Pink River in India: নেটপাড়ায় ভাইরাল গোলাপী এই নদী, ‘ঈশ্বরের আপন দেশে’র ম্যাজিকে বিভোর আনন্দ মাহিন্দ্রাও

Kerala: সবুজ ঘেরা প্রাকৃতিক দৃশ্য, স্বচ্ছ পরিস্কার রূপালি সৈকত, নীল গাঢ় সমুদ্রের গর্জনের মধ্যেই অলৌকিক এক ঘটনা ঘটেছে ঈশ্বরের আপন দেশে।

| Edited By: | Updated on: Jun 10, 2022 | 5:08 PM
সবুজ ঘেরা প্রাকৃতিক দৃশ্য, স্বচ্ছ পরিস্কার রূপালি সৈকত, নীল গাঢ় সমুদ্রের গর্জনের মধ্যেই অলৌকিক এক ঘটনা ঘটেছে ঈশ্বরের আপন দেশে। স্থানীয় থেকে পর্যটকদের কাছে আকর্ষণের জায়গা করে নিয়েছে কেরালার এই জায়গাটি। নেটদুনিয়াতেও ঝড়ের গতিতে ভাইরাল গোলাপী নদী।

সবুজ ঘেরা প্রাকৃতিক দৃশ্য, স্বচ্ছ পরিস্কার রূপালি সৈকত, নীল গাঢ় সমুদ্রের গর্জনের মধ্যেই অলৌকিক এক ঘটনা ঘটেছে ঈশ্বরের আপন দেশে। স্থানীয় থেকে পর্যটকদের কাছে আকর্ষণের জায়গা করে নিয়েছে কেরালার এই জায়গাটি। নেটদুনিয়াতেও ঝড়ের গতিতে ভাইরাল গোলাপী নদী।

1 / 8
মাপে ছোট হলেও, গোলাপী ওয়াটার লিলিতে ভরা নদীর  অত্যাশ্চর্য রূপ দেখতে সকলের পাখির চোখ কেরালার কোঝিকোডের একটি নদী। ফুলের অপরূপ সৌন্দর্যে সজ্জিত কেরালার এই নদীর ছবি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলে দিয়েছে। প্রকৃতি এবং ভ্রমণ প্রেমীদের নিঃসন্দেহে আকর্ষণ করবে এই অপরূপ স্বর্গীয় সৌন্দর্য।

মাপে ছোট হলেও, গোলাপী ওয়াটার লিলিতে ভরা নদীর অত্যাশ্চর্য রূপ দেখতে সকলের পাখির চোখ কেরালার কোঝিকোডের একটি নদী। ফুলের অপরূপ সৌন্দর্যে সজ্জিত কেরালার এই নদীর ছবি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলে দিয়েছে। প্রকৃতি এবং ভ্রমণ প্রেমীদের নিঃসন্দেহে আকর্ষণ করবে এই অপরূপ স্বর্গীয় সৌন্দর্য।

2 / 8
ট্যুইটারে সেই ছবিও শেয়ার করেছেন দেশের অন্যতম বিজনেস টাইকুন আনন্দ মহিন্দ্রাও। গোটা নদীতে ফুটে উঠেছে ওয়াটার লিলি। ফুলের রঙ গোলাপী ও ম্যাজেন্ডা। ফলে নদীটির রঙ পরিণত হয়েছে গোলাপী রঙে।

ট্যুইটারে সেই ছবিও শেয়ার করেছেন দেশের অন্যতম বিজনেস টাইকুন আনন্দ মহিন্দ্রাও। গোটা নদীতে ফুটে উঠেছে ওয়াটার লিলি। ফুলের রঙ গোলাপী ও ম্যাজেন্ডা। ফলে নদীটির রঙ পরিণত হয়েছে গোলাপী রঙে।

3 / 8
কেরালার এমন আকর্ষণীয় প্রাকৃতিক সৌন্দর্যে ছবি শেয়ার না করে থাকতে পারেননি আনন্দ মহিন্দ্রাও। ক্যাপশনে লিখেছেন, 'এই গ্রামে যে হারে ভিড় বাড়ছে, তাতে এতটুকুও আশ্চর্য হইনি। এই ছবিটি দেখেই আমি নিজেই উচ্ছ্বসিত হয়ে পড়েছি। এটি এখন আমার মোবাইলের নতুন স্ক্রিনকভার বানিয়েছি। রিভার অফ হোপ বলে নামকরণও করেছি।'

কেরালার এমন আকর্ষণীয় প্রাকৃতিক সৌন্দর্যে ছবি শেয়ার না করে থাকতে পারেননি আনন্দ মহিন্দ্রাও। ক্যাপশনে লিখেছেন, 'এই গ্রামে যে হারে ভিড় বাড়ছে, তাতে এতটুকুও আশ্চর্য হইনি। এই ছবিটি দেখেই আমি নিজেই উচ্ছ্বসিত হয়ে পড়েছি। এটি এখন আমার মোবাইলের নতুন স্ক্রিনকভার বানিয়েছি। রিভার অফ হোপ বলে নামকরণও করেছি।'

4 / 8
গোলাপী ফুলে শুধু একটি নদীই ঢেকে দেয়নি, কোঝিকোড়ের পেরামব্রার কাছে আভালা পান্ডি গ্রামের অন্যান্য জলাশয়ও ঢেকে দিয়েছে। এমন ঘটনার সাক্ষী থাকতে, বিশ্বজুড়ে পর্যটকরা ঈশ্বরের নিজের দেশে এমন দৃশ্যে দেখার সুযোগ হাতছাড়া করছেন না।

গোলাপী ফুলে শুধু একটি নদীই ঢেকে দেয়নি, কোঝিকোড়ের পেরামব্রার কাছে আভালা পান্ডি গ্রামের অন্যান্য জলাশয়ও ঢেকে দিয়েছে। এমন ঘটনার সাক্ষী থাকতে, বিশ্বজুড়ে পর্যটকরা ঈশ্বরের নিজের দেশে এমন দৃশ্যে দেখার সুযোগ হাতছাড়া করছেন না।

5 / 8
সৌন্দর্যের আকর যে ফুলগুলি মানুষকে আকর্ষণ করছে, স্থানীয় ভাষায় সেই ফুলের নাম “মুলান পায়েল”। গোলাপী ফুলের নদীর ছবি ইন্টারনেটে ঝড় তুলতেই কেরালায় এখন পর্যটকদের আনাগোনা আরও বেড়ে গিয়েছে। রাজ্যের পর্যটন শিল্পের জন্য দারুণ খবর।

সৌন্দর্যের আকর যে ফুলগুলি মানুষকে আকর্ষণ করছে, স্থানীয় ভাষায় সেই ফুলের নাম “মুলান পায়েল”। গোলাপী ফুলের নদীর ছবি ইন্টারনেটে ঝড় তুলতেই কেরালায় এখন পর্যটকদের আনাগোনা আরও বেড়ে গিয়েছে। রাজ্যের পর্যটন শিল্পের জন্য দারুণ খবর।

6 / 8
এই প্রজাতির ফুলের গাছ কেরালার বেশ কিছু অঞ্চলে মেলে কোঝিকোড় ছাড়াও কোট্টায়ামের মালারিক্কাল নামক একটি ছোট্ট গ্রামেও এমন সুন্দর ফুলের দেখা মেলে। সম্প্রতি, মালারিক্কাল গ্রামের সেই সুন্দর ফুলের শোভা নেটিজেনদের নজর কেড়েছিল।

এই প্রজাতির ফুলের গাছ কেরালার বেশ কিছু অঞ্চলে মেলে কোঝিকোড় ছাড়াও কোট্টায়ামের মালারিক্কাল নামক একটি ছোট্ট গ্রামেও এমন সুন্দর ফুলের দেখা মেলে। সম্প্রতি, মালারিক্কাল গ্রামের সেই সুন্দর ফুলের শোভা নেটিজেনদের নজর কেড়েছিল।

7 / 8
কেরালা ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটের সিনিয়র প্রধান বিজ্ঞানী টিভি সজীব আবার জানিয়েছেন, জলায়শয়ের সৌন্দর্য বৃদ্ধিতে আখেরে ক্ষতির শিকার হচ্ছে বাস্তুতন্ত্রেরই। এই উদ্ভিজ ফুলের সারি জলাশয় থেকে সারা রাজ্য জুড়ে ছড়িয়ে থাকা জলাশয়গুলিতেও ছড়িয়ে পড়বে। তাতে জীববৈচিত্রের উপর খারাপ প্রভাব পড়তে পারে। জলের মান ও অক্সিজেনের মাত্রা হ্রাস পাবে।

কেরালা ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটের সিনিয়র প্রধান বিজ্ঞানী টিভি সজীব আবার জানিয়েছেন, জলায়শয়ের সৌন্দর্য বৃদ্ধিতে আখেরে ক্ষতির শিকার হচ্ছে বাস্তুতন্ত্রেরই। এই উদ্ভিজ ফুলের সারি জলাশয় থেকে সারা রাজ্য জুড়ে ছড়িয়ে থাকা জলাশয়গুলিতেও ছড়িয়ে পড়বে। তাতে জীববৈচিত্রের উপর খারাপ প্রভাব পড়তে পারে। জলের মান ও অক্সিজেনের মাত্রা হ্রাস পাবে।

8 / 8
Follow Us:
শাসক বদলের সঙ্গেই কী বদলে গেল বাংলাদেশ?
শাসক বদলের সঙ্গেই কী বদলে গেল বাংলাদেশ?
দুর্গাপুজো মাতিয়েছে পুজোয় পালস, সঙ্গী পালস ক্যান্ডি
দুর্গাপুজো মাতিয়েছে পুজোয় পালস, সঙ্গী পালস ক্যান্ডি
বাংলাদেশ ইস্যুতে দলের শীর্ষ নেতৃত্বকে কী বার্তা দিলেন রুদ্রনীল ঘোষ?
বাংলাদেশ ইস্যুতে দলের শীর্ষ নেতৃত্বকে কী বার্তা দিলেন রুদ্রনীল ঘোষ?
ভারত থেকে জন্ম নেওয়া এমন বাংলাদেশ আমরা চাই না―বলছে মায়াপুর
ভারত থেকে জন্ম নেওয়া এমন বাংলাদেশ আমরা চাই না―বলছে মায়াপুর
ভারতে বাংলাদেশি অনুপ্রবেশ ঘটলে কার উপর দায় বর্তায়? বুঝিয়ে দিলেন কুণাল
ভারতে বাংলাদেশি অনুপ্রবেশ ঘটলে কার উপর দায় বর্তায়? বুঝিয়ে দিলেন কুণাল
'মন্দির-মসজিদ কোথায়, সব সুপ্রিম কোর্ট বলছে', বিস্ফোরক রবীন
'মন্দির-মসজিদ কোথায়, সব সুপ্রিম কোর্ট বলছে', বিস্ফোরক রবীন
জাল নথি তৈরিতে বারবার কলকাতার নাম, লুকিয়ে কোন রহস্য?
জাল নথি তৈরিতে বারবার কলকাতার নাম, লুকিয়ে কোন রহস্য?
ওয়াকফ সংশোধনীতে এত আপত্তি কেন? কার লাভ, কার ক্ষতি?
ওয়াকফ সংশোধনীতে এত আপত্তি কেন? কার লাভ, কার ক্ষতি?
ব্যাঙ্কে না গিয়েই KYC আপডেট? সাবধান, ওরা কিন্তু ফাঁদ পেতে বসে আছে...
ব্যাঙ্কে না গিয়েই KYC আপডেট? সাবধান, ওরা কিন্তু ফাঁদ পেতে বসে আছে...
বাড়িতে ঢুকে তুলে নিয়ে যাচ্ছে মহিলাদের, ধরাধামেই 'নরক দর্শন' এই দেশে
বাড়িতে ঢুকে তুলে নিয়ে যাচ্ছে মহিলাদের, ধরাধামেই 'নরক দর্শন' এই দেশে