Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Richest Indian Cricketer : ২০,০০০ কোটি টাকার সম্পত্তি! সচিন-ধোনি নন, এই ক্রিকেটারই দেশের সবচেয়ে ধনী

Samarjitsinh Ranjitsinh Gaekwad: সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনিরা বিপুল অর্থ উপার্জন করেছেন এবং করছেন। দেশের এই তারকা ক্রিকেটারদের ব্র্যান্ড ভ্যালু আকাশছোঁয়া। যার জেরে সম্পত্তির পরিমাণও বাড়ছে চড়চড়িয়ে। কিন্তু জানেন কি দেশের সবচেয়ে ধনী ক্রিকেটার কে? সচিন, মাহি, বিরাট নাকি অন্য কেউ?

| Edited By: | Updated on: Jul 08, 2023 | 7:40 AM
নাহ, দেশের সবচেয়ে ধনী ক্রিকেটার উপরোক্ত একজনও নন। বরং মোট সম্পত্তির ভিত্তিতে সচিন, ধোনিদের দশ গোল দিতে পারেন এই প্রাক্তন ক্রিকেটার। যাঁর সম্পত্তির পরিমাণ ২০ হাজার কোটি টাকা! কে তিনি? (ছবি : ইনস্টাগ্রাম)

নাহ, দেশের সবচেয়ে ধনী ক্রিকেটার উপরোক্ত একজনও নন। বরং মোট সম্পত্তির ভিত্তিতে সচিন, ধোনিদের দশ গোল দিতে পারেন এই প্রাক্তন ক্রিকেটার। যাঁর সম্পত্তির পরিমাণ ২০ হাজার কোটি টাকা! কে তিনি? (ছবি : ইনস্টাগ্রাম)

1 / 8
ধোনি-কোহলিদের মতো এত জনপ্রিয় নন। তাঁর নামও হয়তো অনেকে শোনেননি। দেশের সবচেয়ে ধনী ক্রিকেটার হলেন সমরজিৎ সিং গায়কোয়াড়। (ছবি : ইনস্টাগ্রাম)

ধোনি-কোহলিদের মতো এত জনপ্রিয় নন। তাঁর নামও হয়তো অনেকে শোনেননি। দেশের সবচেয়ে ধনী ক্রিকেটার হলেন সমরজিৎ সিং গায়কোয়াড়। (ছবি : ইনস্টাগ্রাম)

2 / 8
সমরজিৎ সিং জাতীয় দলের হয়ে খেলেননি। একসময়ের বরোদার হয়ে খেলা এই প্রথম শ্রেণির ক্রিকেটার শুধু ভারতই নয়, বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেটারের মধ্যে একজন। (ছবি : ইনস্টাগ্রাম)

সমরজিৎ সিং জাতীয় দলের হয়ে খেলেননি। একসময়ের বরোদার হয়ে খেলা এই প্রথম শ্রেণির ক্রিকেটার শুধু ভারতই নয়, বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেটারের মধ্যে একজন। (ছবি : ইনস্টাগ্রাম)

3 / 8
পুরো নাম সমরজিৎ সিং রঞ্জিতসিং গায়কোয়াড়। ১৯৬৭ সালের ২৫ এপ্রিল বরোদার রাজপরিবারে জন্ম হয় সমরজিতের। প্রতাপসিং গায়কোয়াড় ও শুভাঙ্গিনীরাজের একমাত্র সন্তান। দুন স্কুলে পড়াশোনা এবং সেখানেই স্কুল ক্রিকেটে খেলা শুরু করেন তিনি। শুধু ক্রিকেটই নয় সমরজিৎ সিং গায়কোয়াড় ছিলেন স্কুলের ফুটবল টিমেরও ক্যাপ্টেন। (ছবি : ইনস্টাগ্রাম)

পুরো নাম সমরজিৎ সিং রঞ্জিতসিং গায়কোয়াড়। ১৯৬৭ সালের ২৫ এপ্রিল বরোদার রাজপরিবারে জন্ম হয় সমরজিতের। প্রতাপসিং গায়কোয়াড় ও শুভাঙ্গিনীরাজের একমাত্র সন্তান। দুন স্কুলে পড়াশোনা এবং সেখানেই স্কুল ক্রিকেটে খেলা শুরু করেন তিনি। শুধু ক্রিকেটই নয় সমরজিৎ সিং গায়কোয়াড় ছিলেন স্কুলের ফুটবল টিমেরও ক্যাপ্টেন। (ছবি : ইনস্টাগ্রাম)

4 / 8
১৯৮৭ থেকে ৮৮ এবং ১৯৮৮-৮৯ সালের মধ্যে রঞ্জি ট্রফিতে খেলেছেন সমরজিৎ সিং। ছয়টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে তাঁর স্কোর ১১৬। সর্বোচ্চ রান ৬৫। বর্তমানে বরোদা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত সমরজিৎ। (ছবি : ইনস্টাগ্রাম)

১৯৮৭ থেকে ৮৮ এবং ১৯৮৮-৮৯ সালের মধ্যে রঞ্জি ট্রফিতে খেলেছেন সমরজিৎ সিং। ছয়টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে তাঁর স্কোর ১১৬। সর্বোচ্চ রান ৬৫। বর্তমানে বরোদা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত সমরজিৎ। (ছবি : ইনস্টাগ্রাম)

