Champions League: সেল্টিককে ৫ গোলে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের নকআউটে মদ্রিচরা

গ্রুপ এফ-এর শীর্ষে থেকে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে পা রেখেছে রিয়াল মাদ্রিদ। শেষ ষোলো আগেই নিশ্চিত হয়েছিল। বুধবার রাতে গ্রুপ পর্বের শেষ ম্যাচ সেল্টিককে ৫-১ উড়িয়ে দিলেন লুকা মদ্রিচরা।

| Edited By: | Updated on: Nov 03, 2022 | 1:16 PM
গ্রুপ এফ-এর শীর্ষে থেকে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে পা রেখেছে রিয়াল মাদ্রিদ। শেষ ষোলো আগেই নিশ্চিত হয়েছিল। বুধবার রাতে গ্রুপ পর্বের শেষ ম্যাচ সেল্টিককে ৫-১ উড়িয়ে দিলেন লুকা মদ্রিচরা। (ছবি:টুইটার)

গ্রুপ এফ-এর শীর্ষে থেকে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে পা রেখেছে রিয়াল মাদ্রিদ। শেষ ষোলো আগেই নিশ্চিত হয়েছিল। বুধবার রাতে গ্রুপ পর্বের শেষ ম্যাচ সেল্টিককে ৫-১ উড়িয়ে দিলেন লুকা মদ্রিচরা। (ছবি:টুইটার)

1 / 5
গত ৫ ম্যাচে জয় না পাওয়া সেল্টিক রিয়ালের মাথাব্যথা ছিল না মোটেও। বুধবার সান্তিয়াগো বার্নাব্যুর ম্যাচটি ছিল নিজেদের একটু ঝালিয়ে নেওয়ার জন্য। সেই ম্যাচে সেল্টিকের জালে ৫বার বল জড়িয়েছে রিয়াল।(ছবি:টুইটার)

গত ৫ ম্যাচে জয় না পাওয়া সেল্টিক রিয়ালের মাথাব্যথা ছিল না মোটেও। বুধবার সান্তিয়াগো বার্নাব্যুর ম্যাচটি ছিল নিজেদের একটু ঝালিয়ে নেওয়ার জন্য। সেই ম্যাচে সেল্টিকের জালে ৫বার বল জড়িয়েছে রিয়াল।(ছবি:টুইটার)

2 / 5
ম্যাচের প্রথম ৬ মিনিটে রিয়ালকে এগিয়ে দেন লুকা মদ্রিচ। ২১ মিনিটে দ্বিতীয় গোল রড্রিগোর। বাকি তিনটে গোল এল দ্বিতীয়ার্ধে। মার্কো অ্যাসেন্সিও, ভিনিসিয়াস জুনিয়র এবং ভালভার্দে স্কোরশিটে নাম লিখিয়েছেন।(ছবি:টুইটার)

ম্যাচের প্রথম ৬ মিনিটে রিয়ালকে এগিয়ে দেন লুকা মদ্রিচ। ২১ মিনিটে দ্বিতীয় গোল রড্রিগোর। বাকি তিনটে গোল এল দ্বিতীয়ার্ধে। মার্কো অ্যাসেন্সিও, ভিনিসিয়াস জুনিয়র এবং ভালভার্দে স্কোরশিটে নাম লিখিয়েছেন।(ছবি:টুইটার)

3 / 5
রিয়াল এদিন ম্যাচ জিততেই চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সর্বোচ্চ ম্যাচজয়ী ম্যানেজারের তকমা পেলেন কার্লো আনচেলত্তি (১০৩)। পিছনে ফেললেন স্যার অ্যালেক্স ফার্গুসনকে।(ছবি:টুইটার)

রিয়াল এদিন ম্যাচ জিততেই চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সর্বোচ্চ ম্যাচজয়ী ম্যানেজারের তকমা পেলেন কার্লো আনচেলত্তি (১০৩)। পিছনে ফেললেন স্যার অ্যালেক্স ফার্গুসনকে।(ছবি:টুইটার)

4 / 5
রেকর্ড গড়েছে রিয়াল মাদ্রিদও। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে খেলা শেষ ৪৩টি ম্যাচের মধ্যে ৪২টিতে জিতেছে স্প্যানিশ জায়ান্টরা।(ছবি:টুইটার)

রেকর্ড গড়েছে রিয়াল মাদ্রিদও। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে খেলা শেষ ৪৩টি ম্যাচের মধ্যে ৪২টিতে জিতেছে স্প্যানিশ জায়ান্টরা।(ছবি:টুইটার)

5 / 5
Follow Us: