AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL 2025 Mega Auction: আইপিএলের ১০ ক্রিকেটারের যা দাম বাংলাদেশের ২ মাসের আয়!

বছরে বাংলাদেশের জিডিপি বা আয় প্রায় সাড়ে ৩৬০০ কোটি। মাসিক আয় ৩০৩ কোটির মতো। আইপিএলের মেগা নিলামের প্রথম দিন সেরা ১০ দামি ক্রিকেটারের মোট দাম ১৮১ কোটির মতো। অর্থাৎ ২ মাসের আইপিএলের ১০ ক্রিকেটারের যা দাম, তা বাংলাদেশের ২ মাসের আয়! এক ঝলকে ছবিতে দেখে নিন পঁচিশের আইপিএলের মেগা নিলামের প্রথম দিন সবচেয়ে বেশি দাম পেয়েছেন যে ১০ ক্রিকেটার।

| Updated on: Nov 25, 2024 | 6:10 PM
Share
ঋষভ পন্থ - লখনউ সুপার জায়ান্টস - ২৭ কোটি। এ বারের আইপিএলের এবং টুর্নামেন্টের ইতিহাসের সবচেয়ে দামি ক্রিকেটার হলেন ভারতীয় উইকেটকিপার ব্যাটার পন্থ।

ঋষভ পন্থ - লখনউ সুপার জায়ান্টস - ২৭ কোটি। এ বারের আইপিএলের এবং টুর্নামেন্টের ইতিহাসের সবচেয়ে দামি ক্রিকেটার হলেন ভারতীয় উইকেটকিপার ব্যাটার পন্থ।

1 / 10
শ্রেয়স আইয়ার - পঞ্জাব কিংস - ২৬.৭৫ কোটি। জেড্ডায় আইপিএলের মেগা নিলামের প্রথম দিন শুরুতেই সবচেয়ে দামি ক্রিকেটারের তকমা পেয়েছিলেন নাইট প্রাক্তন অধিনায়ক শ্রেয়স। তাঁকে অবশ্য খুব শীঘ্রই আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটারের তকমা হারাতে হয়।

শ্রেয়স আইয়ার - পঞ্জাব কিংস - ২৬.৭৫ কোটি। জেড্ডায় আইপিএলের মেগা নিলামের প্রথম দিন শুরুতেই সবচেয়ে দামি ক্রিকেটারের তকমা পেয়েছিলেন নাইট প্রাক্তন অধিনায়ক শ্রেয়স। তাঁকে অবশ্য খুব শীঘ্রই আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটারের তকমা হারাতে হয়।

2 / 10
ভেঙ্কটেশ আইয়ার - কলকাতা নাইট রাইডার্স - ২৩.৭৫ কোটি। কেকেআরের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য তিনি। তাঁকে রিটেন করেনি কলকাতা। কিন্তু নিলামের প্রথম দিন তাঁকে কেনার জন্য জান-প্রাণ লাগিয়ে লড়ে সফল হয় কেকেআর।

ভেঙ্কটেশ আইয়ার - কলকাতা নাইট রাইডার্স - ২৩.৭৫ কোটি। কেকেআরের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য তিনি। তাঁকে রিটেন করেনি কলকাতা। কিন্তু নিলামের প্রথম দিন তাঁকে কেনার জন্য জান-প্রাণ লাগিয়ে লড়ে সফল হয় কেকেআর।

3 / 10
অর্শদীপ সিং - পঞ্জাব কিংস - ১৮ কোটি। পঞ্জাব কিংস মেগা নিলামের আগে মাত্র ২ জন ক্রিকেটারকে রিটেন করেছিল। মেগা নিলামে অর্শদীপের জন্য RTM ব্যবহার করে প্রীতির টিম।

অর্শদীপ সিং - পঞ্জাব কিংস - ১৮ কোটি। পঞ্জাব কিংস মেগা নিলামের আগে মাত্র ২ জন ক্রিকেটারকে রিটেন করেছিল। মেগা নিলামে অর্শদীপের জন্য RTM ব্যবহার করে প্রীতির টিম।

