Spiritual Tips: নিম করোলি বাবা বলে গিয়েছেন, এইসব কথা রাখুন ‘গোপন’, নইলে জীবনে ঘোর বিপত্তি নেমে আসবে!
Neem Karoli Baba: প্রতিটি ব্যক্তির জীবনে আধ্যাত্মিক বিকাশ কেমন হওয়া উচিত, সে বিষয়েও বলেছেন তিনি। একইসঙ্গে জনপ্রিয় সাধক নিম করোলি বাবা জানিয়েছেন, প্রত্যেকের জীবনে এমন কিছু কথা থাকে, যা বরাবর গোপন রাখা উচিত।

ভারতে খুবই আলোচিত সাধকদের মধ্যে উপরের সারিতে আসে নিম করোলি বাবার নাম। তাঁর নানা বাণী বহু মানুষের জীবন এক্কেবারে বদলে দিয়েছে। তাঁর বলে যাওয়া নানা কথা লক্ষ লক্ষ মানুষকেও অনুপ্রাণিত করেছেন। প্রতিটি ব্যক্তির জীবনে আধ্যাত্মিক বিকাশ কেমন হওয়া উচিত, সে বিষয়েও বলেছেন তিনি। একইসঙ্গে জনপ্রিয় সাধক নিম করোলি বাবা (Neem Karoli Baba) জানিয়েছেন, প্রত্যেকের জীবনে এমন কিছু কথা থাকে, যা বরাবর গোপন রাখা উচিত। নিম্নে তা নিয়ে আলোচনা করা হল।
নিম করোলি বাবার মতে, কোনও ব্যক্তি যদি সত্যিকারের দান করেন, তাহলে সে কাজ গোপনে করা উচিত। কোনও ব্যক্তিকে দেখানোর জন্য দান করবেন না, তা হলে পুণ্য কমে যায়। এ ছাড়া যদি কোনও ব্যক্তি কিছু নতুন বা আলাদা কাজ করার পরিকল্পনা করেন, তাহলে সেটি গোপন রাখা উচিত। তা হলে সেই ব্যক্তির বিরোধীরা তাঁর বিরুদ্ধএ কোনওরকম ষড়যন্ত্র করার সুযোগ পায় না।
বাড়িতে হওয়া কোনও সমস্যা যতই বড় হোক না কেন, নিম করোলি বাবার মতে বাইরের কারও সঙ্গে ভাগ করবেন না। এটা করলে ওই সমস্যা আরও বেশি বেড়ে যেতে পারে। আর যার ফলও নেতিবাচক হতে পারে। তিনি এও বলেছেন যে, প্রত্যেকের জীবনে কিছু না কিছু ভাল ও কিছু না কিছু খারাপ অতীত থাকে। আর সেই অতীতের কথা বা অতীতের দিকে মনোনিবেশ না করাই শ্রেয়। বরং বর্তমানের দিকে এগিয়ে যেতে হবে।
প্রতিটি ব্যক্তি নিজের শক্তি ও দুর্বলতা সবচেয়ে ভাল বোঝেন। আর এটা অন্যকে বলা উচিত নয়। এমনটাই মনে করতেন নিম করোলি বাবা। পাশাপাশই কোনও ব্যক্তির কাছে অপর কোনও ব্যক্তি যতই ঘনিষ্ঠ হোক না কেন, তাকে নিজের আয় নিয়ে বলা ঠিক নয়।
বিশেষ দ্রষ্টব্য- এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা তাঁদের ব্যক্তিগত মতামত। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।
