পটনা: বিয়ে করলেন বিহারের বিরোধী দলনেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের পুত্র তেজস্বী যাদব। দলের নেতার বিয়ে ঘিরে উল্লাসের হাওয়া রাষ্ট্রীয় জনতা দলের কর্মী সমর্থকদের মধ্যে। বিগত বিধানসভা নির্বাচনের শাসন ক্ষমতা দখল করতে না পারলেও তেজস্বীর নেতৃত্বে এককভাবে সবথেকে বেশি আসনে জিতেছিল আরজেডি। ছবি: সোশ্যাল মিডিয়া
বলি তারকা ভিকি কুশল ও ক্যাটরিনা কাইফের বিয়ে ঘিরে উন্মাদনার মধ্যেই বিহারের এই যুবনেতা বৈঠক ঘিরে রাজনৈতিক পরিসরে উন্মাদন ছিল চোখে পড়ার মত। দিল্লিতে হয়েছে এই বিয়ের অনুষ্ঠান। জানা গিয়েছে, হরিয়ানা নিবাসী দীর্ঘদিনের বান্ধবী ব়্যাচেলের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন ৩১ বছর বয়সী তেজস্বী। ছবি: সোশ্যাল মিডিয়া
জানা গিয়েছে, আজ বৃহস্পতিবার একসঙ্গেই বাগদান ও বিয়ে পর্ব সেরে ফেলা হয়েছে। দিল্লির সৈনিক ফার্ম এলাকায় হয়েছে বিবাহের এই অনুষ্ঠান। লালুপ্রসাদ যাদবের বিরাট পরিবার। পরিবারের সকল সদস্যরাই বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে দিল্লি পৌঁছেছেন। ছবি: সোশ্যাল মিডিয়া
লালুর সাত সন্তানের মধ্যে তেজস্বী যাদবই সব থেকে ছোট। বর্তমানে বিহার বিধানসভার বিরোধী দলনেতা মত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন তিনি। এরআগে যখন নীতীশ কুমারের জেডিইউর সঙ্গে আরজেডির জোট সরকার ছিল, সেই সরকারে উপমুখ্যমন্ত্রীর মত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তেজস্বী। ছবি: সোশ্যাল মিডিয়া
পশু খাদ্য কেলেঙ্কারি মামলা লালুপ্রসাদ যাদবের জেল যাত্রার পরই দলের ব্যাটন নিজের হাতে তুলে নিয়েছিলেন তেজস্বী। বিধানসভা নির্বাচনে দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে দেখা গিয়েছিল তাঁকে। ছবি: সোশ্যাল মিডিয়া
এদিনের বিয়ের অনুষ্ঠানে স্ত্রী ডিম্পল যাদবকে নিয়ে উপস্থিত ছিলেন সমাজবাদী পার্টি প্রধান তথা উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। তাঁর সঙ্গে হালকা মেজাজে আড্ডা দিতে দেখা গিয়েছে বরকর্তা লালুকেও। ছবি: সোশ্যাল মিডিয়া