Weekend Special: কলকাতার সেরা ককটেলের ঠিকানা, না খেলেই মিস
Popular Hangout Places In kolkata: সারা সপ্তাহের ব্যস্ততার পর উইকএন্ডে বন্ধুদের সঙ্গে রিল্যাক্স করা খুব জরুরি। রইল বিশেষ গাইডলাইন। প্রিয় সঙ্গীর সঙ্গে চুমুক দিন পছন্দের ককটেলে
ককটেলের জন্য বিখ্যাত হার্ড রক কাফে। এখানে এলে ক্লাসিক ক্যারাবিয়ান মোহিত চেখে দেখতে ভুলবেন না। এছাড়াও হার্ড রক ক্যাফের ব্ল্যাকবেরি স্পার্কলিং সাংরিয়া খুব জনপ্রিয়। রেড ওয়াইনের সঙ্গে ব্ল্যাকবেরি, ক্র্যানবেরি জুস মিশিয়ে বানানো হয় এই ককটেল। খাবার ও পানীয় সহ- দু'জনের জন্য খরচ ২৫০০।
1 / 4
বর্তমান শহরে সবচেয়ে জনপ্রিয় রেস্ট্রো-পাব লর্ড অফ দা ড্রিংকস। এখানকার পার্পল রেইন আর ভেরি বেরি লিসিয়াস জেন ওয়াইদের খুব প্রিয়। দুপুর ১২ টা থেকে রাচত ১২ টা পর্যন্ত খোলা। খাবার ও পানীয়-সহ দুজনের জন্য খরচ ১৮০০ টাকা।
2 / 4
ট্রাফিক গ্যাস্ট্রোপাব- এই পাব মকটেলস আর ককটেলসের জন্য বিখ্যাত। এখানে আসলে ট্রাফিক ফটোগ্রাফিক ককটেলটি কোনও ভাবেই মিস করবেন না। দু'জনের জন্য খরচ পড়বে ১৫০০।
3 / 4
ক্যান্টিন পাব অ্যান্ড গ্রাব- আম জনতা ককটেল আর ইমলি চটা এই গরমে দারুণ হিট। আম পান্নার সঙ্গে অ্যালকোহল মিশিয়ে বানানো হচ্ছে এই ককটেল। পানীয়, খাবার সহ- দুজনের জন্য খরচ পড়বে ১৭০০।