Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Old Phone Exchange: পুরনো ফোন বদলে নতুন ফোন কিনছেন? অবশ্যই এই কাজগুলি করুন, নাহলেই ঘোর বিপদ

Old Phone Exchange: আপানর ব্যক্তিগত তথ্য ভুল হাতে চলে গেলে তা দিয়ে আজকাল কী কী করা সম্ভব সেই বিষয়ে কম-বেশি জানেন অনেকেই। তাই পুরনো মোবাইল বদলানোর আগে এই কাজগুলি অবশ্যই করে রাখুন।

| Updated on: Sep 09, 2024 | 10:44 PM
সামনেই পুজো, তার আগে জামাকাপর থেকে মোবাইল, বা অনান্য প্রয়োজনীয় গ্যাজেট সবেতেই নানা রকমের অফার চলে। আর তাই এই সময়ে একটা মোবাইল ফোন কেনার কথা ভাবছেন হয়তো। অনেকেই আজকাল নতুন ফোন কেনার সময় পুরনো ফোনটি বেচে দেন বা পুরনো ফোনটি বদলে নেন। এতে কিছু টাকা কম পড়ে।

সামনেই পুজো, তার আগে জামাকাপর থেকে মোবাইল, বা অনান্য প্রয়োজনীয় গ্যাজেট সবেতেই নানা রকমের অফার চলে। আর তাই এই সময়ে একটা মোবাইল ফোন কেনার কথা ভাবছেন হয়তো। অনেকেই আজকাল নতুন ফোন কেনার সময় পুরনো ফোনটি বেচে দেন বা পুরনো ফোনটি বদলে নেন। এতে কিছু টাকা কম পড়ে।

1 / 8
তবে মনে রাখবেন পুরনো ফোন বেচার আগে বা বদলানোর আগে সতর্ক হওয়া প্রয়োজন। যদি নিজের ব্যক্তিগত তথ্য থেকে অনান্য় প্রয়োজনীয় জিনিস ঠিক করে ডিলিট না করেন তা হলে কিন্তু পরে বড় বিপদ হতে পারে। আপানর ব্যক্তিগত তথ্য ভুল হাতে চলে গেলে তা দিয়ে আজকাল কী কী করা সম্ভব সেই বিষয়ে কম-বেশি জানেন অনেকেই। তাই পুরনো মোবাইল বদলানোর আগে এই কাজগুলি অবশ্যই করে রাখুন।

তবে মনে রাখবেন পুরনো ফোন বেচার আগে বা বদলানোর আগে সতর্ক হওয়া প্রয়োজন। যদি নিজের ব্যক্তিগত তথ্য থেকে অনান্য় প্রয়োজনীয় জিনিস ঠিক করে ডিলিট না করেন তা হলে কিন্তু পরে বড় বিপদ হতে পারে। আপানর ব্যক্তিগত তথ্য ভুল হাতে চলে গেলে তা দিয়ে আজকাল কী কী করা সম্ভব সেই বিষয়ে কম-বেশি জানেন অনেকেই। তাই পুরনো মোবাইল বদলানোর আগে এই কাজগুলি অবশ্যই করে রাখুন।

2 / 8
ব্যাঙ্কিং এবং ইউপিআই তথ্য মুছে ফেলুন। আমাদের স্মার্ট ফোনে অনেক ব্যক্তিগত তথ্য, ব্যাঙ্কের লেনদেনের তথ্য জমা থাকে। তাই ফোন কাউকে দেওয়ার আগে সেই সব তথ্য মুছে ফেলা প্রয়োজন।     ফোন বিক্রির আগে সেটিংস অপশনে গিয়ে সবত ডেটা মুছে ফেলতে হবে। ইউপিআই অ্যাপ থাকলে, ডিলিট করে দিন।

ব্যাঙ্কিং এবং ইউপিআই তথ্য মুছে ফেলুন। আমাদের স্মার্ট ফোনে অনেক ব্যক্তিগত তথ্য, ব্যাঙ্কের লেনদেনের তথ্য জমা থাকে। তাই ফোন কাউকে দেওয়ার আগে সেই সব তথ্য মুছে ফেলা প্রয়োজন। ফোন বিক্রির আগে সেটিংস অপশনে গিয়ে সবত ডেটা মুছে ফেলতে হবে। ইউপিআই অ্যাপ থাকলে, ডিলিট করে দিন।

