IPL 2022: আসন্ন আইপিএলে কোন ৫ বন্ধুজুটিকে একসঙ্গে দেখা যাবে না, দেখুন ছবিতে
'ইয়ে দোস্তি হাম নেহি তোড়েঙ্গে, তোড়েঙ্গে দম মগর, তেরা সাথ না ছোড়েঙ্গে'... আইপিএল (IPL) দল আলাদা হলেও এই পাঁচ জুটির বন্ধুত্ব কিন্তু অটুট। আসন্ন আইপিএলে কোনও না কোনও ভাবে একসঙ্গে দেখা যাবে না এই ৫ বন্ধু জুটিকে। কথা হচ্ছে আরসিবিতে একসঙ্গে দীর্ঘদিন খেলা বিরাট কোহলি-এবি ডে ভিলিয়ার্স, চেন্নাইয়ের জার্সিতে খেলা মহেন্দ্র সিং ধোনি-সুরেশ রায়না, পঞ্জাবের কেএল রাহুল-মায়াঙ্ক আগরওয়াল, মুম্বই ইন্ডিয়ান্সের হার্দিক পান্ডিয়া-ক্রুণাল পান্ডিয়া এবং সানরাইজার্স হায়দরাবাদের ডেভিড ওয়ার্নার-রশিদ খান জুটিকে নিয়ে।
Most Read Stories