5 / 8
২০১২ সালের মে মাসে  প্রতাপসিং গায়কোয়াড়ের মৃত্যুর পর সেবছরের জুন মাসে বরোদার লক্ষ্মী বিলাস প্যালেসে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে রাজমুকুট পরিয়ে দেওয়া হয় সমরজিৎ সিংকে। (ছবি : ইনস্টাগ্রাম)

২০১২ সালের মে মাসে প্রতাপসিং গায়কোয়াড়ের মৃত্যুর পর সেবছরের জুন মাসে বরোদার লক্ষ্মী বিলাস প্যালেসে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে রাজমুকুট পরিয়ে দেওয়া হয় সমরজিৎ সিংকে। (ছবি : ইনস্টাগ্রাম)

6 / 8
বরোদার মোতি বাগ স্টেডিয়াম এবং মহারাজা ফতেহ সিং সংগ্রহালয়-সহ প্যালেসের কাছে ৬০০ একরের বেশি জমিজায়গার মালিক তিনি। সোনা, রুপো ও হিরের শাহী গয়নার বিপুল সম্ভার। রয়েছে রাজা রবি বর্মার বেশ কয়েকটা পেন্টিং। এছাড়া গুজরাট ও বেনারসে ১৭টি মন্দিরের ট্রাস্টি তিনি। (ছবি : ইনস্টাগ্রাম)

বরোদার মোতি বাগ স্টেডিয়াম এবং মহারাজা ফতেহ সিং সংগ্রহালয়-সহ প্যালেসের কাছে ৬০০ একরের বেশি জমিজায়গার মালিক তিনি। সোনা, রুপো ও হিরের শাহী গয়নার বিপুল সম্ভার। রয়েছে রাজা রবি বর্মার বেশ কয়েকটা পেন্টিং। এছাড়া গুজরাট ও বেনারসে ১৭টি মন্দিরের ট্রাস্টি তিনি। (ছবি : ইনস্টাগ্রাম)

7 / 8
২০০২ সালে সমরজিৎ সিংয়ের সঙ্গে বিয়ে হয় রাধিকারাজের। রাধিকা বিকানেরের রাজ পরিবারের মেয়ে। দম্পতির দুটি মেয়ে রয়েছে। (ছবি : ইনস্টাগ্রাম)

২০০২ সালে সমরজিৎ সিংয়ের সঙ্গে বিয়ে হয় রাধিকারাজের। রাধিকা বিকানেরের রাজ পরিবারের মেয়ে। দম্পতির দুটি মেয়ে রয়েছে। (ছবি : ইনস্টাগ্রাম)

8 / 8
Follow Us:
'একবার মমতা ব্যানার্জীর গানটা গান', সাংবাদিককে বললেন অনুব্রত
'একবার মমতা ব্যানার্জীর গানটা গান', সাংবাদিককে বললেন অনুব্রত
নয়া এপিক নম্বর, বাদ যাবে ডুপ্লিকেট এপিক নম্বর
নয়া এপিক নম্বর, বাদ যাবে ডুপ্লিকেট এপিক নম্বর
'বামেদের পিঠ চুলকে দেবে তৃণমূল', কেন বললেন বিজেপির রাজ্য সভাপতি?
'বামেদের পিঠ চুলকে দেবে তৃণমূল', কেন বললেন বিজেপির রাজ্য সভাপতি?
মালামাল করছে এই শেয়ারগুলো, টানা দু'দিন চড়চড়িয়ে বাড়ল বেঞ্চমার্ক সূচক!
মালামাল করছে এই শেয়ারগুলো, টানা দু'দিন চড়চড়িয়ে বাড়ল বেঞ্চমার্ক সূচক!
৩ শতাংশের বেশি বেড়েছে নিফটির মিডক্যাপ সূচক, ২.৮ শতাংশ বাড়ল স্মলক্যাপও!
৩ শতাংশের বেশি বেড়েছে নিফটির মিডক্যাপ সূচক, ২.৮ শতাংশ বাড়ল স্মলক্যাপও!
ভারতে আশার আলো, হুড়মুড়িয়ে পড়ল চিন-জাপান-জার্মানির বাজার!
ভারতে আশার আলো, হুড়মুড়িয়ে পড়ল চিন-জাপান-জার্মানির বাজার!
"আমার কাছে রোগী আগে", দশদিনের 'বেডরেস্ট' ছাড়া কিছু ভাবতেই পারছেন না
সমালোচকদের মধ্যে যাদের বাবার নাম কুণাল, তাঁদের সমস্যা...কী বললেন কুণাল
সমালোচকদের মধ্যে যাদের বাবার নাম কুণাল, তাঁদের সমস্যা...কী বললেন কুণাল
বুদ্ধদেবকে 'শাসকশ্রেণীর বিশ্বস্ত কুকুর' হিসেবে কটাক্ষ!
বুদ্ধদেবকে 'শাসকশ্রেণীর বিশ্বস্ত কুকুর' হিসেবে কটাক্ষ!
হুড়মুড়িয়ে বেড়েছে চিন, জাপানের বাজার!
হুড়মুড়িয়ে বেড়েছে চিন, জাপানের বাজার!