)

3 / 8
বক্সিং: নিখত জারিন, নীতু ঘংঘাস, অমিত পাঙ্ঘালরা নিজেদের বিভাগে সোনা জেতেন।(ছবি:টুইটার)

বক্সিং: নিখত জারিন, নীতু ঘংঘাস, অমিত পাঙ্ঘালরা নিজেদের বিভাগে সোনা জেতেন।(ছবি:টুইটার)

4 / 8
ক্রিকেট: কমনওয়েলথ গেমসে মহিলাদের ক্রিকেটের অন্তর্ভুক্তি এই প্রথম। প্রথম বারের চেষ্টা সোনা জিততে না পারলেও রুপোর পদক নিয়ে ঘরে ফিরেছে। ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে সোনা হাতছাড়া হয় হরমনপ্রীত কউরদের।(ছবি:টুইটার)

ক্রিকেট: কমনওয়েলথ গেমসে মহিলাদের ক্রিকেটের অন্তর্ভুক্তি এই প্রথম। প্রথম বারের চেষ্টা সোনা জিততে না পারলেও রুপোর পদক নিয়ে ঘরে ফিরেছে। ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে সোনা হাতছাড়া হয় হরমনপ্রীত কউরদের।(ছবি:টুইটার)

5 / 8
ভারোত্তোলন: মীরাবাঈ চানুর সোনা জয় দিয়ে শুরু হয়েছিল বার্মিংহাম কমনওয়েলথ গেমসে ভারোত্তোলনে পদক জয়ের ধারা। এরপর ভারোত্তোলনে পুরুষ ও মহিলা বিভাগে বহু পদক এসেছে ভারতের ঝুলিতে। সোনার পদক জিতে আপামর বাঙালিকে গর্বিত করেছেন এ রাজ্যের ভালোত্তোলক অচিন্ত্য শিউলি। সোনা জেতেন জেরেমি লালরিননুঙ্গা।

ভারোত্তোলন: মীরাবাঈ চানুর সোনা জয় দিয়ে শুরু হয়েছিল বার্মিংহাম কমনওয়েলথ গেমসে ভারোত্তোলনে পদক জয়ের ধারা। এরপর ভারোত্তোলনে পুরুষ ও মহিলা বিভাগে বহু পদক এসেছে ভারতের ঝুলিতে। সোনার পদক জিতে আপামর বাঙালিকে গর্বিত করেছেন এ রাজ্যের ভালোত্তোলক অচিন্ত্য শিউলি। সোনা জেতেন জেরেমি লালরিননুঙ্গা।

6 / 8
টেবল টেনিস: বার্মিংহাম কমনওয়েলথ গেমসের বিস্ময় অচিন্ত্য শরথ কমল। চল্লিশ বছরের শরথ সিঙ্গলসে কেরিয়ারের দ্বিতীয় সোনা জিতে নেন বার্মিংহামে। ডাবলস, মিক্সড ডাবলস, দলগত বিভাগেও সাফল্য পেয়েছে ভারতের টেবল টেনিস প্রতিযোগীরা। (ছবি:টুইটার)

টেবল টেনিস: বার্মিংহাম কমনওয়েলথ গেমসের বিস্ময় অচিন্ত্য শরথ কমল। চল্লিশ বছরের শরথ সিঙ্গলসে কেরিয়ারের দ্বিতীয় সোনা জিতে নেন বার্মিংহামে। ডাবলস, মিক্সড ডাবলস, দলগত বিভাগেও সাফল্য পেয়েছে ভারতের টেবল টেনিস প্রতিযোগীরা। (ছবি:টুইটার)

7 / 8
কুস্তিতে সোনা জেতেন বজরং পুনিয়া,  সাক্ষী মালিক, ভিনেশ ফোগট দীপক পুনিয়া। কমনওয়েলথে বজরংয়ের দ্বিতীয় সোনা জয়। ট্রিপল জাম্পে ইতিহাস গড়ে সোনা ও রুপো দুটোই এসেছে ভারতের ঘরে। এলঢোস পল, আবদুল্লা আবুবাকের, অবিনাশ সাওলেরা চমকে দিয়েছেন।  (ছবি:টুইটার)

কুস্তিতে সোনা জেতেন বজরং পুনিয়া, সাক্ষী মালিক, ভিনেশ ফোগট দীপক পুনিয়া। কমনওয়েলথে বজরংয়ের দ্বিতীয় সোনা জয়। ট্রিপল জাম্পে ইতিহাস গড়ে সোনা ও রুপো দুটোই এসেছে ভারতের ঘরে। এলঢোস পল, আবদুল্লা আবুবাকের, অবিনাশ সাওলেরা চমকে দিয়েছেন। (ছবি:টুইটার)

8 / 8
Follow Us: