AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rudraksh Tips: সামনেই শিবরাত্রি, রুদ্রাক্ষ ধারণ করার শ্রেষ্ঠ দিন! মাথায় রাখুন এই কঠিন নিয়ম

Astro Tips: হিন্দু বিশ্বাস অনুসারে, রুদ্রাক্ষ পরলে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশের ত্রিত্ব দ্বারা আশীর্বাদপ্রাপ্ত হয়ে ওঠেন। রুদ্রাক্ষের রয়েছে বিভিন্ন প্রকার। এক থেকে চৌদ্দমুখী রুদ্রাক্ষ রয়েছে, যার প্রত্যেকটির নিজস্ব তাৎপর্য রয়েছে। আসলে রুদ্রাক্ষ একটি শুকনো ফল। তবে এর উৎপত্তি নিয়ে একটি পৌরাণিক কাহিনিও প্রচলন রয়েছে। বিশিষ্টদের মতে, সনাতন ধর্মে রুদ্রাক্ষ অত্যন্ত গুরুত্বপূর্ণ ও পবিত্র বলে বিবেচিত হয়।

Rudraksh Tips: সামনেই শিবরাত্রি, রুদ্রাক্ষ ধারণ করার শ্রেষ্ঠ দিন! মাথায় রাখুন এই কঠিন নিয়ম
| Edited By: | Updated on: Mar 06, 2024 | 2:25 PM
Share

সামনেই মহাশিবরাত্রি। তাই শিবভক্তদের কাছে এক বিশেষ দিন। এদিন বহু শিবভক্ত শিবের আধ্যাত্মিক চেতনায় অনুপ্রাণিত হন। তাই শিবের প্রিয় জিনিসগুলিকে গ্রহণ করা, ঘরে আনার ব্যাপারে বেশি আগ্রহী হয়ে থাকেন। শিবের প্রিয় জিনিসগুলির মধ্যে রুদ্রাক্ষ হব অন্যতম। এছাড়া হিন্দু বিশ্বাস অনুসারে, রুদ্রাক্ষ পরলে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশের ত্রিত্ব দ্বারা আশীর্বাদপ্রাপ্ত হয়ে ওঠেন। রুদ্রাক্ষের রয়েছে বিভিন্ন প্রকার। এক থেকে চৌদ্দমুখী রুদ্রাক্ষ রয়েছে, যার প্রত্যেকটির নিজস্ব তাৎপর্য রয়েছে। আসলে রুদ্রাক্ষ একটি শুকনো ফল। তবে এর উৎপত্তি নিয়ে একটি পৌরাণিক কাহিনিও প্রচলন রয়েছে। বিশিষ্টদের মতে, সনাতন ধর্মে রুদ্রাক্ষ অত্যন্ত গুরুত্বপূর্ণ ও পবিত্র বলে বিবেচিত হয়। চোখ খুলে রাখলে দেখা যাবে বহু মানুষ রুদ্রাক্ষের মালা পরে থাকেন। রুদ্রাক্ষ পরলে মানুষের জীবনে অনেক উপকার ও অলৌকিক ঘটনা ঘটে। তাই রুদ্রাক্ষের সম্পূর্ণ উপকার পেতে হলে কিছু নিয়ম মাথায় রাখা জরুরি। এছাড়া এই নিয়মগুলি না মানলে বিপরীত ফলও পাওয়া যেতে পারে।

কোন দিন রুদ্রাক্ষ পরার জন্য খুবই শুভ

যদি রুদ্রাক্ষ পরতে চান, তাহলে অমাবস্যা, পূর্ণিমা, শ্রাবণ মাসের সোমবার ও শিবরাত্রিতে ধারণ করতে পারেন। রুদ্রাক্ষ পরার আগে দুধ ও সরষের তেল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিন। এছাড়াও, রুদ্রাক্ষ পরার সময় ওম নমঃ শিবায় মন্ত্র জপ করুন। জ্যোতিষী বা ব্রাহ্মণের মাধ্যমে রুদ্রাক্ষ পরতে পারেন।

রুদ্রাক্ষ পরার নিয়ম

যদি রুদ্রাক্ষ পরিধান করেন তাহলে সবসময় বেশ কিছু বিষয় মাথায় রাখা উচিত। এই বিষয়গুলি মাথায় রাখলেই রুদ্রাক্ষ পরার ফল পাওয়া যাবে দ্রুত। রাতে ঘুমনোর আগে রুদ্রাক্ষ খুলে পাশেই রাখুন। মনে রাখবেন, রুদ্রাক্ষ পরিধান করে শ্মশানে বা মৃত্যুস্থানে যাওয়া উচিত নয়। যেতে হলে প্রথমে রুদ্রাক্ষ বের করে রাখুন। রুদ্রাক্ষ পরিধান করার সময় কখনওই মাংস বা অ্যালকোহল গ্রহণ করবেন না। যদি এই নিয়ম পালন না করেন, তাহলে তা রুদ্রাক্ষের অশুভ প্রভাব পড়তে পারেন।