Tulsi Leaves Upay: রোজ বাড়িতে অশান্তি, অর্থকষ্ট লেগেই রয়েছে? তুলসী পাতার এই প্রতিকারেই ফিরবে ভাগ্য

Benefits And Remedies: নিয়ম অনুসারে, সকাল ও সন্ধ্যের সময় তুলসীর পুজো করা হয়। রয়েছে মন্ত্রও। ধূপ, গঙ্গাজল ও ফুল দিয়ে পুজো করা হয়।

| Edited By: | Updated on: Apr 08, 2023 | 12:07 PM
সনাতন ধর্মে তুলসী গাছকে অত্যন্ত পবিত্র উদ্ভিদ বলে মনে করা হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে, ধনলক্ষ্মী তুলসী গাছেই অধিষ্ঠান করেন। বাস্তু মতে, ঘরে তুলসী গাছ রাখলে ঘরে সুখ-সমৃদ্ধি আসে ও আর্থিক সমস্যা এড়ানো যায়।

সনাতন ধর্মে তুলসী গাছকে অত্যন্ত পবিত্র উদ্ভিদ বলে মনে করা হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে, ধনলক্ষ্মী তুলসী গাছেই অধিষ্ঠান করেন। বাস্তু মতে, ঘরে তুলসী গাছ রাখলে ঘরে সুখ-সমৃদ্ধি আসে ও আর্থিক সমস্যা এড়ানো যায়।

1 / 9
সাধারণত ঘরের আঙিনায় তুলসী গাছ লাগানো হয়। একটি বেদী বা মঞ্চে তুলসী গাছ স্থাপন করা হয়। বাস্তু অনুসারে, এই শুভ উদ্ভিদের উপস্থিতি পরিবেশকে বিশুদ্ধ করতে ও ঘরে পজিটিভ শক্তি বিরাজ করে।

সাধারণত ঘরের আঙিনায় তুলসী গাছ লাগানো হয়। একটি বেদী বা মঞ্চে তুলসী গাছ স্থাপন করা হয়। বাস্তু অনুসারে, এই শুভ উদ্ভিদের উপস্থিতি পরিবেশকে বিশুদ্ধ করতে ও ঘরে পজিটিভ শক্তি বিরাজ করে।

2 / 9
নিয়ম অনুসারে, সকাল ও সন্ধ্যের সময় তুলসীর পুজো করা হয়। রয়েছে মন্ত্রও। ধূপ, গঙ্গাজল ও ফুল দিয়ে পুজো করা হয়।

নিয়ম অনুসারে, সকাল ও সন্ধ্যের সময় তুলসীর পুজো করা হয়। রয়েছে মন্ত্রও। ধূপ, গঙ্গাজল ও ফুল দিয়ে পুজো করা হয়।

3 / 9
ভেষজের রানী হিসেবেও পরিচিত এই পবিত্র তুলসী। এর রয়েছে অনেক উপকারিতাও। জ্যোতিষশাস্ত্রে, তুলসীর কিছু জ্যোতিষশাস্ত্রীয় প্রতিকার রয়েছে, যা করলে সব ইচ্ছা পূরণ হয়।

ভেষজের রানী হিসেবেও পরিচিত এই পবিত্র তুলসী। এর রয়েছে অনেক উপকারিতাও। জ্যোতিষশাস্ত্রে, তুলসীর কিছু জ্যোতিষশাস্ত্রীয় প্রতিকার রয়েছে, যা করলে সব ইচ্ছা পূরণ হয়।

4 / 9
১১টি সবুজ তুলসী পাতা তুলে ধুয়ে রোদে শুকিয়ে নিন। এরপর কমলা রঙের সিঁদুরে সরিষার তেল মিশিয়ে তুলসী পাতায় রামের নাম লিখে সেই পাতার মালা তৈরি করে হনুমানজিকে উৎসর্গ করুন। এর ফলে মানুষের সমস্ত ইচ্ছা পূরণ হয়।

১১টি সবুজ তুলসী পাতা তুলে ধুয়ে রোদে শুকিয়ে নিন। এরপর কমলা রঙের সিঁদুরে সরিষার তেল মিশিয়ে তুলসী পাতায় রামের নাম লিখে সেই পাতার মালা তৈরি করে হনুমানজিকে উৎসর্গ করুন। এর ফলে মানুষের সমস্ত ইচ্ছা পূরণ হয়।

5 / 9
যদি আর্থিক সমস্যায় ভোগেন, তাহলে একটি লাল রঙের কাপড়ে তুলসী পাতা বেঁধে পার্স বা আলমারিতে রাখুন। এর জেরে ঘরে অর্থের প্রবাহ বৃদ্ধি পায় ও পরিবার সচ্ছ্বল হয়।

যদি আর্থিক সমস্যায় ভোগেন, তাহলে একটি লাল রঙের কাপড়ে তুলসী পাতা বেঁধে পার্স বা আলমারিতে রাখুন। এর জেরে ঘরে অর্থের প্রবাহ বৃদ্ধি পায় ও পরিবার সচ্ছ্বল হয়।

6 / 9
প্রতিদিন বাড়িতে অশান্তি লেগেই রয়েছে? সুখ ও শান্তি ফেরাতে তুলসীর ৪-৫টি পাতা পরিষ্কার করুন। এরপরে, জল ভর্তি একটি পিতলের পাত্রে রেখে দিন। নিয়মিত স্নান করুন ও পুজো করুন।

প্রতিদিন বাড়িতে অশান্তি লেগেই রয়েছে? সুখ ও শান্তি ফেরাতে তুলসীর ৪-৫টি পাতা পরিষ্কার করুন। এরপরে, জল ভর্তি একটি পিতলের পাত্রে রেখে দিন। নিয়মিত স্নান করুন ও পুজো করুন।

7 / 9
এরপরে, বাড়ির দরজায় ও অন্যান্য জায়গায় তুলসী পাতাযুক্ত জল ছিটিয়ে দিন। কথিত আছে যে এমনটা করলে পরিবারে একতা বাড়তে শুরু করে, সমস্ত ইচ্ছা পূরণ হয়।

এরপরে, বাড়ির দরজায় ও অন্যান্য জায়গায় তুলসী পাতাযুক্ত জল ছিটিয়ে দিন। কথিত আছে যে এমনটা করলে পরিবারে একতা বাড়তে শুরু করে, সমস্ত ইচ্ছা পূরণ হয়।

8 / 9
ভাগ্য ফেরাতে চান, তাহলে একটি আটার প্রদীপ তৈরি করুন, তাতে ঘি ও এক চিমটি হলুদ দিন ও সন্ধ্যের সময় তুলসী গাছের নীচে জ্বালিয়ে রেখে দিন।  উত্তর দিকে তুলসীর শিকড়ে সেই প্রদীপটি রাখলে কঠিন সময় কেটে ভাগ্য ফের সক্রিয় হয়ে উঠবে।

ভাগ্য ফেরাতে চান, তাহলে একটি আটার প্রদীপ তৈরি করুন, তাতে ঘি ও এক চিমটি হলুদ দিন ও সন্ধ্যের সময় তুলসী গাছের নীচে জ্বালিয়ে রেখে দিন। উত্তর দিকে তুলসীর শিকড়ে সেই প্রদীপটি রাখলে কঠিন সময় কেটে ভাগ্য ফের সক্রিয় হয়ে উঠবে।

9 / 9
Follow Us: