Gopal Puja Tips: বাড়িতে গোপালঠাকুর রয়েছে? রাতে শোওয়ার আগে করুন এই ছোট্ট কাজ

Night Time Puja Tips: গোপালপুজোর মাহাত্ম্য ও গুরুত্ব বর্তমানে দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। শ্রীকৃষ্ণের শৈশব ও শিশুরূপকে পুত্রস্নেহের মতই সকাল থেকে রাত পর্যন্ত সেবায় নিয়োজিত থাকেন বহু। যেভাবে শিশুকে খাওয়াতে হয়, স্নান করার পর মাতৃস্নেহে ছোট্ট গামছা দিয়ে মুছিয়ে দেওয়া থেকে শুরু করে দুবেলা ভোগ নিবেদন করার নিয়ম মেনে থাকেন অনেকেই।

Gopal Puja Tips: বাড়িতে গোপালঠাকুর রয়েছে? রাতে শোওয়ার আগে করুন এই ছোট্ট কাজ
ছবিটি প্রতীকী
Follow Us:
| Edited By: | Updated on: Jan 17, 2024 | 3:32 PM

বর্তমানে অদনেকের বাড়িতেই ছোট্ট গোপালঠাকুর পুজো করা হয়ে থাকে। গোপাল পুজোর রেশ যে কতটা মারাত্মক আকার ধারণ করেছে, তার প্রমাণ পাওয়া যায় শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর সময়। বাড়ির ঠাকুরঘরে একটি নয়, দুইয়ের অধিক গোপাল মূর্তিও পুজো করে থাকেন অনেকে। গোপালপুজোর মাহাত্ম্য ও গুরুত্ব বর্তমানে দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। শ্রীকৃষ্ণের শৈশব ও শিশুরূপকে পুত্রস্নেহের মতই সকাল থেকে রাত পর্যন্ত সেবায় নিয়োজিত থাকেন বহু। যেভাবে শিশুকে খাওয়াতে হয়, স্নান করার পর মাতৃস্নেহে ছোট্ট গামছা দিয়ে মুছিয়ে দেওয়া থেকে শুরু করে দুবেলা ভোগ নিবেদন করার নিয়ম মেনে থাকেন অনেকেই। রাতে শোওয়ার আগে গোপালঠাকুরকেও বিছানায় শুয়ে দেওয়ার রীতি রয়েছে। রাতে খাবার ভোগ হিসেবে নিবেদন করার সময় বেশ কিছু নিয়ম পালন করা উচিত।

লাড্ডু গোপালকে একবার বা দুবার নয়, দিনে চারবার নিবেদন করতে হবে। প্রথম নৈবেদ্য নিবেদন করার সময় সকাল ছয়টা থেকে সাতটার মধ্যে দান করুন। ভোরবেলা তাকে নৈবেদ্য হিসেবে দুধ দেওয়া যেতে পারে। তবে কেউ কেউ এ সময় লাড্ডু গোপালকে চা গরম করে নিবেদন করেন।

এই নৈবেদ্য নিবেদনের পর, অবশ্যই স্নান করা উচিত।  তারপর লাড্ডু গোপালের মূর্তি বা প্রতিমাকেও স্নান করাতে হবে। এর পরেই দ্বিতীয় নৈবেদ্য দেওয়া হয়।

এরপর আসে তৃতীয় নৈবেদ্যর পালা। দুপুরের পরই এই নৈবেদ্য প্রদান করা হয়। তবে এই নিয়ম মেনে চলার পাশাপাশি আরও কিছু কঠোর নিয়মও মেনে চলা উচিত। এই সময় সাত্ত্বিক ভোগের নিয়ম। গোপালকে শুধুমাত্র সাত্ত্বিক ভোগ নিবেদন করা উচিত। সেই নৈবেদ্যতে পেঁয়াজ বা রসুন  যেন কখনও না থাকে।

গোপালঠাকুরকে চতুর্থ নৈবেদ্য দেওয়া হয় রাতে। প্রতিদিনের খাবারের মতো এই ভোগও হতে হবে সাত্ত্বিক। এই নৈবেদ্যর জন্য সবচেয়ে উপযুক্ত সময় ধরা হয় রাত আটটা থেকে নয়টার মধ্যে।

এরপর লাড্ডু গোপালঠাকুরকে বিছানায় শুয়ে, মশারি টাঙ্গিয়ে দেওয়া উচিত। ঘুমানোর আগে গরম দুধ খাওয়াতে হবে। এর সঙ্গে মনে করা হয়, রূপোর পাত্রে লাড্ডু গোপাল নিবেদন করা সবচেয়ে শুভ।