প্রথমে কুলতলি তারপর গোসাবা বারবার জঙ্গল পেরিয়ে লোকালয়ে চলে আসছে বাঘ। আর বাঘ ধরতে রীতিমত নাজেহাল হতে হয় বনদফতরকে। এর আগে ছয় দিন লেগেছিল কুলতলির বাঘমামাকে পাকড়াও করতে। পরে দমকল ডাকা হয় বাঘ ধরতে। শেষমেষ ধরাও পড়ে দক্ষিণরায়। কিন্তু বারবার কেন জঙ্গল পেরিয়ে লোকালয়ে আসছে বাঘ? বনদফতরের মত অনুযায়ী। অনেক সময় জঙ্গলে সুবিধা করতে না পেরে জঙ্গল পেরিয়ে লোকালয়ে চলে আসে বাঘ।
শুক্রবার থেকে রয়্যাল বেঙ্গলের আতঙ্কে ঘুম ছুটেছিল গোসাবার বাসিন্দাদের। গোসাবা থেকে চরঘেরি, সাতজেলিয়া, মিত্রবাড়ি হয়ে কাগমারীতে নিজের অস্তিত্বের জানান দিচ্ছিল ডোরাকাটা। নিপুন দক্ষতায় জল-জঙ্গলে লুকোচুরি খেলে ঠাঁই নিয়েছিল সেই চরঘেরিতেই। কুলতলির কায়দাতেই তিনদিক জাল দিয়ে ঘিরে বাঘ ধরার চেষ্টা চলছিল।
জঙ্গল থেকে বেরিয়ে বাঘ ঝাঁপিয়ে পড়ল মৎস্যজীবীর ঘাড়ে (নিজস্ব ছবি)
পায়ের ছাপ দেখে নিশ্চিত হয়েছেন বনদফতরের কর্মীরা। বলছেন, ওই পথেই বাঘ সাঁতরে পাড়ি দিয়েছে পঞ্চমুখানি দু নম্বর জঙ্গলে। জঙ্গলে ফেরার পর্যাপ্ত প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন সুন্দরবন টাইগার রিজার্ভের ডেপুটি ফিল্ড ডিরেক্টর।
সুন্দরবনে ধরা পড়ল বাঘ, নিজস্ব চিত্র