3 / 8
ফোন থেকে ই-ব্যাঙ্কিং করে থাকলে, ফোন থেকে সমস্ত 'হিস্ট্রি' মুছে দিন। এই সব তথ্য অন্য কারও হাতে গেলে লেনদেন সংক্রান্ত যাবতীয় তথ্য ফাঁস হয়ে যেতে পারে। আপনার ইউজার আইডি, পাসওয়ার্ড বা ব্যাঙ্কের ক্রেডিট বা ডেবিট কার্ডের গোপন তথ্যও অন্যের হাতে চলে যাওয়ার সম্ভাবনা থাকে।

ফোন থেকে ই-ব্যাঙ্কিং করে থাকলে, ফোন থেকে সমস্ত 'হিস্ট্রি' মুছে দিন। এই সব তথ্য অন্য কারও হাতে গেলে লেনদেন সংক্রান্ত যাবতীয় তথ্য ফাঁস হয়ে যেতে পারে। আপনার ইউজার আইডি, পাসওয়ার্ড বা ব্যাঙ্কের ক্রেডিট বা ডেবিট কার্ডের গোপন তথ্যও অন্যের হাতে চলে যাওয়ার সম্ভাবনা থাকে।

4 / 8
সব ধরনের অ্যাপলিকেশন থেকে সব অ্যাকাউন্ট ডিলিট করে দিন। আর ডিলিট করার আগে অবশ্যই সব অ্যাকাউন্ট লগ আউট করে দিন। সেটি সব চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। গুগল অ্যাকাউন্ট লগ আউট করতে ভুলবেন না।

সব ধরনের অ্যাপলিকেশন থেকে সব অ্যাকাউন্ট ডিলিট করে দিন। আর ডিলিট করার আগে অবশ্যই সব অ্যাকাউন্ট লগ আউট করে দিন। সেটি সব চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। গুগল অ্যাকাউন্ট লগ আউট করতে ভুলবেন না।

5 / 8
ফোন বিক্রির আগে মনে করে সিমের পাশাপাশি মাইক্রো এসডি কার্ডটিও বার করে নেবেন। সেটি থেকে গেলে মেমরিতে যা যা আছে তা অন্যের হাতে চলে যাবে। ফোনে যদি অডিয়ো, ভিডিয়ো, ছবির ব্যাকআপ থাকে, সেগুলিও মুছে দিতে হবে।

ফোন বিক্রির আগে মনে করে সিমের পাশাপাশি মাইক্রো এসডি কার্ডটিও বার করে নেবেন। সেটি থেকে গেলে মেমরিতে যা যা আছে তা অন্যের হাতে চলে যাবে। ফোনে যদি অডিয়ো, ভিডিয়ো, ছবির ব্যাকআপ থাকে, সেগুলিও মুছে দিতে হবে।

6 / 8
এখনকার বেশিরভাগ স্মার্ট ফোনে কল লিস্ট, মেসেজের ব্যাক আপ থাকে। কোনও কোনও ফোনে আবার কল রেকর্ডিং -এর ব্যাকআপ থাকে। তাই মনে করে সেই সব মুছে দিন। যদি প্রয়োজন হয় তাহলে সেই সব রেকর্ড, কল বা মেসেজের ব্যকআপ আপনার গুগল ড্রাইভে রেখে দিতে পারেন। এতে পরের বার নতুন মোবাইলে আবার সেই গুগল অ্যাকাউন্ট লগ ইন করলেই সব তথ্য আপনি পেয়ে যাবেন।

এখনকার বেশিরভাগ স্মার্ট ফোনে কল লিস্ট, মেসেজের ব্যাক আপ থাকে। কোনও কোনও ফোনে আবার কল রেকর্ডিং -এর ব্যাকআপ থাকে। তাই মনে করে সেই সব মুছে দিন। যদি প্রয়োজন হয় তাহলে সেই সব রেকর্ড, কল বা মেসেজের ব্যকআপ আপনার গুগল ড্রাইভে রেখে দিতে পারেন। এতে পরের বার নতুন মোবাইলে আবার সেই গুগল অ্যাকাউন্ট লগ ইন করলেই সব তথ্য আপনি পেয়ে যাবেন।

7 / 8
সবচেয়ে ভাল হয় ফোনটি বদলাতে দেওয়ার আগে একবার ফ্যাক্টরি রিসেট করে দিতে পারেন। ফ্যাক্টরি রিসেট করার সময় ব্যাকআপ অপশনটি ডিসেবেল করে দেবেন।

সবচেয়ে ভাল হয় ফোনটি বদলাতে দেওয়ার আগে একবার ফ্যাক্টরি রিসেট করে দিতে পারেন। ফ্যাক্টরি রিসেট করার সময় ব্যাকআপ অপশনটি ডিসেবেল করে দেবেন।

8 / 8
Follow Us: