Year Ender 2022: টেস্টে বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়ে যেদিন ইতিহাস গড়েছিল বাংলাদেশ

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতকে হারিয়ে লাল বলের ফরম্যাটে বিশ্বসেরার তাজ উঠেছিল নিউজিল্যান্ডের মুকুটে। দীর্ঘতম ফরম্যাটে ২০২১ সালে কেন উইলিয়ামসনের দল হয়েছিল বিশ্বসেরা। অথচ ঠিক পরের বছরই ঘরের মাটিতে হার হজম করতে হয় কিউয়িদের। ইতিহাস গড়েছিল প্রতিপক্ষ বাংলাদেশ। বছর শেষের আগে ফিরে দেখা বে ওভালে মোমিনুল হক, মুশফিকুর রহিমদের সেই ঐতিহাসিক টেস্ট জয়।

| Edited By: | Updated on: Dec 26, 2022 | 12:25 PM
২০২১ সালের ডিসেম্বরে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফরে যায় বাংলাদেশ। টিমের অধিনায়ক ছিলেন মোমিনুল হক। বে ওভালে প্রথম টেস্ট ছিল ২০২২ সালের পয়লা জানুয়ারি। তখনও দেশ বা দেশের বাইরে টেস্টে কিউয়িদের হারানোর স্বাদ পায়নি টাইগাররা। তাই বাড়তি তাগিদ ছিলই। মোমিনুলের নেতৃত্বে নতুন বছরে নয়া উদ্যোমে নেমে পড়েন এবাদত হোসেন, তাসকিন আহমেদরা। (ছবি:টুইটার)

২০২১ সালের ডিসেম্বরে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফরে যায় বাংলাদেশ। টিমের অধিনায়ক ছিলেন মোমিনুল হক। বে ওভালে প্রথম টেস্ট ছিল ২০২২ সালের পয়লা জানুয়ারি। তখনও দেশ বা দেশের বাইরে টেস্টে কিউয়িদের হারানোর স্বাদ পায়নি টাইগাররা। তাই বাড়তি তাগিদ ছিলই। মোমিনুলের নেতৃত্বে নতুন বছরে নয়া উদ্যোমে নেমে পড়েন এবাদত হোসেন, তাসকিন আহমেদরা। (ছবি:টুইটার)

1 / 6
ডেভন কনওয়ের শতরান, হেনরি নিকোলাস, উইল ইয়ংদের ব্যাটে ভর করে প্রথম ইনিংসে ৩২৮ রান তোলে নিউজিল্যান্ড। জবাবে বাংলাদেশের খাতায় ওঠে ৪৫৮ রান। মোমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, মাহমুদুল হাসান জয়দের ব্যাটে ১৩০ রানের লিড পায় বাংলাদেশ। ইতিহাস গড়ার তাগিদটা তখন থেকেই চাগিয়ে উঠেছিল। (ছবি:টুইটার)

ডেভন কনওয়ের শতরান, হেনরি নিকোলাস, উইল ইয়ংদের ব্যাটে ভর করে প্রথম ইনিংসে ৩২৮ রান তোলে নিউজিল্যান্ড। জবাবে বাংলাদেশের খাতায় ওঠে ৪৫৮ রান। মোমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, মাহমুদুল হাসান জয়দের ব্যাটে ১৩০ রানের লিড পায় বাংলাদেশ। ইতিহাস গড়ার তাগিদটা তখন থেকেই চাগিয়ে উঠেছিল। (ছবি:টুইটার)

2 / 6
দ্বিতীয় ইনিংসে টম ল্যাথাম, রস টেলসদের চেপে ধরেন বাংলাদেশের বোলাররা। এবাদত হোসেন, তাসকিন আহমেদরা ১৬৯ রানে গুটিয়ে দেন কিউয়িদের। এক ইনিংসে হোসেনের ঝুলিতে ৬ উইকেট। তাসকিনের ৩। দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য বাংলাদেশের সামনে ছিল মাত্র ৪০ রান।(ছবি:টুইটার)

