আয়ের অঙ্কটুকুও তুলতে ব্যর্থ হওয়ায় ফ্লপের তালিকাতে নাম লিখিয়েছিল যে ছবি। বিশাল অঙ্কের অর্থ ব্যয় করেও বক্স অফিসে লক্ষ্মী লাভ হয়নি কাদের!
জিরো- শাহরুখ খানের জিরো ছবি তৈরি করতে খরচ পড়েছিল ২০০ কোটি টাকা। কিন্তু তা আয় করে মাত্র অর্ধেকও নয়।
টিউবলাইট- মোট খরচ পড়েছিল এই ছবি নির্মাণ করতে ১৩৫ কোটি টাকা। মাত্র ১১৯ কোটি টাকা আয় করে এই ছবি।
রাওয়ান- শাহরুখ খান অভিনীত এই ছবি নির্মাণে খরচ হয়েছিল ১৩০ কোটি টাকা। ১১৪ কোটি টাকা এই ছবি আয় করে বক্স অফিসে।
বম্বে ভেলভেট- ১২০ কোটি টাকা দিয়ে এই ছবি তৈরি করলেও বক্স অফিসে যা আয় করে মাত্র ২০ কোটি টাকা।