Happy Birthday Jhulan Goswami: বাংলা-বাঙালি-দেশের গর্ব; জন্মদিনে ঝুলন গোস্বামী
Jhulan Goswami Birthday Special: উইমেন্স ক্রিকেট। প্রসঙ্গ উঠলে শুধু ভারত নয়, আন্তর্জাতিক স্তরে দুটো নাম সকলের মুখেই আসবে। ঝুলন গোস্বামী এবং মিতালি রাজ। ভারতীয় মহিলা ক্রিকেট দলের উত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ঝুলন গোস্বামীর। বিশ্ব ক্রিকেটের আইকন। নতুন প্রজন্মের উদাহরণ। কঠিন পথ থেকে জাতীয় দল, কিংবদন্তি পেসার হয়ে ওঠা। লড়াইটা একেবারেই সহজ ছিল না। বরং, তাঁর মতো লড়াইয়ের সামনে পড়তে হলে, অনেকেই হয়তো মাঝপথে হাল ছেড়ে দিতেন। আজ সেই ঝুলন গোস্বামীর জন্মদিন।
Most Read Stories