দ্বিতীয় ইনিংসে টম ল্যাথাম, রস টেলসদের চেপে ধরেন বাংলাদেশের বোলাররা। এবাদত হোসেন, তাসকিন আহমেদরা ১৬৯ রানে গুটিয়ে দেন কিউয়িদের। এক ইনিংসে হোসেনের ঝুলিতে ৬ উইকেট। তাসকিনের ৩। দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য বাংলাদেশের সামনে ছিল মাত্র ৪০ রান।(ছবি:টুইটার)

3 / 6
ঐতিহাসিক জয় তুলে নিতে সময় লাগেনি বাংলাদেশের। বছরের শুরুতেই নিউজিল্যান্ডের মাটিতে ঐতিহাসিক টেস্ট জিতে স্মরণীয় করে রাখেন মোমিনুলরা। এর আগে দেশ বা বিদেশে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্টে জয় ছিল না বাংলাদেশের। ওই কথায় বলে না, সবুরে মেওয়া ফলে। দশম বারের চেষ্টায় টেস্টে নিউজিল্যান্ড 'বধ'সম্পূর্ণ হয়েছে। তাও আবার কিউয়িদের আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ের পর।(ছবি:টুইটার)

ঐতিহাসিক জয় তুলে নিতে সময় লাগেনি বাংলাদেশের। বছরের শুরুতেই নিউজিল্যান্ডের মাটিতে ঐতিহাসিক টেস্ট জিতে স্মরণীয় করে রাখেন মোমিনুলরা। এর আগে দেশ বা বিদেশে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্টে জয় ছিল না বাংলাদেশের। ওই কথায় বলে না, সবুরে মেওয়া ফলে। দশম বারের চেষ্টায় টেস্টে নিউজিল্যান্ড 'বধ'সম্পূর্ণ হয়েছে। তাও আবার কিউয়িদের আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ের পর।(ছবি:টুইটার)

4 / 6
শুধু ঐতিহাসিক টেস্ট জয়ই নয়। বিশ্ব চ্যাম্পিয়নদের বিরুদ্ধে দাপুটে জয়ে ঘরের মাঠে নিউজিল্যান্ডের টানা ১৭টি টেস্টে অপরাজিত থাকার রেকর্ড ভেঙে যায়। এই জয় নিঃসন্দেহে টেস্ট ফরম্যাটে বাংলাদেশের সেরা জিত।(ছবি:টুইটার)

শুধু ঐতিহাসিক টেস্ট জয়ই নয়। বিশ্ব চ্যাম্পিয়নদের বিরুদ্ধে দাপুটে জয়ে ঘরের মাঠে নিউজিল্যান্ডের টানা ১৭টি টেস্টে অপরাজিত থাকার রেকর্ড ভেঙে যায়। এই জয় নিঃসন্দেহে টেস্ট ফরম্যাটে বাংলাদেশের সেরা জিত।(ছবি:টুইটার)

5 / 6
নিউজিল্যান্ডের মাটিতে সবরকম সংস্করণেই জয় অধরা ছিল বাংলাদেশের। ব্যাটিং, বোলিংয়ে টাইগারদের অনবদ্য পারফরম্যান্সে সেই আগল ভেঙে যায় বছরের প্রথমেই। একে ২০২২ সালে বাংলাদেশ ক্রিকেটের সেরা সাফল্য বলে অনায়াসে ধরা যায়। (ছবি:টুইটার)

নিউজিল্যান্ডের মাটিতে সবরকম সংস্করণেই জয় অধরা ছিল বাংলাদেশের। ব্যাটিং, বোলিংয়ে টাইগারদের অনবদ্য পারফরম্যান্সে সেই আগল ভেঙে যায় বছরের প্রথমেই। একে ২০২২ সালে বাংলাদেশ ক্রিকেটের সেরা সাফল্য বলে অনায়াসে ধরা যায়। (ছবি:টুইটার)

6 / 6
Follow Us: