Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

যত ইচ্ছে ইন্টারনেট ব্যবহার করুন, সস্তার রিচার্জে পান প্রতিদিন 3GB ডেটা

Affordable Recharge Plan: প্রতিমাসে ফোনে রিচার্জ করতে আর কারই বা ভাল লাগে। যদিও এই বিষয়ে নজর রেখে টেলিকম কোম্পানিগুলো অনেক ধরনের প্ল্যানই বাজারে এনেছে। এক মাস থেকে শুরু করে তিন মাস, আরও কত কী।

| Updated on: Dec 22, 2023 | 4:30 PM
প্রতিমাসে ফোনে রিচার্জ করতে আর কারই বা ভাল লাগে। যদিও এই বিষয়ে নজর রেখে টেলিকম কোম্পানিগুলো অনেক ধরনের প্ল্যানই বাজারে এনেছে। এক মাস থেকে শুরু করে তিন মাস, আরও কত কী।

প্রতিমাসে ফোনে রিচার্জ করতে আর কারই বা ভাল লাগে। যদিও এই বিষয়ে নজর রেখে টেলিকম কোম্পানিগুলো অনেক ধরনের প্ল্যানই বাজারে এনেছে। এক মাস থেকে শুরু করে তিন মাস, আরও কত কী।

1 / 8
তবে যখনই অল্প টাকার মধ্যে প্রচুর সুবিধা পাওয়া যায়, তখনই মাথায় আসে Jio-র কথা। তবে শুধু যে তালিকায় Jio রয়েছে, তা একেবারেই নয়। সেই সঙ্গে আপনি কম টাকায় আরও অনেক সুবিধা পাবেন Airtel-এও। তাই আপনি যদি Airtel ব্যবহার করেন, তাহলে দেখে নিন।

তবে যখনই অল্প টাকার মধ্যে প্রচুর সুবিধা পাওয়া যায়, তখনই মাথায় আসে Jio-র কথা। তবে শুধু যে তালিকায় Jio রয়েছে, তা একেবারেই নয়। সেই সঙ্গে আপনি কম টাকায় আরও অনেক সুবিধা পাবেন Airtel-এও। তাই আপনি যদি Airtel ব্যবহার করেন, তাহলে দেখে নিন।

2 / 8
এয়ারটেল ভারতের অন্যতম শীর্ষ টেলিকম অপারেটর। এটি তার ব্যবহারকারীদের জন্য রিচার্জ প্ল্যান অফার করে। যার মধ্যে রয়েছে আনলিমিটেড ইন্টারনেট থেকে 5G ডেটা অ্যাক্সেস এবং বিনামূল্যে OTT সাবস্ক্রিপশন।

এয়ারটেল ভারতের অন্যতম শীর্ষ টেলিকম অপারেটর। এটি তার ব্যবহারকারীদের জন্য রিচার্জ প্ল্যান অফার করে। যার মধ্যে রয়েছে আনলিমিটেড ইন্টারনেট থেকে 5G ডেটা অ্যাক্সেস এবং বিনামূল্যে OTT সাবস্ক্রিপশন।

3 / 8
এখানে Airtel-এর সস্তা প্ল্যানগুলির তালিকা রয়েছে যাতে আপনি 3GB ডেটা এবং OTT প্ল্যাটফর্মের বিনামূল্যে সাবস্ক্রিপশন পাচ্ছেন। তার জন্য আপনাকে কত টাকা খরচ করতে হবে, তা একবার দেখে নিন।

এখানে Airtel-এর সস্তা প্ল্যানগুলির তালিকা রয়েছে যাতে আপনি 3GB ডেটা এবং OTT প্ল্যাটফর্মের বিনামূল্যে সাবস্ক্রিপশন পাচ্ছেন। তার জন্য আপনাকে কত টাকা খরচ করতে হবে, তা একবার দেখে নিন।

4 / 8
399 টাকার প্ল্যান: এই প্ল্যানটিতে 28 দিনের বৈধতা পাওয়া যায় এবং প্রতিদিন 3GB হাই-স্পিড ডেটা, আনলিমিটেড কলিং এবং দৈনিক 100টি SMS অফার করে। এই প্ল্যানে আপনি 15টিরও বেশি OTT প্ল্যাটফর্মে বিনামূল্যে সাবস্ক্রিপশন পাবেন।

399 টাকার প্ল্যান: এই প্ল্যানটিতে 28 দিনের বৈধতা পাওয়া যায় এবং প্রতিদিন 3GB হাই-স্পিড ডেটা, আনলিমিটেড কলিং এবং দৈনিক 100টি SMS অফার করে। এই প্ল্যানে আপনি 15টিরও বেশি OTT প্ল্যাটফর্মে বিনামূল্যে সাবস্ক্রিপশন পাবেন।

5 / 8
699 টাকার প্ল্যান: এই প্ল্যানটির বৈধতা 56 দিনের, দৈনিক 3GB ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং, প্রতিদিন 100 SMS এর সুবিধা পেয়ে যাবেন। এতে আপনি 56 দিনের বিনামূল্যে Amazon Prime মেম্বারশিপও পাবেন।

699 টাকার প্ল্যান: এই প্ল্যানটির বৈধতা 56 দিনের, দৈনিক 3GB ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং, প্রতিদিন 100 SMS এর সুবিধা পেয়ে যাবেন। এতে আপনি 56 দিনের বিনামূল্যে Amazon Prime মেম্বারশিপও পাবেন।

6 / 8
499 টাকার প্ল্যান: Airtel 5G সুবিধা সহ প্ল্যানে 3 মাসের জন্য মোবাইলে Disney+ Hotstar দেখার জন্য বিনামূল্যে সাবস্ক্রিপশন অফার করে। এছাড়া আনলিমিটেড ভয়েস কলিং এবং আনলিমিটেড ডেটার সুবিধা পাওয়া যাচ্ছে। তাই চাইলে এটাও রিচার্জ করতে পারেন।

499 টাকার প্ল্যান: Airtel 5G সুবিধা সহ প্ল্যানে 3 মাসের জন্য মোবাইলে Disney+ Hotstar দেখার জন্য বিনামূল্যে সাবস্ক্রিপশন অফার করে। এছাড়া আনলিমিটেড ভয়েস কলিং এবং আনলিমিটেড ডেটার সুবিধা পাওয়া যাচ্ছে। তাই চাইলে এটাও রিচার্জ করতে পারেন।

7 / 8
999 টাকার প্ল্যান: এই প্ল্যানে, আপনি 84 দিনের জন্য আনলিমিটেড কলিং, 5G ডেটা এবং এয়ারটেল এক্সট্রিম প্লে-এর মেম্বারশিপ পেয়ে যাবেন। এর পাশাপাশি, আপনি OTT প্ল্যাটফর্ম Amazon-এর সাবস্ক্রিপশনও পাবেন।

999 টাকার প্ল্যান: এই প্ল্যানে, আপনি 84 দিনের জন্য আনলিমিটেড কলিং, 5G ডেটা এবং এয়ারটেল এক্সট্রিম প্লে-এর মেম্বারশিপ পেয়ে যাবেন। এর পাশাপাশি, আপনি OTT প্ল্যাটফর্ম Amazon-এর সাবস্ক্রিপশনও পাবেন।

8 / 8
Follow Us: