Year Ender 2022: টেনিসে উনিশের স্পর্ধা, বাইশের সেরা প্রাপ্তি কার্লোস আলকারেজ
টেনিস বিশ্ব বলছে, রজার ফেডেরারের মতো তাঁর খেলার ধরন। কোর্টে তাঁর বিচরণ সুইস মায়েস্ত্রোকে মনে করায়। এদিকে স্প্যানিশ টেনিস সেনসেশন কার্লোস আলকারেজের আদর্শ রাফায়েল নাদাল! ২০২২ সালের যুক্তরাষ্ট্র ওপেন জিতে চমকে দিয়েছেন ১৯ বছরের আলকারেজ। কাকতালীয়ভাবে ফেডেরারের বিদায়ের বছরেই টেনিস বিশ্বকে আগমনের বার্তা দিয়েছেন আলকারেজ।
Most Read Stories