4 / 10
যুজবেন্দ্র চাহাল - পঞ্জাব কিংস - ১৮ কোটি। আইপিএলের ইতিহাসের সবচেয়ে দামি স্পিনার এখন চাহাল। প্রীতির পঞ্জাব তাঁকে নেওয়ার জন্য ভালোই লড়াই করেছে।

যুজবেন্দ্র চাহাল - পঞ্জাব কিংস - ১৮ কোটি। আইপিএলের ইতিহাসের সবচেয়ে দামি স্পিনার এখন চাহাল। প্রীতির পঞ্জাব তাঁকে নেওয়ার জন্য ভালোই লড়াই করেছে।

5 / 10
জস বাটলার - গুজরাট টাইটান্স - ১৫.৭৫ কোটি। রাজস্থান রয়্যালস রিটেন করেনি ইংল্যান্ডের ক্যাপ্টেনকে। নিলামে তাঁকে তুলে নেয় গিলের গুজরাট।

জস বাটলার - গুজরাট টাইটান্স - ১৫.৭৫ কোটি। রাজস্থান রয়্যালস রিটেন করেনি ইংল্যান্ডের ক্যাপ্টেনকে। নিলামে তাঁকে তুলে নেয় গিলের গুজরাট।

6 / 10
কেএল রাহুল - দিল্লি ক্যাপিটালস - ১৪ কোটি। তাঁর জীবনে লখনউ সুপার জায়ান্টস অধ্যায় অতীত। এ বার দিল্লির জার্সিতে দ্যুতি ছড়াতে দেখা যাবে তাঁকে।

কেএল রাহুল - দিল্লি ক্যাপিটালস - ১৪ কোটি। তাঁর জীবনে লখনউ সুপার জায়ান্টস অধ্যায় অতীত। এ বার দিল্লির জার্সিতে দ্যুতি ছড়াতে দেখা যাবে তাঁকে।

7 / 10
ট্রেন্ট বোল্ট - মুম্বই ইন্ডিয়ান্স - ১২.৫০ কোটি। হার্দিক পান্ডিয়ার টিম নিউজিল্যান্ডের তারকা বোলারকে পঁচিশের আইপিএলের জন্য নিয়েছে।

ট্রেন্ট বোল্ট - মুম্বই ইন্ডিয়ান্স - ১২.৫০ কোটি। হার্দিক পান্ডিয়ার টিম নিউজিল্যান্ডের তারকা বোলারকে পঁচিশের আইপিএলের জন্য নিয়েছে।

8 / 10
জোফ্রা আর্চার - রাজস্থান রয়্যালস - ১২.৫০ কোটি। শেষ মুহূর্তে মেগা নিলামের জন্য নাম রেজিস্টার করান ইংল্যান্ডের তারকা ক্রিকেটার আর্চার। প্রথম দিনের নিলামে সবচেয়ে দামি ক্রিকেটারের তালিকায় প্রথম দশে জায়গা করে নিয়েছেন তিনি।

জোফ্রা আর্চার - রাজস্থান রয়্যালস - ১২.৫০ কোটি। শেষ মুহূর্তে মেগা নিলামের জন্য নাম রেজিস্টার করান ইংল্যান্ডের তারকা ক্রিকেটার আর্চার। প্রথম দিনের নিলামে সবচেয়ে দামি ক্রিকেটারের তালিকায় প্রথম দশে জায়গা করে নিয়েছেন তিনি।

9 / 10
জস হ্যাজলউড - রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু - ১২.৫০ কোটি। বিরাট কোহলির বেঙ্গালুরু অজি তারকা বোলারকে কিনেছে মেগা নিলামের প্রথম দিন।

জস হ্যাজলউড - রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু - ১২.৫০ কোটি। বিরাট কোহলির বেঙ্গালুরু অজি তারকা বোলারকে কিনেছে মেগা নিলামের প্রথম দিন।

10 / 10