Roger Federer: উইম্বলডনে ফিরছেন কিংবদন্তি রজার ফেডেরার!

Wimbledon: কয়েক মাস আগের কথা। সালের হিসেব ধরলে, একটা বছর। পেশাদার টেনিসকে বিদায় জানিয়েছেন কিংবদন্তি রজার ফেডেরার। একটা অধ্য়ায়ের সমাপ্তি ঘটেছিল। উইম্বলডনে ফিরছেন রজার ফেডেরার। তবে নতুন ভূমিকায়। এখনও নিশ্চিত নয়।

| Edited By: | Updated on: Feb 04, 2023 | 9:30 AM
কয়েক মাস আগের কথা। সালের হিসেব ধরলে, একটা বছর। পেশাদার টেনিসকে বিদায় জানিয়েছেন কিংবদন্তি রজার ফেডেরার। (ছবি: টুইটার)

কয়েক মাস আগের কথা। সালের হিসেব ধরলে, একটা বছর। পেশাদার টেনিসকে বিদায় জানিয়েছেন কিংবদন্তি রজার ফেডেরার। (ছবি: টুইটার)

1 / 8
লেভার কাপে শেষ বার কোর্ট মাতিয়েছিলেন ফেডেরার। টিম হিসেবে খেলেছিলেন বিগ থ্রি-রজার ফেডেরার, রাফায়েল নাদাল, নোভাক জকোভিচ। (ছবি: টুইটার)

লেভার কাপে শেষ বার কোর্ট মাতিয়েছিলেন ফেডেরার। টিম হিসেবে খেলেছিলেন বিগ থ্রি-রজার ফেডেরার, রাফায়েল নাদাল, নোভাক জকোভিচ। (ছবি: টুইটার)

2 / 8
রজারের অবসর বার্তা কাঁদিয়েছিল টেনিস বিশ্বকে। লেভার কাপে চাঁদের হাট। প্রতিদ্বন্দ্বিতা ভুলে কোর্টে জুটি বেঁধেছিলেন রজার ফেডেরার-রাফায়েল নাদাল। (ছবি: টুইটার)

রজারের অবসর বার্তা কাঁদিয়েছিল টেনিস বিশ্বকে। লেভার কাপে চাঁদের হাট। প্রতিদ্বন্দ্বিতা ভুলে কোর্টে জুটি বেঁধেছিলেন রজার ফেডেরার-রাফায়েল নাদাল। (ছবি: টুইটার)

3 / 8
রাফায়েল নাদাল, নোভাক জকোভিচ থেকে শুরু করে অন্য়ান্য় টেনিস তারকারাও এক বাক্যে স্বীকার করে নিয়েছিলেন, বাইশের অন্যতম সেরা কিন্তু হতাশার মুহূর্ত রজার ফেডেরারের অবসর।  (ছবি: টুইটার)

রাফায়েল নাদাল, নোভাক জকোভিচ থেকে শুরু করে অন্য়ান্য় টেনিস তারকারাও এক বাক্যে স্বীকার করে নিয়েছিলেন, বাইশের অন্যতম সেরা কিন্তু হতাশার মুহূর্ত রজার ফেডেরারের অবসর। (ছবি: টুইটার)

4 / 8
আবারও কি পেশাদার টেনিসে দেখা যাবে কিংবদন্তি রজার ফেডেরারকে? উইম্বলডনে ফিরছেন রজার ফেডেরার। তবে নতুন ভূমিকায়। এখনও নিশ্চিত নয়। (ছবি: টুইটার)

আবারও কি পেশাদার টেনিসে দেখা যাবে কিংবদন্তি রজার ফেডেরারকে? উইম্বলডনে ফিরছেন রজার ফেডেরার। তবে নতুন ভূমিকায়। এখনও নিশ্চিত নয়। (ছবি: টুইটার)

5 / 8
 রজার ফেডেরারের কেরিয়ারের মোট ২০টি গ্র্যান্ড স্লামের মধ্যে ৮টি জিতেছেন উইম্বলডনে। ও-টু এরিনায় ফেডেরার ফিরলে নিঃসন্দেহে তা বড় বিষয় হবে। (ছবি: টুইটার)

রজার ফেডেরারের কেরিয়ারের মোট ২০টি গ্র্যান্ড স্লামের মধ্যে ৮টি জিতেছেন উইম্বলডনে। ও-টু এরিনায় ফেডেরার ফিরলে নিঃসন্দেহে তা বড় বিষয় হবে। (ছবি: টুইটার)

6 / 8
এ বার অবশ্য তাঁর ফেরার কথা প্লেয়ার হিসেবে নয়। ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশনের ধারাভাষ্য়কারের প্য়ানেলে দেখা যেতে পারে রজার ফেডেরারকে। (ছবি: টুইটার)

এ বার অবশ্য তাঁর ফেরার কথা প্লেয়ার হিসেবে নয়। ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশনের ধারাভাষ্য়কারের প্য়ানেলে দেখা যেতে পারে রজার ফেডেরারকে। (ছবি: টুইটার)

7 / 8
দীর্ঘ সময় ধরে বিবিসির সঙ্গে যুক্ত ছিলেন সু বার্কার। গত উইম্বলডনে অবসর নিয়েছেন বার্কার। তাঁর জায়গায় বিবিসির প্য়ানেলে আসতে পারেন ফেডেরার। সবটাই এখনও আলোচনার পর্যায়ে। (ছবি: টুইটার)

দীর্ঘ সময় ধরে বিবিসির সঙ্গে যুক্ত ছিলেন সু বার্কার। গত উইম্বলডনে অবসর নিয়েছেন বার্কার। তাঁর জায়গায় বিবিসির প্য়ানেলে আসতে পারেন ফেডেরার। সবটাই এখনও আলোচনার পর্যায়ে। (ছবি: টুইটার)

8 / 8
Follow Us: