Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Train Service: ভারত-শ্রীলঙ্কা ম্যাচের জন্য অতিরিক্ত ট্রেন চালাবে রেল, সংক্রান্তিতেও বড় ঘোষণা

Train Service: প্রিন্সেপ ঘাট থেকে বারাসত পর্যন্ত এই অতিরিক্ত ট্রেন চলবে। প্রিন্সেপঘাট-বারাসত EMU স্পেশাল এই ট্রেন।

| Edited By: | Updated on: Jan 09, 2023 | 7:14 PM
ইডেন গার্ডেন্সে ভারত-শ্রীলঙ্কা ওয়ান ডে ম্যাচ। সেই জন্য ১২ জানুয়ারি অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেল।

ইডেন গার্ডেন্সে ভারত-শ্রীলঙ্কা ওয়ান ডে ম্যাচ। সেই জন্য ১২ জানুয়ারি অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেল।

1 / 7
বৃহস্পতিবার ভারত-শ্রীলঙ্কা একদিনের ম্যাচের জন্য একটি অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রিন্সেপ ঘাট থেকে বারাসত পর্যন্ত এই অতিরিক্ত ট্রেন চলবে। প্রিন্সেপঘাট-বারাসত EMU স্পেশাল এই ট্রেন।

বৃহস্পতিবার ভারত-শ্রীলঙ্কা একদিনের ম্যাচের জন্য একটি অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রিন্সেপ ঘাট থেকে বারাসত পর্যন্ত এই অতিরিক্ত ট্রেন চলবে। প্রিন্সেপঘাট-বারাসত EMU স্পেশাল এই ট্রেন।

2 / 7
প্রিন্সেপ ঘাট স্টেশন থেকে রাত ১০টা ৩৫ মিনিটে এই ট্রেন ছাড়বে। বারাসত স্টেশনে পৌঁছবে রাত ১১টা ৫০ মিনিটে। প্রিন্সেপ ঘাট থেকে বারাসত অবধি প্রতিটি স্টেশনেই দাঁড়াবে এই ট্রেন।

প্রিন্সেপ ঘাট স্টেশন থেকে রাত ১০টা ৩৫ মিনিটে এই ট্রেন ছাড়বে। বারাসত স্টেশনে পৌঁছবে রাত ১১টা ৫০ মিনিটে। প্রিন্সেপ ঘাট থেকে বারাসত অবধি প্রতিটি স্টেশনেই দাঁড়াবে এই ট্রেন।

3 / 7
পাশাপাশি মকর সংক্রান্তিতেও বেশ কিছু ট্রেনের পথ বদল করা হয়েছে। পৌষ সংক্রান্তির দিন লক্ষ লক্ষ মানুষ যান গঙ্গাসাগরে। পুণ্যার্থীদের কথা মাথায় রেখেই ১৫ জানুয়ারি রবিবার টালা স্টেশন থেকে চার জোড়া EMU চক্ররেল পরিষেবায় পথ বদল করা হবে।

পাশাপাশি মকর সংক্রান্তিতেও বেশ কিছু ট্রেনের পথ বদল করা হয়েছে। পৌষ সংক্রান্তির দিন লক্ষ লক্ষ মানুষ যান গঙ্গাসাগরে। পুণ্যার্থীদের কথা মাথায় রেখেই ১৫ জানুয়ারি রবিবার টালা স্টেশন থেকে চার জোড়া EMU চক্ররেল পরিষেবায় পথ বদল করা হবে।

4 / 7
২ জোড়া ট্রেন ঘোরানো হচ্ছে শিয়ালদহে (উত্তর)। ২টি ট্রেন কাঁকুরগাছি-বালিগঞ্জ রুট হয়ে মাঝেরহাটে যাবে।

২ জোড়া ট্রেন ঘোরানো হচ্ছে শিয়ালদহে (উত্তর)। ২টি ট্রেন কাঁকুরগাছি-বালিগঞ্জ রুট হয়ে মাঝেরহাটে যাবে।

5 / 7
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

6 / 7
 ১ জোড়া চক্ররেল লোকাল (30412/30411 শিয়ালদহ-বিবাদিবাগ-শিয়ালদহ ভায়া মাঝেরহাট) বাতিল করা হয়েছে রবিবার।

১ জোড়া চক্ররেল লোকাল (30412/30411 শিয়ালদহ-বিবাদিবাগ-শিয়ালদহ ভায়া মাঝেরহাট) বাতিল করা হয়েছে রবিবার।

7 / 7
Follow Us: