রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত ১৯০৩ সালের উপন্যাস 'চোখের বালি'র উপর ভিত্তি করে তৈরি ঋতুপর্ণ ঘোষের 'চোখের বালি'। উপন্যাস রচনার ১০০ বছর পর ছবিটি তৈরি করেছিলেন ঋতুপর্ণ।
ছবিতে বিনোদিনীর চরিত্র অভিনয় করেছিলেন ঐশ্বর্য রাই বচ্চন। আশালতা ছিলেন রাইমা সেন।
প্রসেনজিৎ হয়েছিলেন মহেন্দ্র। এবং টোটা রায় চৌধুরীকে দেখা গিয়েছিল বিহারীর চরিত্রে। প্রত্যেকের কেরিয়ারে এই ছবিটি মাইলফলক।
সেরা বাংলা ছবি, সেরা পোশাক ডিজ়াইন, সেরা আর্ট ডিরেকশনের জন্য জাতীয় পুরস্কার পেয়েছিল 'চোখের বালি'। গোল্ডেন লেপার্ড পায় লোকার্নো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।
ঋতুপর্ণ ঘোষের ছবিতে আবহসঙ্গীতের বিশেষ স্থান থাকত সবসময়। 'চোখের বালি'তে সেই দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন দেবজ্যোতি মিশ্র।
ছবিতে ঐশ্বর্যর ডাবিং করেছিলেন শ্রীলা মজুমদার। আশালতার ডাবিং করেছিলেন সুদীপ্তা চক্রবর্তী।