ছবির বাজেটের ক্ষেত্রে কোথাও গিয়ে যেন আয়ের বিষয়টাও উড়িয়ে দেওয়ার নয়। বর্তমানে বলিউডের যে ছবিটা স্পষ্ট হয়ে উঠেছে, তা থেকেই নিজের ছবিকে বাঁচাতেই কি এমন সিদ্ধান্ত, উঠছে সলমন খানের সিদ্ধান্ত ঘিরে প্রশ্ন।
এবার সামনে এলো আরও এক স্বজন পোষণের কাহিনি। সিদ্ধার্থ মালহোত্রার কাছে শেরশাহ একটি বড় ছবি। তবে সেই ছবি তাঁর কাছে থেকে ছিনিয়ে নিতে চেয়েছিলেন সলমন।
আলোচ্য প্রসঙ্গে যেখানে আবারও উস্কে গিয়েছিল নেপোটিজ়ম বিতর্ক। তবে খুব একটা সুবিধে করতে পারেননি সলমন খান। কারণ ছবিতে শেষ পর্যন্ত কাজ করেছিলেন সিদ্ধার্থ মালহোত্রাই।
সলমন খান সব রকমভাবে চেষ্টা করেছিলেন যে, এই ছবিতে যাঁতে অভিনয় করেন তাঁর বোন অর্পিতার বর আয়ুশ শর্মা। এর আগে অন্তিম ছবিতে তিনি গ্যাংস্টারের ভূমিকাতে অভিনয় করে সকলের নজর কেড়েছিলেন।
সম্প্রতি এই খবর প্রকাশ্যে আসতেই আবারও শুরু হয়ে যায় বলিউডের অন্দরমহল নিয়ে বিতর্ক। সলমন খানের হাত ধরে বলিউডে জায়গা করতে চাইছেন আয়ুশ, ওঠে জল্পনা।
সম্পর্কের আসার পর থেকেই নিজেদের নিয়ে বেশ খোলামেলাই কথা বলতে পছন্দ করতেন কিয়ারা ও সিদ্ধার্থ। একে অন্যের সঙ্গে তাঁরা বেশ সুখেই ছিলেন। তবে মাঝে ঘটে ছন্দপতন। হঠাৎই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়ে বসেন তাঁরা।