Shubman Gill: বাইশ গজে ঝড় তোলা গিল যখন ফ্যাশনিস্তা…

ভারতের তারকা ওপেনার শুভমন গিল (Shubman Gill) ২২ গজে যেমন ব্যাট হাতে ঝড় তোলেন, তেমনই স্টাইলিশ লুক দিয়ে তিনি তরুণীদের মনে ঝড় তুলতেও ওস্তাদ।

| Edited By: | Updated on: Jan 23, 2023 | 11:55 AM
ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ বলা হয় শুভমন গিলকে (Shubman Gill)। ২২ গজে নিজের ছাপ রাখা শুরু করে দিয়েছেন ভারতের তরুণ তুর্কি শুভমন গিল। (ছবি-শুভমন গিল ইন্সটাগ্রাম)

ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ বলা হয় শুভমন গিলকে (Shubman Gill)। ২২ গজে নিজের ছাপ রাখা শুরু করে দিয়েছেন ভারতের তরুণ তুর্কি শুভমন গিল। (ছবি-শুভমন গিল ইন্সটাগ্রাম)

1 / 8
বছর ২৩ এর শুভমন গিল সম্প্রতি দারুণ ছন্দে রয়েছেন। বাইশ গজে ব্যাট হাতে তিনি গড়ছেন ও ভাঙছেন বিভিন্ন রেকর্ড। (ছবি-শুভমন গিল ইন্সটাগ্রাম)

বছর ২৩ এর শুভমন গিল সম্প্রতি দারুণ ছন্দে রয়েছেন। বাইশ গজে ব্যাট হাতে তিনি গড়ছেন ও ভাঙছেন বিভিন্ন রেকর্ড। (ছবি-শুভমন গিল ইন্সটাগ্রাম)

2 / 8
পঞ্জাব তনয় গিল ব্যাট হাতে রানের ঝড় তোলার পাশাপাশি, তরুণীদের মনেও ঝড় তুলছেন। (ছবি-শুভমন গিল ইন্সটাগ্রাম)

পঞ্জাব তনয় গিল ব্যাট হাতে রানের ঝড় তোলার পাশাপাশি, তরুণীদের মনেও ঝড় তুলছেন। (ছবি-শুভমন গিল ইন্সটাগ্রাম)

3 / 8
গিলের স্টাইলিশ লুক কোনও মডেলের থেকে কম নয়। একাধিক ফটোশুটের ছবি গিল মাঝে মধ্যেই নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে থাকেন। (ছবি-শুভমন গিল ইন্সটাগ্রাম)

গিলের স্টাইলিশ লুক কোনও মডেলের থেকে কম নয়। একাধিক ফটোশুটের ছবি গিল মাঝে মধ্যেই নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে থাকেন। (ছবি-শুভমন গিল ইন্সটাগ্রাম)

4 / 8
 বিভিন্ন ব্র্যান্ডেড পোশাকে শুভমন গিলকে দারুণ দেখতেও লাগে। ইতিমধ্যেই তিনি জনপ্রিয় ফ্যাশান ম্যাগাজিন ভগ, এ ছাড়া GQ এবং ফোর্বসের মত ম্যাজাগিনের কভার পেজে জায়গা করে নিয়েছেন। (ছবি-শুভমন গিল ইন্সটাগ্রাম)

বিভিন্ন ব্র্যান্ডেড পোশাকে শুভমন গিলকে দারুণ দেখতেও লাগে। ইতিমধ্যেই তিনি জনপ্রিয় ফ্যাশান ম্যাগাজিন ভগ, এ ছাড়া GQ এবং ফোর্বসের মত ম্যাজাগিনের কভার পেজে জায়গা করে নিয়েছেন। (ছবি-শুভমন গিল ইন্সটাগ্রাম)

5 / 8
২০২২ সালে তিনি লেকমে ফ্যাশান উইকে শো স্টপারও ছিলেন। ব়্যাম্প ওয়াক করেছিলেন ভারতের তারকা ওপেনার। (ছবি-শুভমন গিল ইন্সটাগ্রাম)

২০২২ সালে তিনি লেকমে ফ্যাশান উইকে শো স্টপারও ছিলেন। ব়্যাম্প ওয়াক করেছিলেন ভারতের তারকা ওপেনার। (ছবি-শুভমন গিল ইন্সটাগ্রাম)

6 / 8
মাত্র ২৩ বছর বয়সেই দেশের হয়ে খেলে জনপ্রিয়তা অর্জন করতে শুরু করেছেন গিল। ইতিমধ্যেই একাধিক ব্র্যান্ড গিলের সঙ্গে এন্ডোর্সমেন্ট করেছে। (ছবি-শুভমন গিল ইন্সটাগ্রাম)

মাত্র ২৩ বছর বয়সেই দেশের হয়ে খেলে জনপ্রিয়তা অর্জন করতে শুরু করেছেন গিল। ইতিমধ্যেই একাধিক ব্র্যান্ড গিলের সঙ্গে এন্ডোর্সমেন্ট করেছে। (ছবি-শুভমন গিল ইন্সটাগ্রাম)

7 / 8
শুভমন গিলের মোট সম্পত্তির পরিমান প্রায় ৩১ কোটি। তিনি ক্রিকেট কেরিয়ার শুরু করার পর বিভিন্ন ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট থেকেই বেশিরভাগ অর্থ উপার্জন করে চলেছেন। (ছবি-শুভমন গিল ইন্সটাগ্রাম)

শুভমন গিলের মোট সম্পত্তির পরিমান প্রায় ৩১ কোটি। তিনি ক্রিকেট কেরিয়ার শুরু করার পর বিভিন্ন ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট থেকেই বেশিরভাগ অর্থ উপার্জন করে চলেছেন। (ছবি-শুভমন গিল ইন্সটাগ্রাম)

8 / 8
Follow Us: