Chandannagar: অক্সিজেন সিলিন্ডার ছাড়াই শৃঙ্গ জয় বাংলার মেয়ের!

Chandannagar: ২০১৪ সালে চাকুরী পান পিয়ালী। বর্তমানে তিনি চন্দননগর কানাইলাল স্কুলের শিক্ষিকা। তাঁর এই সাফল্যে সহকর্মী থেকে শুভাকাঙ্ক্ষীরা প্রত্যেকেই খুশি।

| Edited By: | Updated on: Oct 02, 2021 | 5:04 PM
প্রথম ভারতীয় মহিলা হিসেবে অক্সিজেন সিলিন্ডার ছাড়াই শৃঙ্গ জয় করল চন্দননগরের পিয়ালী বসাক। এর আগে ২০১৮ সালে মানাসুলু জয় করেন তিনি। তার আগে এভারেস্টের খুব কাছে গিয়েও ফিরে আসতে হয় তাঁকে। সেই থেকেই তার জেদ চেপে যায়।

প্রথম ভারতীয় মহিলা হিসেবে অক্সিজেন সিলিন্ডার ছাড়াই শৃঙ্গ জয় করল চন্দননগরের পিয়ালী বসাক। এর আগে ২০১৮ সালে মানাসুলু জয় করেন তিনি। তার আগে এভারেস্টের খুব কাছে গিয়েও ফিরে আসতে হয় তাঁকে। সেই থেকেই তার জেদ চেপে যায়।

1 / 4
গত ৫ সেপ্টেম্বর চন্দননগর মিথিলা এক্সপ্রেস করে রকসৌল পৌঁছান পিয়ালী। সেখান থেকে নেপাল যায়। শুক্রবার সকালে এক এজেন্সির সহায়তায় অক্সিজেন ছাড়াই ধৌলাগিরি পর্বত (৮,১৬৭) মিটার উচ্চতার শৃঙ্গ জয় করে তিনি।

গত ৫ সেপ্টেম্বর চন্দননগর মিথিলা এক্সপ্রেস করে রকসৌল পৌঁছান পিয়ালী। সেখান থেকে নেপাল যায়। শুক্রবার সকালে এক এজেন্সির সহায়তায় অক্সিজেন ছাড়াই ধৌলাগিরি পর্বত (৮,১৬৭) মিটার উচ্চতার শৃঙ্গ জয় করে তিনি।

2 / 4
পিয়ালী ছাড়াও আরও দুই ভারতীয় ও চার শেরপা এই অভিযানে ছিল। সকলে অক্সিজেন নিয়ে এই অভিযান করলেও একমাত্র চন্দননগরের পিয়ালী অক্সিজেন ছাড়া এই শৃঙ্গ জয় করে। এই অভিযানে তিনি যে অক্সিজেন ছাড়া উঠবে সেটা সে তাঁর পরিবার জানতো না। পিয়ালীর অভিযানের সাফল্যে উচ্ছোসিত তার পরিবার।

পিয়ালী ছাড়াও আরও দুই ভারতীয় ও চার শেরপা এই অভিযানে ছিল। সকলে অক্সিজেন নিয়ে এই অভিযান করলেও একমাত্র চন্দননগরের পিয়ালী অক্সিজেন ছাড়া এই শৃঙ্গ জয় করে। এই অভিযানে তিনি যে অক্সিজেন ছাড়া উঠবে সেটা সে তাঁর পরিবার জানতো না। পিয়ালীর অভিযানের সাফল্যে উচ্ছোসিত তার পরিবার।

3 / 4
তাঁর বোন তমালী বসাক নিজেও আর্টিফিশিয়াল রক ক্লাইম্বিং এর কোচ।তবে তিনি কোনওদিন অভিযানে যায়নি।তবে দিদির এই সাফল্যে উচ্ছ্বসিত সে।।

তাঁর বোন তমালী বসাক নিজেও আর্টিফিশিয়াল রক ক্লাইম্বিং এর কোচ।তবে তিনি কোনওদিন অভিযানে যায়নি।তবে দিদির এই সাফল্যে উচ্ছ্বসিত সে।।

4 / 4
Follow Us: